Gold Price – সোনার দাম ফের কমলো, কলকাতার বাজারে 22 ও 24 ক্যারেট এর নতুন রেট দেখুন।
সোনা রূপার দাম (Gold Price) প্রতিদিন বাজারে বাড়ছে কমছে। এক এক জায়গায় এক এক দিন এক এক রকম সোনা রুপোর দাম হয়। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন যে কোনো শুভ কাজে সোনা রুপো কেনে না এমন মানুষ খুব কম আছে। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার যার দিনের শুরুতে সোনা রূপার দামের দিকে চোখ যায় না। আর কিছু দিন পরে রাখিবন্ধন (Rakshabandhan), তার আগে সোনা রুপোর দাম কেমন থাকবে?
Gold Price Update In Kolkata.
কিভাবে বুঝবেন বাজারে সোনা রূপার দাম (Gold Price Today) কত চলছে? আজ বাজারে সোনা রুপোর দাম কেমন? দোকানে যাওয়ার আগে এক ক্লিকেই জেনে নিন সোনা রুপোর দাম কেমন চলছে।আজ শনিবার 26 অগাস্ট 2023 সোনার দাম, কলকাতায় 24 ক্যারেট সোনার (24 Carat Gold) বাটের দাম 5910 টাকা। 24 ক্যারেট খুচরা সোনার দাম 5940 টাকা। 22 ক্যারেট হলমার্ক সোনার (22 Carat Hallmark Gold) গহনার দাম 5650।
শুক্রবার 25 অগাস্ট 2023 সোনার দাম (Gold Price In Kolkata), কলকাতা এ 24 ক্যারেট সোনার বাটের দাম শুক্রবারে ছিল প্রতি 10 গ্রামে 59,450 টাকা। 24 ক্যারেট খুচরা সোনার দাম ছিল 5945 টাকা। ওই দিন 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম ছিল 5655 টাকা। শুক্রবারের তুলনায় আজ (শনিবার) সোনার দাম কিছুটা নিম্নমুখী বা প্রায় অপরিবর্তিত। কিন্তু এই দাম প্রতিদিনই পরিবর্তিত হতে থাকে সেই জন্য কেনার আগে অবশ্যই দাম জেনে নেবেন।
রুপোর দাম (Silver Gold Price) শনিবার রুপোর দাম প্রতি কেজিতে 70850 টাকা। এবং খুচরা রুপোর দাম 70950 টাকা। শুক্রবার রুপোর দাম ছিল প্রতি কেজিতে 73900 টাকা এবং খুচরা রুপোর দাম ছিল প্রতি কেজিতে 74000 টাকা। শুক্রবারের তুলনায় আজ রুপোর দাম অনেকটাই নিম্নমুখী। এবারে সোনা কতটা খাঁটি (Pure Gold) তা বুঝবেন কী করে?
সোনা কতটা খাটি তা নির্ভর করে ক্যারেট (Gold Price In India) এর উপর। 24 ক্যারেটের সোনা হয় খাঁটি। এ তে কোন ধাতু মেশানো থাকে না। সোনার ক্যারেট যত কমবে তত খাঁটি কম পাবেন তখন তাতে খাদ মেশানো থাকবে। যেমন 22 ক্যারেট (22 Carat), 18 ক্যারেট (18 Carat), 22 ক্যারেট (22 Carat), এ একটু কম খাদ থাকে তবে 18 ক্যারেট সোনাতে 75 শতাংশ থাকে সোনা আর 25 শতাংশ থাকে খাদ।
24 carats (995) মানে কী, Fineness দিয়েও সোনা কতটা খাঁটি তা দেখা হয়। যেমন যদি 24 Carats (995) লেখা থাকে তাহলে সেই সোনায় প্রতি হাজার ভাগে 995 ভাগ সোনা এবং বাকি ভাগ অন্য ধাতু। 24 Carats (999) লেখা হলে সেটি সবচেয়ে খাঁটি সোনা। এছাড়াও রয়েছে 22 ক্যারেটের সোনা, তার Fineness 916, 22 ক্যারেটের সোনা (Gold Price Hike) দিয়েই গয়না তৈরি হয়।
WBCHSE – উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সংসদের তরফে বিরাট সুখবর, কি কি সুবিধা পাবেন দেখুন।
পাথর সেটিং, হিরের গয়না তৈরিতে সাধারণত ১৮ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণ শিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। সোনার দাম (Gold Price) কম থাকাকালিন আপনাদের ইচ্ছে অনুসারে আপনারা সোনা কিনে রাখতে পারবেন।
Post Office Rules 2023 – পোস্ট অফিস গ্রাহকদের জরুরী নির্দেশ। পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে