প্রকল্প

PM KISAN – কিষান যোজনায় পরের কিস্তির টাকা পেতে কৃষক বন্ধুদের এই কাজ করতে হবে।

পিএম কিষান যোজনার (PM KISAN) ১৫তম কিস্তির টাকা পাওয়ার জন্য আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্কের অ্যাকাউন্ট লিঙ্ক করা বাধ্যতামূলক বলে ঘোষণা করল মোদি সরকার। দীর্ঘ দিন ধরে পিএম কিষান যোজনার নামে চলতে থাকা দুর্নীতি আটকাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার৷ দেশের কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে কেন্দ্র সরকারের একাধিক যোজনা বা স্কিম রয়েছে এর মধ্যে পিএম কিষান সম্মান নিধি (PM KISAN Sanman Nidhi) বেশ জনপ্রিয়৷

PM KISAN Next Installment Update.

এই যোজনায় কৃষকদের প্রতি বছর ৬০০০ টাকা আর্থিক সাহায্য করা হয়ে থাকে৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা হয়ে থাকে৷ এখনও পর্যন্ত পিএম কিষান (PM KISAN) যোজনার ১৪টি কিস্তির টাকা দেওয়া হয়েছে। বর্তমানে পি এম কিষানের ১৫ তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন দেশের কোটি কোটি কৃষকরা৷

তবে যোজনার সুবিধা পাওয়ার জন্য শীঘ্রই আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্কের অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে কৃষকদের। পিএম কিষান যোজনা (PM KISAN Yojana) সোশ্যাল মিডিয়া এক্স (Twitter) এ দেওয়া তথ্য অনুযায়ী, এই যোজনার জন্য বেশ কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে৷ এর পাশাপাশি কৃষকদের আরও বেশ কয়েকটি কাজ করতে হবে৷ আগামী কিস্তির টাকা পাওয়ার জন্য আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে৷

New Govt Scheme (নতুন পশ্চিমবঙ্গ সরকারি প্রকল্প)

আধার কার্ড ও ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করার পাশাপাশি কৃষকদের আরও একটি কাজ করতে হবে। সেটা হল EKYC। এই ই কেওয়াইসি করার প্রয়োজনীয়তা হল কেওয়াইসি না করালে পিএম কিষান (PM KISAN) যোজনার সুবিধা পাবেন না কৃষকরা৷ দীর্ঘ দিন ধরে পিএম কিষান যোজনার নামে চলতে থাকা দুর্নীতি আটকাতে KYC চালু করেছে সরকার৷ এর দ্বারা সঠিক ব্যাংক অ্যাকাউন্ট থাকা ব্যক্তিকে চিহ্নিত করা যাবে।

Post Office – পোস্ট অফিসের সেরা এই স্কিমে অল্প সময়ের বিনিয়োগে পান দ্বিগুন রিটার্ন।

পিএম কিষানের ওয়েবসাইটে গিয়ে ওটিপি মাধ্যমেই কেওয়াইসি করা যাবে৷ সর্বোপরি, সরকার মোবাইল অ্যাপও লঞ্চ করেছে৷ যার ফলে, মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়ি থেকেই ইকেওয়াইসি করা যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করানোর পর ই কেওয়াইসি না করালে যোজনার (PM KISAN) ১৫ তম কিস্তির টাকা অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে না। তাই উপরোক্ত পদ্ধতি অনুযায়ী, অতি দ্রুত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের নাম্বার লিঙ্ক করে ই কেওয়াইসি করে নেওয়া সকলের জন্যই জরুরী।

Ujjwala Yojana – পুজোর আগে বিনামূল্যে 75 লক্ষ মানুষকে গ্যাস সিলিন্ডার দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *