School Timings – স্কুল পড়ুয়াদের কমে গেল স্কুলের সময়। এই রাজ্যের শিক্ষক পড়ুয়াদের মজাই মজা।
স্কুলের সময় (School Timings) সকাল ১১ টা থেকে ৪ টে সেই কথাটা আমরা সকলেই জানি। কিন্তু এবারে এই স্কুলের সময়ের নিয়ম পরিবর্তন করতে চলেছে রাজ্য সরকার। আমরা সকলেই নিজেদের ছোটবেলায় বিদ্যালয়ে পড়াশোনা করতে গেছি এবং অপেক্ষা করতাম কখন ছুটি হবে আর আমরা বাড়ি যাব। এবারে এই সময়সূচীর পরিবর্তন হতে চলেছে বলে জানা যাচ্ছে। নতুন শিক্ষানীতি (New Education Policy) অনুযায়ি অনেক নিয়ম বদল করা হয়েছে।
School Timings Change By Uttarpradesh Government.
এই নতুন শিক্ষানীতিতে পড়ুয়া এবং শিক্ষকদের জন্যে রয়েছে দারুন খবর। এখন ক্লাস করার সময় (School Timings) কমানো হলো নতুন শিক্ষানীতিতে। তাদের এবার 2 ধরনের সময়তে ক্লাস করানো হবে। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। এখন স্কুলে এক সপ্তাহে মোট ক্লাসের সময় 29 ঘণ্টার বেশি হবে না।
নতুন শিক্ষানীতি মেনে একটি রাজ্য এর মধ্যেই এই রাস্তায় হাঁটতে চলেছে। এর মধ্যেই এই সংক্রান্ত নির্দেশ পৌঁছে গিয়েছে স্কুলে। এই 29 ঘণ্টার মধ্যে সপ্তাহের প্রথম 5 দিন, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দৈনিক ক্লাসের মেয়াদ হবে ৫ থেকে সাড়ে ৫ ঘণ্টা। এবং মাসে দুটি শনিবার স্কুল ছুটি (School Holiday) থাকবে ও অন্য দুটি শনিবারে ক্লাস হবে। তবে সেই ক্লাসের সময়সীমা (School Timings) হবে ২ থেকে আড়াই ঘণ্টা।
সব মিলিয়ে সপ্তাহে মোট ২৯ ঘণ্টা ক্লাস নেওয়া যাবে। সেই সঙ্গে ক্লাসের সময়েও এসেছে পরিবর্তন। এখন প্রতিটি ক্লাস এর সময় আর 45 মিনিট করে থাকছে না। এখন থেকে ক্লাস এর সময় হবে 40 থেকে 50 মিনিট, যে গুলো প্রধান ক্লাস যেমন Math, Science এই সব এর মত বিষয় গুলো 40 50 মিনিট এর ক্লাস হবে। আর অন্য বিষয় গুলির ক্লাস 35 মিনিট (School Timings) এর হবে।
এইভাবে রুটিন তৈরি করতে হবে স্কুল গুলিকে। এছাড়া ১ বছরে এক পড়ুয়া স্কুলে সর্বোচ্চ ১০ দিন ব্যাগ ছাড়াই আসতে পারবে। স্কুল কর্তৃপক্ষকে সেই ছাড় দিতে হবে। ছাত্রছাত্রীদের পরীক্ষামূলক পদ্ধতি মেনে পড়াতে হবে। যা নতুন শিক্ষানীতিতে রয়েছে। উত্তরপ্রদেশের সব স্কুলে এই নতুন নীতি চালু হতে চলেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন যোগী আদিত্যনাথের রাজ্যে এই নিয়ম শুরু (School Timings) হল প্রথমে।
এবারে উত্তরপ্রদেশের হাত ধরে কি তবে এবার ভারতের অন্য রাজ্য গুলিও এই একই ভাবে স্কুলের সময় (School Timings) কমাতে চলেছে? ছাত্রছাত্রীদের ক্লাসের সময় কমলে তাদের কোন সুবিধা হবে? যাই হোক তবে এই খবরে খুশি অনেক পড়ুয়া এবং শিক্ষকরা। এবারে ভবিষ্যতে সমগ্র দেশে কি হতে চলেছে সেই নিয়ে চিন্তায় সকলে।
Education Policy – আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের জন্য দারুন ঘোষণা। উপকার হবে কোটি কোটি