চাকরি

Salary – পুজোর আগে আবার বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা। সবাই টাকা পাবে, কত তারিখে বেতন ঢুকবে?

অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে পুজো। আর এবার পুজোর আগেই বেতন (Salary) পাবেন সরকারি কর্মীরা। প্রত্যেক মাসের শেষ তারিখের আগে সরকারি কর্মীরা বেতন পান। কিন্তু এবার পুজোর ছুটির আগেই বেতন দিয়ে দিতে চায় রাজ্য সরকার। পুজোর আগেই সরকারি কর্মীদের বেতন দিতে চায় সরকার আর সেই কাজ তাড়াতাড়ি সমাধানের জন্যে নবান্ন (Nabanna) থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তাই অক্টোবর মাসের শুরুতেই সেই জন্যে সরকারি অফিস ও সরকারি স্কুল গুলিতে উদ্যোগ শুরু হয়েছে।

Good News For WB Government Employees For Their Salary.

অক্টোবর মাসের শুরুতেই এই বিষয়ে সব সরকারি দফতর ও স্কুল গুলিতে বার্তা পাঠানো হয়েছে। এই বার্তায় বলা হয়েছে, সংশ্লিষ্ট দফতর গুলিকে বেতন (Salary) প্রদানের প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় কাজ 4ঠা অক্টোবরের মধ্যেই শেষ করে ফেলতে হবে। পাশাপাশি, সরকারি স্কুল গুলির প্রধান শিক্ষকদেরও একই বার্তা দেওয়া হয়েছে।

বুধবারের মধ্যে অনলাইন স্যালারি পোর্টাল AOSMS এ শিক্ষক ও শিক্ষাকর্মীদের অক্টোবর মাসের মধ্যে বেতন দেওয়ার কাজ শেষ করে ফেলতে হবে। স্কুল গুলির বেতন (Salary) মূলত প্রধান শিক্ষকদের নির্দেশে স্কুলের অফিস থেকেই হয়। তাই প্রধান শিক্ষক মারফত স্কুল গুলিকেও দ্রুত এই কাজ শেষ করে ফেলতে বলা হয়েছে। এ বছর দুর্গা পূজা অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে।

তাই রাজ্য সরকার চাইছে, তার আগেই যাতে কর্মীদের বেতন (Salary) দেওয়া যায়। তাতে সরকারি কর্মী দের ও অনেক সুবিধা হবে। সাধারণত, প্রতি মাসের 10 তারিখ পর্যন্ত বেতন প্রদান সংক্রান্ত কাজ শেষ করতে সময় দেওয়া হয়। কিন্তু এবার সেই তারিখ প্রায় এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। তাই সরকারি কর্মচারী (Government Employees) মহলের ধারণা, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই তারা বেতন পেয়ে যাবেন।

সরকারি প্রশাসনের এমন তৎপরতা দেখে খুশি তৃণমূল সমর্থিত কর্মচারী ফেডারেশন। সংগঠনের নেতা প্রতাপ নায়েক বলেন, ‘‘ক্যালেন্ডার অনুযায়ী দুর্গাপুজো 20 তারিখ থেকে শুরু হলেও, বাঙালি পরিবারে কেনাকাটার কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। অনেক সময় সরকারি কর্মচারীদের এর জন্য আর্থিক ভাবে চাপেও পড়তে হয়। কিন্তু এবারে এই বেতন (Salary) পেয়ে গেলে আর কোন সমস্যা হবে না বলে মনে করছেন অনেকে।

DA Increase (বকেয়া ডিএ বৃদ্ধি)

কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) সে কথা মাথায় রেখেই এ মাসে দ্রুত বেতন দেওয়ার চেষ্টা করছেন। এ কথা জানতে পেরেই সরকারি কর্মচারীরা খুশি। এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন, এই বছর পুজো যেহেতু অক্টোবরের তৃতীয় সপ্তাহে পড়েছে। সেই জন্য বেতন (Salary) যদি পুজোর আগেই দিয়ে দেওয়া সম্ভব হয়, তা হলে শিক্ষক ও শিক্ষাকর্মীদের সুবিধা হয়।

Primary TET Case – 32000 প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ধারণ। কি নির্দেশ দিলো আদালত।

কারণ, আমরা প্রাপ্য DA থেকে বহু দিন ধরেই বঞ্চিত। আর পুজোয় সময় আর্থিক চাপও থাকে আমাদের উপর। পুজোর আগে বেতন (Pay Salary) পাওয়ার খবরে খুশি সরকারি কর্মীরা (West Bengal Government Employees). এবারে দেখবার অপেক্ষা যে কবে এই বেতন ঠিক কবে ঢুকতে চলেছে। এই সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি সরকারের তরফে।

Govt Jobs Alerts – অক্টোবর মাসে কেন্দ্র ও রাজ্য সরকারের 10 টি চাকরিতে আবেদন চলছে। সরকারি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *