প্রকল্প

Lakshmir Bhandar – লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2000 টাকা পাবেন পুজোর মাসে, কবে টাকা ঢুকবে জেনে নিন।

রাজ্যের মহিলাদের কথা ভেবে তাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প শুরু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee). লক্ষ্মীর ভাণ্ডার চালু করায় মহিলার অনেক উপকৃত হয়েছে। আগে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi) থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ সরকারি নথি লাগত। কিন্তু এখন আবেদন করা অনেক সহজ হয়ে গেছে। স্বাস্থ্যসাথী কার্ড এখন আর লাগে না 25 বছর বয়স থেকে সব মহিলারাই আবেদন করতে পরবে।

Lakshmir Bhandar Holders Get Double Money In October.

এই প্রকল্পের আওতায় সরকার জেনারেলদের 500 টাকা করে আর SC, ST দের 1000 টাকা করে দিচ্ছে।এবার লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়ে ভালো খবর দিল সরকার। পূজোর আগেই রাজ্যের সব মহিলারা পেয়ে যাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের বোনাস। বাংলার মহিলাদের জন্য এবার সরকার থেকে এমনই সুসংবাদ দেওয়া হয়েছ।

ইতিমধ্যেই রাজ্য সরকারের (Government Of West Bengal) তরফ থেকে ঘোষনা করা হয়েছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডারে (Lakshmir Bhandar) দুই বার দুটো কিস্তিতে টাকা দেওয়া হবে। সামনে বাঙালীর বড় উৎসব দুর্গাপূজা। আর পুজো মানেই কেনাকাটা। আর সেই কারনেই অক্টোবর মাসে দুবার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

তাই এই দুই বার টাকা দেওয়া কেই অনেকে মনে করছেন সরকার তাদের পুজোর বোনাস দিচ্ছে। যাতে মহিলাদের বাঙালীর বড় উৎসব দুর্গাপূজাতে হাতে কিছু টাকা থাকে, যা তারা নিজেদের মত খরচ করত পারে। এই কারণেই সরকার 2 বার করে টাকা দিচ্ছে। বোনাস হিসেবে কত টাকা পাবেন? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের (Lakshmir Bhandar Scheme) আওতায় জেনারেল ক্যাটাগরির মহিলারা 500 টাকা পান ও SC, ST মহিলারা 1000 টাকা করে পান।

Salary (রাজ্য সরকারি কর্মীদের বেতন)

তবে অক্টোবর মাসে জেনারেলরা 1000 টাকা পাবেন, 500 টাকা করে দুবার এই টাকা দেওয়া হবে। আর SC ও ST রা এই মাসে 1000 করে দুবারে মোট 2000 টাকা পাবেন, এনারাই শুধু ২ হাজার টাকা পাবেন সকলে নয়। তবে শুধু যে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) এর টাকা দিচ্ছে তা নয় আরও অন্যান্য প্রকল্পেও পুজোর আগে টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।

Mobile recharge offer – মাত্র 100 টাকা খরচ। 5 মাসের ভ্যালিডিটি প্ল্যান এনে বাজিমাত মোবাইল রিচার্জে।

দূর্গাপূজার কথা মাথায় রেখেই সরকার লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) সহ অন্যান্য প্রকল্পের (Government Scheme) আওতায় থাকা মানুষদের অক্টোবর মাসে দুবার টাকা দেবে এমনি খবর পাওয়া যাচ্ছে। কিন্তু সঠিক কোন তারিখে এই টাকা সকলের অ্যাকাউণ্টে ঢুকবে, সেই সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তবে ২০ তারিখ ষষ্ঠীর আগে এই টাকা ঢুকে যাবে বলে মনে করছেন অনেকে।

LPG Subsidy – রান্নার গ্যাসের দাম 300 টাকা কমলো। পুজোর মাসে 600 টাকায় রান্নার গ্যাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *