চাকরি

Leave Rules – পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ছুটির নিয়ম পরিবর্তন, না মানলে বেতন অর্ধেক।

রাজ্য সরকারি কর্মীদের ছুটির নিয়ম (Leave Rules) নিয়ে এক জরুরি আপডেট জানানো হল পশ্চিমবঙ্গ সরকারের তরফে। পুজো পার্বণ ও নানা রকম অনুষ্ঠানের জন্যে অনেক ছুটি (Holiday) থাকে। ক্যাজুয়াল ছুটি, আর্জিত ছুটি এসবের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য উপলব্ধ ছুটির মধ্যে অন্যতম একটি হল অর্ধ বেতন ছুটি (Half Pay Leave). অনেকের প্রশ্ন হতে পারে এই অর্ধ বেতন ছুটি (Half Pay Leave) কী?

Leave Rules For West Bengal Government Employees.

একটি অর্ধ বেতনের ছুটি (Leave Rules) হল এক ধরনের ছুটি যেখানে একজন কর্মচারী তাদের নিয়মিত বেতনের অর্ধেক পায় যখন। এই ছুটি নেওয়ার সময়কাল হলো সকালের দিকে 1:45 pm পর্যন্ত এবং বিকেলের দিকে হলে 1:45 pm থেকে । চলুন এইবার অর্ধ বেতন ছুটির নিয়ম (Half Pay Leave Rules) সম্পর্কে জেনে নেওয়া যাক।

অর্ধ বেতন ছুটির (Leave Rules) নিয়মাবলী এক বছর কার্যকাল সম্পূর্ণ করার জন্য 20 দিন অর্থ বেতন ছুটি জমা হয়। প্রত্যেক কর্মচারীর লিভ অ্যাকাউন্টে প্রতি বছর 1 লা জানুয়ারি 10 দিন অগ্রিম অর্ধ বেতন ছুটি জমা হয় এবং 1লা জুলাই আবার 10 দিন অর্ধ বেতন ছুটি জমা হয়। একজন কর্মচারীর একমাস চাকরির জন্য 5/3 দিন অর্ধ বেতন ছুটি জমা হয়।

একজন কর্মচারী 1লা জানুয়ারি চাকরিতে যোগদান করলে তার অর্ধ বেতন ছুটির অ্যাকাউন্টে মোট 10 দিন অগ্রিম ছুটি জমা হবে। কিন্তু কোন কর্মচারী যদি 2 রা জানুয়ারি চাকরিতে যোগদান করেন তবে তার 8.33 দিন অর্থাৎ রাউন্ড অফ করে 8 দিন ছুটি জমা হবে। এই ছুটি জমানোর কোনো উর্দ্ধ সীমা নেই।পার্সোনাল কারনে এবং চিকিৎসা সংক্রান্ত কারনে ছুটি (Holiday Leave Rules) নেওয়া যায়।

DA Hike (বকেয়া ডিএ বৃদ্ধি)

ক্যাজুয়াল ছুটি ছাড়া অর্ধ বেতন ছুটির সঙ্গে অন্য যে কোনো ছুটি নেওয়া যায়। অর্ধ বেতন ছুটির জন্য কোনও সরকারি কর্মচারী তার বেতনের অর্ধেক পাবেন। যদি ধরে নেওয়া যায় কেউ 10 তারিখ ছুটি নিচ্ছেন তাহলে যে দিন থেকে ছুটি (Leave Rules) নিচ্ছেন তার আগের দিন অর্থাৎ 9 তারিখ তিনি যে বেসিক পে পেয়েছেন তার অর্ধেক এবং বাকি এই অর্ধেক পে এর ওপর মহার্ঘ ভাতা, সম্পূর্ণ চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া ভাতা পাবেন।

Toto Service – দিনে রাতে শুধু এই সময়ে চলবে টোটো। কোন টোটো গুলো রাস্তায় বেরোলেই ফাইন?

উদাহরণ স্বরূপ বলা যায়, ধরা যাক একজন কর্মচারী অর্ধ বেতন ছুটি (Leave Rules) নেওয়ার আগের দিন মূল বেতন ছিল 10000 টাকা। এক্ষেত্রে তার অর্ধ বেতন ছুটি থাকাকালীন মোট বেতন হবে বেসিক পে এর অর্ধেক 5000 টাকা। অর্ধেক পে এর উপর 6% মহার্ঘ ভাতা (DA) 300 টাকা। 10000 টাকার 12% বাড়ি ভাড়া ভাতা (HRA) 1200 টাকা। চিকিৎসা ভাতা (MA) 500 টাকা মোট তিনি 7000 টাকা পাবেন।

Finance Department – রাজ্য সরকারি কর্মী ও পেনশনারদের বড় আপডেট। এক ধাক্কায় অনেক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *