Dearness Allowance – পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য। কর্মবিরতির পরই সিদ্ধান্ত।
পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে এবারে মুখ্যমন্ত্রীর বলা এক বক্তব্য নিয়ে নতুন করে পক্ষ ও বিপক্ষের মধ্যে জোর তরজা শুরু হয়েছে। কিন্তু এখন প্রথমে বর্তমানে এই বকেয়া ডিএ নিয়ে রাজ্যে কি কি ঘটছে, সেই সম্পর্কে একটু বিস্তারিত ধারণা নিয়ে নেওয়া উচিত। এর আগে সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছিল তার 10 ও 11 তারিখ মঙ্গল ও বুধবার কর্ম বিরতির ডাক দেবে।
Dearness Allowance Hike Update In West Bengal.
ঠিক সেই মত কাজ করেছেন তারা 10 ও 11 ই অক্টোবর তার কর্মবিরতির ডাক দিয়েছিলেন। কেন্দ্রীয় হারে DA (Dearness Allowance) এর দাবিতেই কর্মবিরতির ডাক তারা। তবে এই কর্মবিরতির ডাক কী সফল হয়েছে নাকি বিফল হলো? তা নিয়ে জোর তরজা চলছে। গত জানুয়ারি মাস থেকে এই আন্দলন শুরু হয়েছে । ফেব্রুয়ারী মাসে এর তীব্র আকার ধারণ করেছিল।
দিল্লীতে গিয়ে ধর্না দিয়েছিল DA (Dearness Allowance) আন্দোলনকারীরা। তারপরের কয়েক মাস একটু চুপচাপ থেকেছে আন্দোলনকারীরা। তবে আবার পুজোর আগ দিয়ে তাদের আন্দলনের ঝাঁঝ আরও বাড়িয়ে 10 ও 11 তারিখ কর্মবিরতির ডাক দেন তারা। যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ দাবি করেছেন, তাদের কর্মসূচি পুরোপুরি সফল হয়েছে।
তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের দাবি, সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা কর্মবিরতি ব্যর্থ। 10 এবং 11ই অক্টোবর, প্রায় সব সরকারি কর্মী নাকি কাজে যোগ দিয়েছেন। এই দুই দিনের কর্মসূচি নিয়ে দুই পক্ষ নিজেদের মতো করে দাবি করে যাচ্ছে। তৃণমূল সমর্থিত সরকারি কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে DA (Dearness Allowance) আন্দোলনকারীদের বক্তব্য, কর্মবিরতি আর ধর্মঘটে ফারাক রয়েছে।
10 এবং 11 তারিখ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল অর্থাৎ আন্দোলনকারীদের অফিসে গরহাজির থাকতে বলা হয়নি। বরং অফিসে গিয়ে কাজে শামিল হতে বারণ করা হয়েছিল। তাই সে দিক থেকে দেখলে, DA (Dearness Allowance) আন্দোলনকারীদের কর্মসূচি কোনও ভাবে ব্যর্থ নয়। তৃণমূল সমর্থিত সরকারি কর্মীদের সংগঠনের বক্তব্য।
মুখ্যমন্ত্রী (WB CM Mamata Banerjee) কখনও বলেননি যে রাজ্যের কর্মীদের (WB Govt Employees) মহার্ঘ ভাতা দেওয়া হবেন না। তাদের কথায়, মুখ্যমন্ত্রী কর্মচারীদের প্রতি ‘দরদি’। মুখ্যমন্ত্রী কখনও কর্মচারীদের বিরোধী কোনও পদক্ষেপ করেননি। সঠিক সময়ে অর্থ এলেই নাকি মহার্ঘ ভাতা নিয়ে তিনি ব্যবস্থা করবেন। এবারে দেখার অপেক্ষা যে ভবিষ্যতে এই নিয়ে কি হতে চলেছে।
Ration Items List – পুজো উপলক্ষ্যে ডবল ডবল রেশন পাবেন। কোন কার্ডে কি রেশন পাবেন জেনে