প্রকল্প

APY Scheme – স্বামী স্ত্রী কে 5000 টাকা করে দিচ্ছে কেন্দ্র সরকার। সারা দেশে সাড়া ফেলেছে এই জনপ্রিয় প্রকল্প।

সরকার গরিব, সাধারন মানুষ ও বৃদ্ধ মানুষদের কথা ভেবে নানা রকমের প্রকল্প (APY Scheme) এনেছেন। বয়স হলে মানুষ তাদের কর্ম ক্ষমতা হারায় আর তাই বয়সকালে মানুষদের একটু স্বস্তি দিতে মোদি সরকার 2015 সালে অটল পেনশন যোজনা এনেছিলেন। এই যোজনাতে একটি নির্দিষ্ট পরিমান কিছু টাকা জমা করতে হবে। তার ফলে তার মাসে মাসে 5000 টাকা ও বছরে 60000 টাকা পাবেন। APY (Atal Pension Yojana) প্রকল্পে যারা 18 থেকে 40 বছর বয়সী যারা করদাতা নন।

APY Scheme Gives You Monthly Pension.

তারা এই স্কিমে (APY Scheme) বিনিয়োগ করতে পারেন। এই স্কিমের অধীনে আপনি 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। এটি লক্ষণীয় যে, এই প্রকল্পে 5 কোটিরও বেশি সুবিধাভোগী রয়েছে। আপনি যদি 18 বছর বয়সে প্রতি মাসে 42 টাকা বিনিয়োগ করেন তবে 60 বছর বয়সের পরে আপনি পেনশন হিসাবে 1,000 টাকা পাবেন।

2,000 টাকা পেনশন (APY Scheme) পেতে 84 টাকা, 3,000 টাকা পেনশন পেতে 126 টাকা, 4,000 টাকা পেনশন পেতে 168 টাকা এবং প্রতি মাসে 5,000 টাকা পেনশন পেতে 210 টাকা দিতে হবে। এটি একটি বিনিয়োগ ভিত্তিক স্কীম এখানে আপনি যত বিনিয়োগ করবেন বয়স কালে তত বেশি পেনশন পাবেন। এই যোজনাতে আর একটি সুবিধা আছে।

এই যোজনার (APY Scheme) আওতায় যারা আছে সেই আওতাধীন ব্যাক্তি 60 বছরের আগে মারা যান তাহলে সেই পরিস্থিতিতে তার জীবনসঙ্গী পেনশনের সুবিধা পেতে থাকবে। অন্যদিকে, যদি একজন ব্যক্তির স্বামী, স্ত্রী মারা যান, তাহলে সেখানে যে নমিনি হিসেবে থাকবে তাহলে সেই টাকা সেই ব্যক্তি কেই দেওয়া হবে। সেই টাকার পরিমান 8 লাখ পর্যন্ত হতে পারে।

Dearness Allowance (মহার্ঘ ভাতা)

এই প্রকল্পে (APY Scheme) আবেদনের জন্য কী কী নথি লাগবে? যোজনার জন্য আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি গুলো হলো – আধার কার্ড (Aadhaar Card), প্যান কার্ড (PAN Card), বৈধ ঠিকানা ও তার প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) সমস্ত তথ্য কাস্ট সার্টিফিকেট (Caste Certificate), পাসপোর্ট সাইজ ছবি, বৈধ মোবাইল নম্বর।

Gold Rate Today – সোনার দামে ফের পরিবর্তন, মহালয়া পর্যন্ত দাম কম কলকাতায়।

কীভাবে স্কিমের সুবিধা পাবেন (APY Scheme)? আপনি যেকোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট খুলতে পারেন।প্রথমে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে আবেদনপত্র পূরণ করুন। এরপরে আপনার আধার নম্বর এবং মোবাইল নম্বর লিখুন। শেষে আপনার ব্যাঙ্কের বিবরণ জমা দিন যাতে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে সেই অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় এবং স্কিমে জমা হয়।

Ration Items List – পুজো উপলক্ষ্যে ডবল ডবল রেশন পাবেন। কোন কার্ডে কি রেশন পাবেন জেনে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *