Interest Rates – পুজো উপলক্ষ্যে AXIS Bank ও PNB গ্রাহকদের রাজার কপাল। বিরাট খুশি কোটি কোটি গ্রাহক।
ব্যাংকের Interest Rates বা সুদের হার নিয়ে এক জরুরি ঘোষণা করা হল। ভারতে বেসরকারি ব্যাঙ্ক গুলির মধ্যে একটি বড় বাঙ্কের নাম হলো অ্যাক্সিস ব্যাঙ্ক। এবার এই ব্যাঙ্ক তাদের গ্রাহক দের জন্য পুজোর মধ্যে দারুন খবর নিয়ে এলো। অ্যাক্সিস ব্যাঙ্ক অক্টোবর মাসে তাদের অফার করা ফিক্সড ডিপোজিট (FD) স্কিমের উপর ভালো হারে সুদ বৃদ্ধি করেছে। পুজোর আগে এই অফারে গ্রাহকরাও বেশ খুশি। চলুন জেনে নেওয়া যাক যে অ্যাক্সিস ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে এখন সুদের হার কত থাকছে।
Interest Rates Increase By AXIS And PNB Bank.
বর্তমানে টাকা জমাবার একটি ভালো মাধ্যম হল ফিক্সড ডিপোজিট (FD). ফিক্সড ডিপোজিট (FD) এ বিনিয়োগ করে একজন ব্যক্তি খুব সহজে নিশ্চিত এবং ভালো রিটার্ন (Interest Rates) পেয়ে থাকেন। আর এবার এই FD এর উপরে দেওয়া সুদের হার বাড়াল অ্যাক্সিস ব্যাঙ্ক। অ্যাক্সিস ব্যাঙ্ক এখন 7 দিন থেকে 10 বছরের ফিক্সড ডিপোজিট (FD) এর জন্য 3.50 শতাংশ থেকে 7.75 শতাংশ সুদের হার অফার করছে।
ব্যাঙ্ক সব থেকে বেশি 7.75 শতাংশ সুদের হার অফার করে। অ্যাক্সিস ব্যাঙ্ক এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ফিক্সড ডিপোজিট (FD) এর নতুন রেট 12 অক্টোবর 2023 তারিখ থেকে কার্যকর করা হয়েছে৷ অ্যাক্সিস ব্যাঙ্ক এর FD রেট (Interest Rates) অ্যাক্সিস ব্যাঙ্ক 7 দিন থেকে 29 দিনের ফিক্সড ডিপোজিট (FD) এর জন্য 3.00 শতাংশ সুদের হার অফার করছে।
30 দিন থেকে 45 দিনের ফিক্সড ডিপোজিট (Interest Rates) এর জন্য 3.50 শতাংশ সুদের হার অফার করছে। 46 দিন থেকে 60 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট জন্য 4.25 শতাংশ সুদের হার অফার করছে। 61 দিন থেকে 3 মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিট জন্য 4.50 শতাংশ সুদের হার অফার করছে। 3 মাস থেকে 6 মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিট জন্য 4.75 শতাংশ সুদের হার অফার করছে।
6 মাস থেকে 9 মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিট জন্য 5.75 শতাংশ সুদের হার অফার করছে। 9 মাস থেকে 1 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট (Interest Rates) জন্য 6.00 শতাংশ সুদের হার অফার করছে। 1 বছর থেকে 1 বছর 4 দিনের FD এর জন্য 6.70 শতাংশ সুদের হার অফার করছে। 1 বছর 5 দিন থেকে 15 মাসের FD এর জন্য 6.70 শতাংশ সুদের হার অফার করছে। 15 মাস থেকে 2 বছরের FD জন্য 7.10 শতাংশ সুদের হার অফার করছে।
Lakshmir Bhandar – লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা স্বয়ং মুখ্যমন্ত্রীর তরফে।
2 বছর থেকে 3 বছরের FD এর জন্য 7.10 শতাংশ সুদের হার অফার করছে। 3 বছর থেকে 5 বছরের FD এরজন্য 7.10 শতাংশ সুদের হার অফার করছে। 5 বছর থেকে 10 বছরের FD এর জন্য 7.00 শতাংশ সুদের হার অফার করছে। Axis Bank এর মতো সুদ বাড়িয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তথা PNB. চলতি অর্থ কোয়ার্টারে ৫০% বেসিক Interest Rates বাড়িয়েছে, PNB BANK কতৃপক্ষ। যার জেরে খুশিতে আটখানা গ্রাহকদের একাংশ।
Jan Dhan Yojana – জনধন একাউন্ট থাকলে কেন্দ্র সরকার দিচ্ছে 10,000 টাকা। কিভাবে পাবেন জেনে