গুরুত্বপূর্ণ খবর

Free Ration – পুজো মিটতেই রেশন কার্ড নিয়ে জরুরী নির্দেশ। না মানলে নভেম্বরে রেশন পাবেন না।

বিনামূল্যে রেশন (Free Ration) নিয়ে সরকারের তরফে শেষবারের জন্য সকল নাগরিকদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হল এবং একটি কাজ অবশ্যই আগামী ৩১ শে অক্টোবরের আগে সম্পন্ন করতে বলা হয়েছে। আর এই কাজটি না করলে কয়েক কোটি মানুষের বিনামূল্যে রেশন পাওয়া বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে। কেন্দ্র সরকার গরিব মানুষদের সুবিধার্থে যাতে তারা একমুঠো খেতে পারে তার জন্যে বিনামূল্যে রেশন দিচ্ছে সরকার।

Free Ration Items Update In November 2023.

ভারত সরকার দেশের নাগরিকদের কথা ভেবে কিছু দিন আগেই “ওয়ান নেশন, ওয়ান রেশন” (One Nation One Ration) প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে যারা ভারতীয় নাগরিক তারা যে রাজ্যেই থাকুক না কেনো রেশন তারা পাবেন। যেমন ধরুন, একজন ব্যক্তির বাড়ি বহরমপুরে তিনি তামিলনাড়ুতে ঠিকা শ্রমিক হিসেবে কাজ করেন তিনি সেখানে বসেই রেশন (Free Ration) তুলতে পারবেন।

আবার কোন বিহারের বাসিন্দা যদি কলকাতায় এসে কাজ করে তাহলে সে সেখান থেকে বসেই নিজের প্রাপ্য রেশন তুলতে পারবে। “ওয়ান নেশন , ওয়ান রেশন ” প্রকল্পে যে কোনো ভারতীয় নাগরিক যেখানেই থাকুক সেখান থেকেই রেশন তুলতে পারবেন। তবে এই “ওয়ান নেশন, ওয়ান রেশন” প্রকল্পের আওতায় আসার জন্য এবং এই সুবিধা পেতে রেশন কার্ডের (Free Ration) সঙ্গে আধার কার্ড লিংক করতে হবে।

আর তা না করলে এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। তবে শুধু এই কারণে নয়, এমনিতেই সার্বিকভাবে প্রত্যেক গ্রাহকের রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকার বারবার রেশন কার্ডের (Free Ration) সঙ্গে আধার নম্বর লিঙ্কের কথা বললেও অনেকেই তা মানছেন না। ফলে আগামী দিনে বড় সমস্যায় পড়তে পারেন তারা।

আধার কার্ডের সঙ্গে যারা এখনো রেশন কার্ড লিঙ্ক (Ration Card Link With Aadhaar Card) করেননি তারা কী করবেন দেখে নিন, অনেকেই আগে এই কাজ করেছেন আবার অনেকের এই কাজ ঠিক ভাবে হয়নি। ফলে আপনাকে আগে জানতে হবে আপনার রেশন কার্ডের (Free Ration) সঙ্গে আধার কার্ড লিংক করা আছে কিনা। তার জন্য কী করবেন দেখে নিন।

1) সবার প্রথমে www.food.wb.gov.in এই লিঙ্কে ক্লিক করে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের ওয়েবসাইটে ঢুকুন।
2) সেখানে Ration Card অপশনের মধ্যে Check The Status Of Your Ration Card বলে একটি অপশন থাকবে সেখানে ক্লিক করুন।
3) এবার রেশন কার্ড নম্বর ও কোন ক্যাটাগরির কার্ড (Free Ration) তা সিলেক্ট করে সঠিকভাবে Captcha Code বসান। এরপর Search অপশনে ক্লিক করুন।

4) এরপর যদি আপনার রেশন কার্ডের স্ট্যাটাস Active দেখায় তবে বুঝতে হবে আপনার রেশন কার্ড এর সাথে আধার কার্ড লিংক করা আছে এবং আপনি প্রতি মাসের মতোই রেশন দোকানে গিয়ে খাদ্য সামগ্রী পেয়ে যাবেন। কিন্তু রেশন কার্ডের (Free Ration) স্ট্যাটাসে যদি Deactive লেখা থাকে তবে আপনাকে বুঝতে হবে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই, করতে হবে। তবে বর্তমানে এটা বাড়িতে বসেই করে ফেলা সম্ভব।

6) বাড়িতে বসে রেশন কার্ডের (Free Ration) সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার জন্য খাদ্য দফতরের যে পেজে আছেন সেখানেই পাশে থাকা Do E-KYC অপশনে ক্লিক করুন।
7) তারপর দেখবেন নতুন একটি পেজ খুলবে। সেখানে Link Aadhaar with Deactivated/Newly Approved Cards অপশন আছে সেখানে ক্লিক করুন। নতুন যে পেজ আসবে সেখানে আপনার রেশন কার্ড নম্বর এবং ক্যাটাগরি সিলেক্ট করুন। এরপর সার্চ অপশনে ক্লিক করতে হবে।

Teacher Recruitment (শিক্ষক নিয়োগ)

8) এবার Link Aadhaar And Mobile No অপশনে ক্লিক করুন। সেখানে ক্লিক করলে Send OTP অপশন আসবে সেখানে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বরে যে OTP আসবে সেটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে Submit করুন। এরপর ভেরিফাই অপশন আসবে, সেখানে গিয়ে সমস্ত তথ্য একবার চেক করে নিন।

DA Hike News – রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কত শতাংশ বাড়ানো হল?

9) এবার Verify And Submit অপশন ক্লিক করুন। ঠিক করে গোটা প্রক্রিয়া করলে দেখবেন আপনার রেশন কার্ডটি Active হয়ে গেছে।
যাদের রেশন কার্ড Dactivate হয়ে গেছে তারাও এই পদ্ধতিতে তাদের রেশন কার্ড Activate করতে পারবে। আর যদি তারপরেও কোন সমস্যা হয় তাহলে নিজেদের ডিলার এর সঙ্গে যোগযোগ করুন।
Written By Ananya Chakraborty.

APAAR Id – আধার কার্ডের বদলে বাধ্যতামূলক হলো আপার কার্ড। না করলে সুবিধা পাবেন না, করলে কি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *