Life Certificate – জীবন প্রমানপত্রের কাজ নভেম্বরেই করতে হবে। লাইফ সার্টিফিকেট নিয়ে বিরাট সুবিধা করে দিলো সরকার।
জীবনের প্রমাণপত্র বা Life Certificate নিয়ে মাস শুরু হতেই সরকারের তরফে এক অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হল সকল নাগরিকদের উদ্দেশ্যে। আমাদের প্রত্যেকেরই জন্মের প্রমাণপত্র আছে এবং এই নথিপত্রটি অনেক ধরণের সরকারি বা বেসরকারি স্থানে কাজে লাগে। কিন্তু এই নিয়ে এবারে কিছু নতুন আপডেট বা নিয়ম সকলকে মানতে হবে বলে জানা যাচ্ছে। নভেম্বরেই শেষ! আর জমা দিতে হবে না জীবন প্রমানপত্র বা Life Certificate.
Digital Life Certificate New Rule Started From November.
হ্যাঁ ঠিকই শুনেছেন। পেনশনভোগীদের জন্যে দারুন খবর। বড় বড় ব্যাংকে গিয়ে ঝক্কি পোহাতে হবে না পেনশনভোগীদের। এবার বাড়িতে বসেই কাজ করতে পারবেন। এবার আর লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা দিতে ব্যাঙ্ক এ যেতে হবে না। বাড়িতে বসে ফোনের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন।
কেন্দ্র ও রাজ্যের পেনশনভোগীরা 1 লা নভেম্বর থেকেই অর্থাৎ আজ থেকেই এই কাজ করতে পারবেন।একটি বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে ,”পেনশনভোগীরা ‘ডিজিটাল লাইফ সার্টিফিকেট’ জমা দিতে পারবেন বাড়ি থেকেই। Face Authentication এর মাধ্যমে ‘ডিজিটাল লাইফ সার্টিফিকেট’ জমা দিতে পারবেন। ব্যাংকে গিয়ে লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা দেওয়া একটি ঝক্কির ব্যাপার। অনেক বয়স্ক মানুষ থাকে যারা ব্যাংকে গিয়ে দাড়িয়ে থেকে কাজ করতে পারে না তাদের জন্যে এই পরিষেবা ভালো।
আগে পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীদের বছরে একবার ব্যাংকে গিয়ে সশরীরে হাজির হয়ে জমা দিতে হত লাইফ সার্টিফিকেট। ব্যাংক কর্তৃপক্ষ তাদের কাছ থেকে লাইফ সার্টিফিকেট (Life Certificate) নিয়ে যাচাই করত। তবে জানা গিয়েছে, নতুন পদ্ধতি চালু হলেও এর সাথে পুরনো পদ্ধতিও বজায় থাকবে। কেন্দ্র ও রাজ্য সরকার অনেকদিন ধরেই এই পরিকল্পনা করছিল। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে।
কেন্দ্র সরকার পেনশনভোগীদের জন্মের প্রমাণপত্র বা Life Certificate জমা দেওয়ার বয়সভেদে অনেক গুলো দিন ঠিক করেছে। 80 বছরের বেশি বয়সীরা এটি 1 লা অক্টোবর থেকে 30 শে নভেম্বর, 2023 এর মধ্যে জমা দিতে পারেন। অন্যরা 1 লা নভেম্বর থেকে 30শে নভেম্বর, 2023 এর মধ্যে এটি জমা দিতে পারেন। এই DLC পরিষেবাটি পেতে, একজনকে ডোরস্টেপ ব্যাংকিং এর জন্য প্রয়োজনীয় বিবরণ সহ জীবন শংসাপত্র ফর্ম পূরণ করতে হবে এবং ডোরস্টেপ ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে।
জীবন প্রমাণপত্রের (Life Certificate) ডোরস্টেপ ব্যাঙ্কিং কাজতি করবেন কী করে? আপনারা আপনাদের নিজেদের ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে কাজটি করতে পারবেন প্রতিটি ব্যাংকে এই কাজ হবে। ষ্টেট ব্যাংকের ওয়েবসাইটে কি লেখা আছে জেনে নিন। SBI ওয়েবসাইট অনুসারে, কন্টাক্ট সেন্টারে ডেভেলপমেন্ট সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবাগুলির জন্য অনুরোধ শুধুমাত্র হোম ব্রাঞ্চে করা উচিত।
আপনি চাইলে যে কোনও চ্যানেলের মাধ্যমে যেমন DSB অ্যাপ, ওয়েব পোর্টাল, টোল-ফ্রি নম্বরের মাধ্যমে পরিষেবাটি বুক করতে পারেন। DSB এজেন্ট আপনাদের বাড়িতে গিয়ে জীবন প্রমাণ অ্যাপ ব্যবহার করে একটি অনলাইন জীবন শংসাপত্র সংগ্রহ করবেন। বাড়িতে গিয়ে শংসাপত্র জমা নেওয়ার প্রক্রিয়া IPPB এবং NON-IPPB এর গ্রাহকরা নিচে দেওয়া উপায়ে Life Certificate পরিষেবার অনুরোধ করতে পরবে।
গ্রাহকরা 155299 এই নম্বর এ কল করতে পারেন। সবচেয়ে কম T +2 এবং সবচেয়ে বেশি T +10 এর জন্যে অনরোধ করতে পারেন। গ্রাহকরা নির্ধারিত তারিখে এর মধ্যে সকাল 11টা থেকে বিকল 4 টে পর্যন্ত পরিষেবা নেওয়ার একটি সময় বেছে নিতে পারেন। ডিজিটাল লাইফ সার্টিফিকেট (Digital Life Certificate) তৈরির জন্য প্রয়োজনীয় নথিপত্র।
আধার নম্বর, বৈধ ফোন নম্বর, পেনশন বিতরণকারী সংস্থা মানে ব্যাংক বা পোস্ট অফিসের সঙ্গে আধার নম্বর রেজিস্টার করা উচিত, বায়োমেট্রিক ডিভাইস Windows 7.0 এবং তার উপরে সমর্থিত অ্যান্ড্রয়েড মোবাইল, ট্যাবলেট 4.0 , আর ইন্টারনেট সংযোগ। পেনশনভোগীর প্রয়োজনীয় নথি এর জন্যে পেনশনভোগীর আধার নম্বর, নাম, মোবাইল নম্বর, ঘোষিত পেনশন সম্পর্কিত তথ্য যেমন পিপিও নম্বর, পেনশন একাউন্ট নম্বর, ব্যাংকের বিবরণ, পেনশন (Life Certificate) অনুমোদনকারী কর্তৃপক্ষের নাম, পেনশন বিতরণকারী কর্তৃপক্ষ এসব দিতে হবে।
এছাড়াও তার বায়োমেট্রিক্স, যেমন, আইরিস বা ফিঙ্গারপ্রিন্ট প্রদান করতে হবে। ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিস চার্জ এই সার্ভিস এর জন্যে কিছু টাকা চার্জ নেওয়া হয়। এর জন্যে ব্যাংক 70 টাকা এবং GST চার্জ নেয়। তবে বিভিন্ন ব্যাংকের চার্জ এর পার্থক্য হতে পারে। কিছু ব্যাংকের বয়স্ক মানুষদের জন্য ফ্রি ডোরস্টেপ ব্যাঙ্কিং (Life Certificate) পরিষেবা অফার করছে।
ডোরস্টেপ ব্যাংকিং রেজিস্টার করবেন কিভাবে? SBI এর নিয়ম অনুসারে, iOS এর জন্য অ্যাপ স্টোর এবং Android এর জন্য Play Store থেকে Doorstep Banking অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টলেশনের পরে নিজেদের রেজিস্টার করতে। তাতে তাদের মোবাইল নম্বর এন্টার করতে হবে, সিস্টেম (Life Certificate) থেকে OTP তৈরি হবে এবং DSB অ্যাপে OTP এন্টার করতে হবে।
নিশ্চিত করার জন্য নিজেদের নাম, ইমেল এবং পাসওয়ার্ড (PIN) এন্টার করতে হবে এবং শর্তাবলী স্বীকার করতে হবে। অতিরিক্ত তথ্য লিখতে একটি পিন দিয়ে অ্যাপে লগইন করতে হবে, ঠিকানা বিকল্পটি সিলেক্ট করতে হবে এবং ঠিকানার বিবরণ লিখতে হবে। গ্রাহকরা ডিএসবি অ্যাপে একাধিক ঠিকানা স্টোর (Life Certificate) করতে পারেন। গ্রাহকরা চাইলে যে কোনো সময় ঠিকানা বদলাতে পারেন আথবা মুছতে পারেন।
Written by Ananya Chakraborty.
Ration items List – নভেম্বর মাসে কোন রেশন কার্ডে কি কি রেশন মিলবে? দেখে নিন সম্পুর্ন