PM Kisan Yojana – কালীপুজোর আগেই একাউন্টে ঢুকবে কড়কড়ে 10 হাজার টাকা। সরকারের বিরাট ঘোষণা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী PM Kisan Yojana গ্রাহকদের জন্য কালীপূজো বা দীপাবলির আগেই এক বিরাট ঘোষণা করলেন। আর এই ঘোষণার জন্য সকলেই অনেকটাই খুশি হয়েছেন। সবারই এই উৎসবের মরশুমে খরচ অনেকটাই বৃদ্ধি পেয়েছে আর এর মধ্যেই কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে এই ঘোষণা কার্যকর করার ফলে অনেকেই খুবই খুশি হয়েছেন। কেন্দ্র সরকার সাধারন মানুষদের জন্যে নানা রকমের প্রকল্প নিয়ে এসেছে। গরিব মানুষ গুলো যাতে ভালো সুবিধা পায় তার জন্য কেন্দ্র সরকার বা রাজ্য সরকার সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
PM Kisan Yojana 15Th Installment Update By Government Of India.
আর সে রকমই গরিব কৃষকদের জন্য কেন্দ্র সরকার প্রকল্প এনেছেন। সেটি হলো প্রধানমন্ত্রী কিষান যোজনা। এই প্রধানমন্ত্রী কিষান যোজনাতে (PM Kisan Yojana) কেন্দ্র সরকার প্রতিটি কৃষকদের বছরে 6 হাজার টাকা করে দেয়। এটি বছরে 3 তি কিস্তিতে দেওয়া হয়। 3 তি কিস্তিতে 2 হাজার টাকা করে দেওয়া হয়। তবে এই প্রকল্প নিয়ে দারুন খুশির খবর দিল কেন্দ্র সরকার। সরকারের তরফ থেকে এই প্রকল্পের টাকা বাড়ানোর কথা বলা হচ্ছে।
সরকারের তরফ থেকে পরিকল্পনা কর হয়েছে যে এই প্রকল্পের অনুদান 6000 থেকে বাড়িয়ে 10 হাজার করতে পারে। সরকারের এই নতুন গৃহীত পরিকল্পনা বাস্তবায়িত হলে কৃষকরা প্রতি 4 মাস অন্তর PM Kisan Yojana বা প্রধানমন্ত্রী কৃষক সন্মান নিধি প্রকল্পের অধীনে 2 হাজার টাকা করে অনুদান পায় সেটি বেড়ে 3 হাজার টাকার বেশি হবে। আমাদের দেশের কৃষকরা (PM Kisan Yojana) অত্যন্ত গরিব। আর তাছাড়া যাদের জমির পরিমাণ 2 হেক্টরের কম তারা অনেক সময়ে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোন কারণে ফসলের ক্ষতি হয়ে দুর্ভোগের মুখে পড়েন।
এইসব কথা ভেবেই সম্প্রতি এক প্রতিবেদনে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে কৃষকদের আর্থিক সাহায্য করার কথা বলা হয়। আর সেই কথা ভেবেই কেন্দ্র সরকার কৃষকদের আর্থিক সাহায্য PM Kisan Yojana র মাধ্যমে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। 6 হাজার থেকে 10 হাজার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর তাছাড়া বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বেড়েই চলেছে তাতে সেই দিক বিবেচনা করে এই অনুদান আরো বাড়ানো হয়েছে।
এই প্রকল্প প্রথম চালু করা হয়েছিল 2018 সালে। 2018 সাল থেকে আজ পর্যন্ত কৃষকরা 14 টি কিস্তি পেয়েছে। এ বছরের একটি কিস্তি (PM Kisan Yojana) এখনো বাকি আছে সেই কিস্তির টাকা দীপাবলির আগেই হয়তো দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে প্রধানমন্ত্রী কিষান বিকাশ যোজনার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষনা করেনি এখনো সরকার। তবে আশা কর যাচ্চে খুব তাড়াতাড়ি এই বিষয়ে জানান হবে।
Written by Ananya Chakraborty.
Ration items List – নভেম্বর মাসে কোন রেশন কার্ডে কি কি রেশন মিলবে? দেখে নিন সম্পুর্ন