টেলিকম

Mobile Recharge – দীপাবলির আগে সস্তার রিচার্জ প্ল্যান, অর্ধেক দামে পাবেন 1 বছরের ভ্যালিডিটি। অফারটি আজকের জন্য।

মোবাইল রিচার্জ বা Mobile Recharge আমাদের সকলের প্রতিমাসের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আর এই ছাড়া আমরা এককথায় পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। কারণ ইন্টারনেট ছাড়া আমরা সকলে কোন ধরণের কাজই করে উঠতে পারব না। আর এই কারণের জন্য সব টেলিকম কোম্পানি নিজেদের তরফে অনেক ধরণের লোভনীয় প্ল্যান নিয়ে হাজির হয়েছে সকল নাগরিকদের জন্য। জিও বরাবরই উৎসবের আগে দারুন দারুন অফার নিয়ে হাজির হয়। এইবারও তার অন্যথা হয়নি। দিন দিন জিও এর জনপ্রিয়তা বেড়েই চলছে।

7 Mobile Recharge Plan From JIO.

জিও বাজারে নিজের একচেটিয়া আধিপত্য বজায় রাখতে পেরেছে ভালো ভাবে। এইবার দীপাবলির আগ দিয়ে দারুন অফার (Mobile Recharge) নিয়ে এসেছে জিও। এবার সাত সাতটি অফার এনেছে জিও। 328 টাকা থেকে রিচার্জ প্লান এনেছে জিও। এছাড়াও এই প্লান গুলোতে বিনামূল্যে প্রচুর সুবিধা পেতে চলেছে তারা। 5ই অক্টোবর থেকে শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেট তাই যেসব মানুষ অনলাইনে খেলা দেখেন তাদের জন্যে Disney+Hotstar Subscription ফ্রি তে দিয়েছে। এর সাথে Unlimited ডেটা, Unlimited কল ও ফ্রি SMS এছাড়াও আর অনেক সুবিধা আছে। চলুন এই নতুন প্ল্যান গুলো (Mobile Recharge) সম্পর্কে জেনে নেই।

328 টাকার প্ল্যান – এই প্ল্যানটির বৈধতা 28 দিন। এই প্ল্যানটিতে (Mobile Recharge) আপনারা পেয়ে যাবেন প্রতিদিন 1.5 GB করে ডেটা, Unlimited কল, প্রতিদিন 100 টি SMS এছাড়া এর সাথে 3 মাসের জন্যে ডিসনি+ হটস্টার Subscription বিনামূল্যে। আর পাবেন বিনামূল্যে Jio Tv, Jio Cinema, ও Jio Cloud এর পরিষেবা। 331 টাকার প্ল্যান – এই প্ল্যানটির বৈধতা 30 দিন। এই প্লানটিতে শুধু ইন্টারনেট পরিষেবা পাবেন অর্থাৎ 40 GB ডেটা পাবেন। কিন্তু কোনো Unlimited কল বা SMS এর সুবিধা পাবেন না। এর সাথে 3 মাসের জন্যে ডিসনি+ হটস্টার Subscription বিনামূল্যে। আর পাবেন বিনামূল্যে আরও পরিষেবা।

388 টাকার প্ল্যান – এই প্ল্যানটির বৈধতা 56 দিন। এই প্ল্যানটিতে (Mobile Recharge) আপনারা পেয়ে যাবেন প্রতিদিন 2 GB করে ডেটা, এর সাথে Unlimited কল, প্রতিদিন 100 টি SMS. এছাড়া এর সাথে 3 মাসের জন্যে ডিসনি+ হটস্টার Subscription বিনামূল্যে। আর পাবেন বিনামূল্যে Jio Tv, Jio Cinema, ও Jio Cloud এর পরিষেবা।598 টাকার প্ল্যান – প্ল্যানটির বৈধতা 28 দিন।

Pay Commission (অষ্টম বেতন কমিশন)

এই প্ল্যানটিতে (Mobile Recharge) আপনারা পেয়ে যাবেন প্রতিদিন 2 GB করে ডেটা, সাথে পাবেন Unlimited কল, প্রতিদিন 100 টি SMS. এছাড়া এর সাথে 3 মাসের জন্যে ডিসনি+হটস্টার Subscription বিনামূল্যে। আর পাবেন বিনামূল্যে Jio tv, Jio Cinema, Jio Cloud এর পরিষেবা। 758 টাকার প্ল্যান এই প্ল্যানটি বৈধতা 84 দিন। এই প্ল্যানটিতে আপনারা পেয়ে যাবেন প্রতিদিন 1.5 GB করে ডেটা, সাথে Unlimited কল, প্রতিদিন 100 টি SMS. এছাড়া এর সাথে 3 মাসের জন্যে ডিসনি+ হটস্টার Subscription বিনামূল্যে।

PM Kisan Yojana – কালীপুজোর আগেই একাউন্টে ঢুকবে কড়কড়ে 10 হাজার টাকা। সরকারের বিরাট ঘোষণা।

808 টাকার প্ল্যানটির বৈধতা 84 দিন। এই প্ল্যানটিতে (Mobile Recharge) আপনারা পেয়ে যাবেন প্রতিদিন 2 GB করে ডেটা, সাথে Unlimited কল, প্রতিদিন 100 টি SMS. এছাড়া এর সাথে 3 মাসের জন্যে ডিসনি+ হটস্টার Subscription বিনামূল্যে। 3178 টাকার প্ল্যানটির বৈধতা 365 দিন। এই প্ল্যানটিতে আপনারা পেয়ে যাবেন প্রতিদিন 2 GB করে ডেটা, সাথে Unlimited কল। এছাড়া এর সাথে 3 মাসের জন্যে ডিসনি+ হটস্টার subscription বিনামূল্যে। Written by Ananya Chakraborty.

Ration Card – প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেপ্তার হতেই পশ্চিমবঙ্গে বাতিল হলো 2 কোটি রেশন কার্ড। আরও

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *