শিক্ষা

WBCHSE Exam – উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে সংসদের বিজ্ঞপ্তি। শিক্ষক ও পরীক্ষার্থীদের জানা জরুরি।

উচ্চমাধ্যমিক পরীক্ষা (WBCHSE Exam) নিয়ে এবারে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। আর এই বিজ্ঞপ্তি সকল পড়ুয়াদের এবং বিদ্যালয় গুলির জন্য প্রযোজ্য। এছাড়াও সময় থাকতে সকলকে এই জিনিসটি নির্দিষ্ট তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। আর কয়েক মাস পর উচ্চমাধ্যমিক পরীক্ষা। 2024 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে 16ই ফেব্রুয়ারি, 2024 থেকে 29 শে ফেব্রুয়ারি, 2024 পর্যন্ত। পরীক্ষা শুরু হবে দুপুর 12 টা থেকে এবং শেষ হবে দুপুর 3 টে 15 মিনিটে।

WBCHSE Exam New Notification Publish.

ছাত্র ছাত্রীদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। 2024 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam) নিয়ে নতুন নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রাকটিক্যাল ও প্রজেক্ট পরীক্ষার নম্বর নিয়েই সিদ্ধান্ত নিয়েছে সংসদ। উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে কি নতুন সিদ্ধান্ত নিল সংসদ? এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার (WBCHSE Exam) প্রাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্ট পরীক্ষার নম্বর এখনই জমা করতে হবে না।

এই দুটো নম্বর অনলাইনে জমা করতে পারবেন। 2024 সালে এই প্রথমবার এই পদ্ধতিতে প্রাকটিক্যাল আর প্রজেক্ট এর নম্বর এইভাবে জমা নেওয়া হবে। বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানান হয়েছে যে প্রাকটিক্যাল ও প্রজেক্ট এর নম্বর 4 ঠা ডিসেম্বর থেকে 31 শে ডিসেম্বর এর মধ্যে অনলাইনে জমা করতে হবে।উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE Exam) তরফ থেকে জানান হয়েছে যে প্রাকটিক্যাল ও প্রজেক্ট এর নম্বর জমা দেবার পদ্ধতি আলাদা।

Holiday List (নভেম্বরে ছুটির তালিকা)

সংসদের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নম্বর জমা করতে হবে। এর জন্যে কিছু নিয়ম দিয়েছে সংসদ। স্কুল গুলোতে আর বলা হয়েছে যে উচ্চমাধ্যমিক (WBCHSE Exam) এর প্রাকটিক্যাল পরীক্ষা শুরু করতে হবে 1 লা ডিসেম্বর থেকে 15 ই ডিসেম্বরের মধ্যে। এর জন্যে পরীক্ষার আগের দিন 29 শে নভেম্বর বিতরণ কেন্দ্র থেকে প্রাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র ও সাদা উত্তরপত্র দেওয়া হবে।

Gold buying on dhanteras – ধনতেরসে সোনা ও রূপো কেনার আদর্শ সময়। এই শুভ সময় বেছে নিলেই ভাগ্য সুপ্রসন্ন।

সেখান থেকে এ গুলো সংগ্রহ করতে হবে। আর যে বিষয়ের প্রাকটিক্যাল পরীক্ষা হবে সেই বিষয়ের শিক্ষকদেরই পরিক্ষা নিতে হবে। আর যদি ঐ বিষয়ের শিক্ষক না থেকে থাকে তাহলে পাসের স্কুল থেকে সেই বিষয়ের শিক্ষক এনে পরীক্ষা নেওয়া যাবে। WBCHSE Exam নিয়ে এই প্রথম এই ধরণের কোন নিয়ম কার্যকর করা হয়েছে বলে মনে করছেন অনেকে।
Written by Ananya Chakraborty.

Recruitment Scam – পশ্চিমবঙ্গের SSC এবং TET সমস্ত মামলা থেকে হাত তুলে নিল সুপ্রিম কোর্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *