অর্থনীতি

New LIC Policy – LIC এই পলিসিতে 10 গুন রিটার্ন পাবেন, এই সকল মানুষের জন্য বিশেষ সুবিধা।

ভারতীয় জীবন বীমা নিগমের তরফে New LIC Policy বা এক সেরা পলিসি নিয়ে আসা হয়েছে দেশের সকল মানুষের জন্য। ভারতের সবচেয়ে বড় ইন্সুরেন্স কোম্পানি হলো LIC. LIC তাদের গ্রাহকদের জন্যে সব সময়ই নতুন নতুন সুবিধা জনক পলিসি নিয়ে আসে। LIC এর ঝুলিতে এমন প্রচুর পলিসি রয়েছে যেখানে আপনারা ভালো Maturity পেতে পারবেন অথবা আপনার ভালো টাকা এককালীন বিনিয়োগ করলে ভালো পরিমাণ টাকা ফেরত পাবেন।

New LIC Policy Gives You Great Return.

আজ আপনাদের সাথে New LIC Policy প্ল্যান নিয়ে আলোচনা করবো। সেই প্ল্যানটির নাম হল ধনবর্ষা প্ল্যান। প্ল্যানটির নাম শুনেই বুঝতে পারছেন এই প্ল্যানটির টাকা রাখলে আপনার টাকা হবে 10 গুন। ধনবর্ষা প্লান কি?
New LIC Policy হলো এই ধনবর্ষা প্ল্যান (Dhan Varsha Plan). এই পলিসিতে টাকা বিনিয়োগ করলে আপনি 10 গুন পর্যন্ত টাকা রিটার্ন পাবেন। এটি একটি দীর্ঘ মেয়াদি সঞ্চয় এবং এটিতে আপনি জীবন বীমারও সুবিধা পাবেন।

এই New LIC Policy আপনাকে এক বারই টাকা দিতে হবে বারবার প্রিমিয়াম দেবার প্রয়োজন নেই। এই পলিসিটি আপনার এবং আপনার পরিবারের আর্থিক উন্নতির জন্য ভালো একটি পলিসি এটিতে আপনারা বিনিয়োগ করতে পারেন। এই পলিসিতে বিনিয়োগ করার জন্যে আপনারা দুটি বিকল্প পাবেন। প্রথম বিকল্প, পলিসিধরিকের মৃত্যুতে প্রিমিয়াম এর উপর 1.25 গুন Return পাবেন এবং দ্বিতীয় বিকল্পটিতে পলিসি ধারকের মৃত্যুতে 10 গুন Return পাবেন, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি।

প্রথম বিকল্পের ক্ষেত্রে, আপনি যদি 10 লক্ষ টাকা বিনিয়োগ করা হয় New LIC Policy ধারকের মৃত্যুতে নমিনি 12.5 লক্ষ টাকা পাবেন। দ্বিতীয় বিকল্পতে পলিসিধারক যদি মারা যায় তাহলে নমিনি পাবে 10 গুন return। 10 বছরের জন্য হলে পাবে 87,49,500 টাকা, সাথে অতিরিক্ত 400000 টাকা। অর্থৎ মোট 91,49,500 টাকা পাবেন। আর যদি 15 বছরের জন্য পলিসি করা থাকে তাহলে পলিসিধারকের মৃত্যুতে নমিনি পাবেন 87,49,500 টাকা সঙ্গে অতিরিক্ত 600000 টাকা।

মোট 93,49,500 টাকা ফেরত পাবেন অর্থাৎ এই পলিসিতে বিনিয়োগ করলে 1 কোটির কাছাকাছি টাকা আপনারা পাবেন। এই New LIC Policy কি কি সুবিধা পাবেন? এই পলিসিতে পলিসিধারক ব্যাক্তি ধারা 80C এবং 10D এর অধীনে আয়কর এর সুবিধা পান। LIC ধন বর্ষা পলিসিতে আপনি প্রিমিয়াম এর প্রায় 10 গুন ঝুঁকি কভার পেতে পারেন। এই পলিসিতে আপনাকে এক বারই টাকা জমা করতে হবে।

New LIC Policy মধ্যে আপনি দুটি বিকল্প বেছে নেওয়ার সুবিধা পাবেন। বিনিয়োগ করার পদ্ধতি এই পলিসিতে 2 টি টার্ম রয়েছে একটি 10 বছরের জন্যে ও আরেকটি 15 বছরের জন্য। এই পলিসি তে বিনিয়োগ করার বয়সসীমা হতে হবে 10 বছরের পলিসিতে বয়স সীমা হতে হবে সর্বনিম্ন 3 বছর এবং সর্বোচ্চ 60 বছর। 15 বছরের পলিসিতে বয়সসীমা হতে হবে সর্বনিম্ন 8 বছর এবং সর্বোচ্চ 40 বছর।

Gold Price Today (সোনার দাম আজকে কলকাতায়)

এই New LIC Policy কিনতে গেলে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আপনাকে LIC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Apply করতে হবে। এছাড়াও আপনারা চাইলে LIC এর যে কোনো এজেন্ট এর কাছ থেকেও পলিসিটি কিনতে পারবেন। আপনি যেই এজেন্ট এর থেকে পলিসিটি কিনবেন তার কাছ থেকে আর ভালো করে পলিসি সম্পর্কে জেনে নেবেন।

West Bengal – কালীপুজোর সময় বাজি ফাটানো নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি হল, না মানলে মামলা করা হবে।

LIC এর ধন বর্ষা পলিসি কেনার জন্য আপনি নগদ টাকা, চেক, ডিমান্ড ড্রাফ্টে বা এলআইসি পোর্টালের মাধ্যমে টাকা জমা করতে পারেন। New LIC Policy নিয়ে আপনারা সুরক্ষিত ও নিশ্চিন্ত হয়ে ভালো পরিমাণ টাকা রিটার্ন পেতে পারবেন এবং ভারতীয় জীবন বীমা নিগম সরকারি প্রতিষ্ঠান হওয়ার জন্য অনেকেই নিরাপদে এইখানে বিনিয়োগ করতে পছন্দ করেন ব্যাংক ও পোস্ট অফিসের পরে।
Written by Ananya Chakraborty.

Mobile Id Card – প্রত্যেক মোবাইলের জন্য দেওয়া হবে আলাদা আইডি নম্বর। লিংক না করলে ফোনে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *