সোনার দাম

Gold Price – সোনার দাম কমে গেল সপ্তাহের শুরুতেই, মধ্যবিত্তের জন্য দারুণ খবর।

সোনার দাম (Gold Price) প্রতিদিনই পরিবর্তন হয়। 9 ডিসেম্বর থেকে লাগাতর সোনার দাম কমেছে। পৌষ মাস পরেছে এই মাসে বিয়ে হয় না। আগের মাসে বিয়ের জন্য অনেকটা দাম বেড়েছিল সোনার পরে ধীরে ধীরে অনেক টাই কমেছে সোনার দাম। পৌষ মাসের পরে আবার বিয়ের মাস শুরু হবে তখন দাম আবার ও বাড়তে পারে বলে মনে করছে অনেকে। গতকাল এক ধাক্কায় অনেকটাই কমেছিল। আজ কেমন থাকবে সোনার দাম জেনে নিন।

Gold Price Today In Kolkata.

আজ রবিবার 17 ই ডিসেম্বর 2023 সোনার দাম (Gold Price)10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 62450 টাকা ও 1 গ্রামের দাম 6245 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম (Gold Price) 62750 টাকা ও 1 গ্রামের দাম 6275 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 59700 টাকা ও 1 গ্রামের দাম 5970 টাকা। আজ রুপোর দাম 17 ই ডিসেম্বর 2023 (Silver Price) 1 কেজি রুপোর বাটের দাম 73650 টাকা। 1 কেজি খুচরা রুপোর দাম 73750 টাকা।

Dearness Allowance (মহার্ঘ ভাতা)

গতকাল শনিবার 16 ই ডিসেম্বর 2023 সোনার দাম (Gold Price) 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 62850 টাকা ও 1 গ্রামের দাম 6285 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 63150 টাকা ও 1 গ্রামের দাম 6315 টাকা।
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 60050 টাকা ও 1 গ্রামের দাম 6005 টাকা। গতকাল শনিবার রুপোর দাম
1 কেজি রুপোর বাটের দাম 74400 টাকা। 1 কেজি খুচরা রুপোর দাম 74500 টাকা।

ফ্লিপকার্ট অ্যাপ থাকলে 10 লক্ষ টাকা পাবেন? আসল খবর জানুন।

গতকালের তুলনায় আজ সোনার ও রুপোর দাম অনেক কমেছে। আজ সোনার দাম কমেছে 400 টাকা। আর রুপোর দাম কমেছে 750 টাকা। কাল সোনার দাম কমেছিল 150 টাকা। আজ অনেক কমেছে দাম। তাই যারা সোনা কিনবেন বলে ভাবছেন তারা কিনে ফেলুন। আর এখন বিয়ের মরশুম শেষ হতে না হতেই এই সোনার দাম একধাক্কায় অনেকটাই কমে গেল বলে মনে করছেন অনেকে।
Written by Ananya Chakraborty.

বাইকে টক্কর দিতে বাজারে আসতে চলেছে নতুন ই স্কুটার। ফিচার, মাইলেজ, দাম শুনলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *