অর্থনীতি

PPF Interest Rate – প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়বে আগামী বছরে!! বাজেটের আগে বড় সিদ্ধান্ত?

প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বা PPF Interest Rate নিয়ে আগামী বছরের আগে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে বিশেষ ঘোষণা করাহতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা। খুশির খবর দেশের সাধারন মানুষদের জন্যে। নতুন বছর পড়তেই সুদের হার বাড়বে! হ্যাঁ ঠিকই শুনেছেন সুদের হার বাড়াবে সরকার। আমরা জানি সরকার প্রতি 3 মাস অন্তর অন্তর বিভিন্ন প্রকল্পের সুদের হার বৃদ্ধি করে।

PPF Interest Rate Increase Maybe In India.

কিন্তু গত কয়েক বছর যাবত পাবলিক প্রভিডেন্ট ফান্ড এর সুদের হার (PPF Interest Rate) বাড়ায়নি সরকার। এর আগে 2020 সালে 3 বছর আগে পাবলিক প্রভিডেন্ট ফান্ড এর সুদের হার বাড়িয়েছিল সরকার। তারপরে আর বাড়ায়নি। তাই এই চলতি বছরে মাসের শেষে বাড়তে পারে প্রভিডেন্ট ফান্ড (PPF Interest Rate) এর টাকা বলে জানা যাচ্ছে। 25 বেসিক পয়েন্ট সুদের হার বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

2020 সালের পর সিনিয়ার সিটিজেন, ন্যাশনাল সেভিংস স্কীম (National Savings Scheme), সুকন্যা সমৃদ্ধি যোজনার (Sukanya Samriddhi Yojana) মত বিভিন্ন প্রকল্পের সুদের হার বাড়িয়েছে সরকার শুধু পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund) এর সুদের হার (PPF Interest Rate) বাড়ায়নি সরকার। তবে এবার সরকার প্রভিডেন্ট ফান্ড এর সুদের হার বাড়তে পারে। নতুন বছরের শুরুতেই খুশির খবর দিতে পারে সরকার। ছোট সঞ্চয় স্কিম গুলির সুদের হার নির্ধারণের ক্ষেত্রে।

সরকার সেকেন্ডারি মার্কেটে দশ বছর মেয়াদী মেয়াদের সাথে বন্ডের ফলনের উপর নির্ভর করে। এর সূত্র হলো সুদের হার = বেঞ্চমার্ক ফলন + 25 বেসিস পয়েন্ট। বর্তমানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড এর সুদের হার প্রায় 7.1 শতাংশ। জানুয়ারি থেকে মার্চ মাসে ত্রৈমাসিকে সুদের হার (PPF Interest Rate) প্রায় 7.53 শতাংশ হওয়া উচিৎ। কারণ সেপ্টেম্বর থেকে অক্টোবর, 2023 এর মধ্যে বেঞ্চমার্ক দশ বছরের বন্ডের ফলন ছিল 7.28 শতাংশ।

সরকারি কর্মী (Government Employees)

অন্যদিকে, PPF এর সুদের হার জানুয়ারি মার্চ, 2024 ত্রৈমাসিকে বাড়ার সম্ভবনা কম বলে অনুমান করেছেন SahajMoney.com এর প্রতিষ্ঠাতা অভিষেক কুমার। সরকার সেকেন্ডারি মার্কেটে দশ বছর মেয়াদী মেয়াদের সাথে বন্ডের ফলনের উপর নির্ভর করে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় স্কিমের (PPF Interest Rate) সুদের হার নির্ধারণ করে। প্রতি তিন মাস অন্তর এগুলোর সুদের হার পরিবর্তন করা হয়।

নিয়ম না মানার জন্য এই জনপ্রিয় 5 ব্যাংককে জরিমানা দেওয়ার নির্দেশ দিলো RBI.

পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার (PPF Interest Rate) 2020 এর এপ্রিল মাসের পর থেকে আর বাড়ান হয়নি। তাই নতুন বছরের শুরুতেই বাড়াতে পরে PPF এর সুদের হার বলে মনে করছেন অনেকে। কিন্তু SahojMoney.com এর প্রতিষ্ঠাতা অভিষেক কুমার অনুমান করছেন বছরের শুরুতেই হয়তো সুদের হার বাড়াতে না পারে সরকার। তখন সুদের হার বাড়ানোর সম্ভবনা কম।
Written by Ananya Chakraborty.

রাজ্যের নতুন প্রকল্প। সিনিয়র সিটিজেনদের বিশাল সুবিধা দিচ্ছে রাজ্য সরকার!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *