Income Tax – ইনকাম ট্যাক্সে অতিরিক্ত ছাড় পাবে গ্রাহকরা। মোদী সরকারের বড় সিদ্ধান্ত বাজেটের আগে।
নতুন বছরে আয়কর বা Income Tax পাবেন ছাড়। আসন্ন কেন্দ্রীয় বাজেট ২০২৪ (Union Budget 2024) এর আগে ইনকাম ট্যাক্স নিয়ে সাধারণ মানুষদের জন্য কোন বড় ঘোষণা হতে চলেছে বলে মনে করছেন অনেক আর্থিক বিশেষজ্ঞরা। ট্যাক্সে অল্প কিছুটা ছাড় পেলেও খুশি হবে সাধারন মানুষ। জিনিস পত্রের যে দাম বাড়ছে তার জায়গায় আয়করের (Income Tax) কিছুটা ছাড় পেলে সস্তি পাবে সাধারন মানুষ।
Income Tax Deduction In 2024.
2020 সালের বাজেটে আয়কর নিয়মে (Income Tax Rule) কিছুটা পরিবর্তন আনা হয়েছিল। সেখানে তখন নতুন আয়কর ব্যবস্থা যোগ করা হয়েছিল। এটি নিউ ট্যাক্স রেজিম নামে (Income Tax New Regime) পরিচিত। 2020 সালের এই কর ব্যবস্থা 2023 সালের বাজেটে কিছুটা পরিবর্তন করা হয়েছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন যোগ করা হয়েছে । এছাড়াও, যাদের আয় 7 লাখ টাকা পর্যন্ত তাদের কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়াও, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) 2023-24 আর্থিক বছর থেকে নতুন ট্যাক্স ব্যবস্থাকে ডিফল্ট কর ব্যবস্থা করেছেন। এর সাথে অর্থমন্ত্রী পরবর্তী ঘোষণায় আরো ট্যাক্স ছাড়ের (Income Tax Deduction) কথা বলেছিলেন। দেখে নেওয়া যাক কত টাকা ছাড় পাবেন। নতুন ট্যাক্স রেজিম অনুসারে, 7 লক্ষ 50 হাজার টাকা পর্যন্ত আয় হলে 50 হাজার টাকা ছাড় পেয়ে 7 লক্ষ এর করযোগ্য আয় এর মধ্যে চলে আসবে।
এরপর 87A ধারা অনুসারে 25 হাজার টাকা ছাড় পেলে আয়কর (Income Tax) শূণ্য হয়ে যাবে অর্থাৎ করযোগ্য আয় 7 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। আর এই নিয়ম শুরু হয়ে গেলে সবচেয়ে বেশি সুবিধা হতে চলেছে দেশের সকল ট্যাক্স দেওয়া গ্রাহকদের। আর আজকের এই আলোচনাতে আমরা এই নিয়ম অনুসারে কতো টাকা ছাড় পাওয়া যাবে সেই সম্পর্কে জেনে নেব।
7 লক্ষের কিছু বেশি আয় হলে কি হবে
তবে কার যোগ্য আয় যদি ৭ লাখের কিছু বেশি হয় তবে তার থেকে আরো 27 হাজার 776 টাকা পর্যন্ত ছাড় (Income Tax) পাওয়া যাবে। নিচে কিছু উদাহরণ দেওয়া হল বোঝার জন্য। ৭.৫ লক্ষ আয় করলে কোন ট্যাক্স (Income Tax) দিতে হবে না। ৭.৬০ লক্ষের ক্ষেত্রে ১০ হাজার ৪০০ টাকা। ৭ লক্ষ ৭৭ হাজার টাকায় ২৯ হাজারের কাছাকাছি এবং ৭.৮০ লক্ষ আয় হলে ২৯ হাজারের বেশি।
পেনশন নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত। এবার 50 বছর বয়সেই পেনশন। নেপথ্যে রয়েছে অন্য পরিকল্পনা?
উপরের উদাহরণ গুলোতে বোঝা যাচ্ছে 7,77,776 টাকা পর্যন্ত ইনকাম এর ক্ষেত্রে করদাতা কিছু না কিছু ছাড় পাবেনই। এখানে হিসাবটি হল ট্যাক্স অন ইনকাম এবং স্ট্যান্ডার ডিডাকশন বাদ দেয়ার পর মোট আয় থেকে 7 লক্ষ টাকা বিয়োগ করার পর যে আয়, এই দুইয়ের মধ্যে যেটি কম হবে তাই হবে Payable Tax. যাদের আয় ৭ লক্ষের কাছাকাছি তাদের আর আয়কর নিয়ে কোন চিন্তা।
Written by Ananya Chakraborty.
নতুন বছরে সুদ বাড়লো। এই 6 টি ব্যাংকে টাকা রাখলে পাবেন 8% পর্যন্ত সর্বোচ্চ সুদ।