সোনার দাম

Gold Price Drop – সোনার দাম আবার কমলো সঙ্গে পাল্লা দিচ্ছে রুপো। পশ্চিমবঙ্গে লেটেস্ট দাম জানুন।

নতুন বছর পড়তেই সোনার দাম (Gold Price Drop) একটু বেড়েছিল। কিন্তু আবার কয়েকদিন যাবত সোনার দাম কমতে শুরু করেছিল। আর গতকাল আবার সোনার দাম বেড়েছিল। সোনার দাম প্রতিদিনই পরিবর্তন হতে থাকে। তাই সোনা কিনতে গেলে আগেই দাম জেনে রাখা ভালো তাহলে ঠকতে হবে না। পৌষ মাস ও প্রায় শেষের দিকে চলে এলো। পৌষ মাস পার হলেই আবার বিয়ের মাস শুরু হয়ে যাবে।

Gold Price Drop In West Bengal.

তখন সোনা রুপোর দাম (Gold Silver Price) বাড়তে পারে। আজকে সোনার দাম (Gold Price Drop) কেমন থাকবে জেনে নিন। তবে সোনা কিনতে যাওয়ার আগে যেমন দাম জেনে রাখা ভালো তেমন কোনটা খাঁটি সোনা তাও জেনে রাখা ভালো। সোনা (Gold) কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপরে। 24 ক্যারেট সোনা খাঁটি সোনা (24 Carat Gold). এই সোনায় কোন ধাতু মেশানো থাকে না। ক্যারেট যত কমবে সোনায় তত বেশি খাদ থাকবে।

যেমন 18 ক্যারেট সোনাতে 75 ভাগ সোনা থাকে আর 25 ভাগ খাদ। এগুলো ছাড়া Fitness দিয়েও সোনা মাপা হয়। যেমন যদি 24 Carats (995) লেখা থাকে তাহলে সেই সোনায় প্রতি হাজার ভাগে 995 ভাগ সোনা এবং বাকি ভাগ অন্য ধাতু। 24 Carats (999) লেখা হলে সেটি সবচেয়ে খাঁটি সোনা। এছাড়াও রয়েছে 22 ক্যারেটের সোনা, তার fineness 916, 22 ক্যারেটের সোনা দিয়েই গয়না তৈরি হয় (Gold Price Drop).

পাথর সেটিং, হিরের গয়না তৈরিতে সাধারণত 18 ক্যারেটের সোনা ব্যবহার করা হয়। সোনা কিনতে যাওয়ার অহে এসব জেনে যাওয়া ভালো তাহলে আপনাদের কেউ ঠকাতে পারবে না। এবার চলুন আজকের সোনার ও রুপোর দাম জেনে নিন। আজ সোমবার 8ই জানুয়ারি 2024 সোনার দাম (Gold Price Drop) 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 63150 টাকা। 1গ্রামের দাম 6315 টাকা।

10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 63450 টাকা। 1 গ্রামের দাম 6345 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম (Gold Price Drop) 60350 টাকা। 1 গ্রামের দাম 6035 টাকা। আজ সোমবার 8ই জানুয়ারি 2024 রুপোর দাম (Silver Price) 1 কেজি রুপোর বাটের দাম 72300 টাকা। 1 কেজি খুচরো রুপোর দাম 72400 টাকা। গতকাল রবিবার 7ই জানুয়ারি 2024 সোনার দাম (Gold Price Drop).

Income Tax (ইনকাম ট্যাক্স)

10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 63150 টাকা। 1 গ্রামের দাম 6315 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 63450 টাকা। 1 গ্রামের দাম 6345 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 60350 টাকা। 1 গ্রামের দাম 6035 টাকা। গতকাল রবিবার 7ই জানুয়ারি 2024 রুপোর দাম (Silver Price) 1 কেজি রুপোর বাটের দাম 72300 টাকা। 1 কেজি খুচরো রুপোর দাম (Gold Price Drop) 72400 টাকা। এই দাম সর্বদা পরিবর্তিত হয় তাই আপনারা কেনার আগে দাম জেনে নেবেন।

এই 5 টাকার নোটটি আপনার পকেটে আছে? বিক্রি করলেই লাখ টাকা পাবেন।

গতকাল সোনার ও রুপোর দাম (Gold Price Drop) বেড়েছিল। দাম বেড়েছিল সোনার দাম আর রুপোর দাম বেড়েছিল 200 টাকা। কিন্তু আজ সোনা বা রুপোর দাম কমেনি আর বারেনি, অপরিবর্তিত রয়েছে। কিন্তু মাঘ মাস শুরু হলেই আবার পশ্চিমবঙ্গে টানা বিয়ের মরশুম চালু হয়ে যাবে। তার আগে আপনারা নিজেদের সামর্থ্য অনুসারে কম দামে কিনে নিতে পারবেন।
Written by Ananya Chakraborty.

কলকাতার ফটাফট খেলার গোপন টিপস! একবার জানলেই বাজিমাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *