HS Syllabus – উচ্চমাধ্যমিক পরীক্ষায় নতুন সিলেবাস। শিক্ষার্থীদের কতটা সুবিধা হবে?
উচ্চমাধ্যমিকের সিলেবাসে (HS Syllabus) এতদিন কোনো পরিবর্তন করা হয়নি। এবার 10 বছর পর উচ্চ মাধ্যমিকের (HS Exam) সিলেবাস পরিবর্তন হতে চলেছে। জানুয়ারি মাসেই নতুন সিলেবাস হাতে পেতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE). তারপর পরিবর্তিত পাঠক্রম ও পাঠ্যসূচির সঙ্গে তাল মিলিয়ে ফেব্রুয়ারিতেই মডেল প্রশ্নপত্র তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে সংসদ।
HS Syllabus Change After Long 10 Years.
এর আগে 2012-13 শিক্ষাবর্ষে (Academic Year) উচ্চমাধ্যমিকের সিলেবাসে (HS Syllabus) শেষ পরিবর্তন করা হয়েছিল। তারপর এই 10 বছরে সর্বভারতীয় স্তরে পড়াশোনার ধরনে একাধিক পরিবর্তন এসেছে। তাই সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলানোর জন্যে বদল করা হচ্ছে এই রাজ্যর একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস। এর আগে ঘোষনা করা হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার (WBCHSE HS Exam 2024) ধরন পরিবর্তন করা হবে।
এবার থেকে দুটো সেমিস্টারে পরীক্ষা নেওয়া হবে এই সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক সংসদ। আর এবার উচ্চ মাধ্যমিকের সিলেবাসে (HS Syllabus) পরিবর্তন আনতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। গত শনিবার উচ্চ মাধ্যমিকের সিলেবাস রিভিউ কমিটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের সঙ্গে দ্বিতীয় বৈঠক করেন। সব বিষয়ে সিলেবাস (HS Syllabus) পুর্নমূল্যায়নের কাজ ঠিকঠাক হয়েছে বলে বৈঠকের পর জানিয়েছেন চিরঞ্জীব বাবু।
সরকারের অনুমতি পেলেই 2024-25 শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাস চালু করা হবে অর্থাৎ এবছর মাধ্যমিক পাশ করে যেসব পড়ুয়ারা একাদশ শ্রেণীতে উঠবে তাদের নতুন সিলেবাসে পড়াশোনা করতে হবে। বর্তমানে উচ্চ মাধ্যমিক স্তরে একদশ ও দ্বাদশ শ্রেনীতে 60টি বিষয় নিয়ে পড়ানো হয় তারমধ্যে 13টি ভোকেশনাল বিষয়। তবে উচ্চ মাধ্যমিকের পাঠক্রমে (HS Syllabus) পরিবর্তন করা হলেও ভোকেশনাল বিষয়ে কোনো পরিবর্তন করা হয়নি।
পশ্চিমবঙ্গের সকল স্কুল পড়ুয়ার জন্য দারুণ সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।
অপর দিকে 2024 সাল থেকে পরিবর্তন আসছে পরীক্ষা ব্যবস্থাতেও। এবার থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে নেওয়া হবে। নতুন যে পাঠ্যক্রম তৈরি হবে, তা একাদশ ও দ্বাদশ শ্রেণির দুটি করে সেমিস্টারে ভাগ করা হবে। রাজ্য সরকার (West Bengal Government) অনুমতি দিলেই 2024 সাল থেকে পরীক্ষাব্যবস্থা ও সিলেবাস নতুন রূপে সেজে উঠতে চলেছে।
Written by Ananya Chakraborty.
মাধ্যমিক পরীক্ষার নয়া সিদ্ধান্ত জারি! কী নির্দেশ দিলেন মধ্যশিক্ষা পর্ষদ?