প্রকল্প

Mandhan Yojana – 36000 টাকা পাওয়া যাবে এই প্রকল্পে আবেদন করলে। আবেদনের পদ্ধতি জেনে নিন।

Mandhan Yojana বা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা সম্পকে কি আপনারা এর আগে শুনেছেন? আপনি কি জানেন আপনি এই সরকারি প্রকল্পের (Government Scheme) মাধ্যমে এককালীন ৩৬০০০ টাকা পর্যন্ত পেতে পারবেন। ভারত সরকার (Government Of India) ভারতবাসীর সুবিধার জন্য নানা রকমের প্রকল্প (Mandhan Yojana) নিয়ে আসে। শিশু থেকে বয়স্ক সবার জন্য প্রকল্প আছে ভারত সরকারের।

Mandhan Yojana Started By Modi Government.

শুধু ভারত সরকার বলে নয় রাজ্য সরকার (State Government) ও তাদের রাজ্যবাসীর জন্য নানা রকমের প্রকল্প নিয়ে আসে। আর এবার ভারত সরকার দিনমজুরদের জন্যে Mandhan Yojana প্রকল্প এনেছে। ভারতের প্রচুর মানুষ দিনমজুরের কাজ করে। বয়সকালে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার কারনে কাজ করতে পারেননা অনেকে। এর ফলে তাদের সংসার চালান অসুবিধা হয়ে দাঁড়ায়।

এবার মোদি সরকার (Modi Government) এই সব অসচ্ছল কর্মীদের জন্যে একটি প্রকল্প এনেছেন এই প্রকল্পের নাম শ্রম যোগী মান ধন যোজনা (Mandhan Yojana). এই প্রকল্পের আওতায় থাকা অসচ্ছল শ্রমিকরা 55 টাকা করে মাসিক কিস্তিতে 60 বছর বয়স পর্যন্ত জমা করতে পারবেন। এই প্রকল্পে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন।

LPG Gas Price (রান্নার গ্যাসের দাম)

60 বছর বয়স পর্যন্ত 55 টাকা করে প্রতি মাসে জমা করলে 3000 টাকা করে প্রতি মাসে সারাজীবন পেনশন পাবেন। কিন্তু এই প্রকল্পে আবেদনকারীর যদি মাসিক ইনকাম 15 হাজার টাকার বেশি হয় তাহলে সেই ব্যক্তি এই Mandhan Yojana প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। এই প্রকল্পে আবেদন করতে হলে অফলাইনে আবেদন করতে হবে। এ জন্য পঞ্চায়েত বা শ্রম দপ্তরে গিয়ে আবেদন করতে পারবেন।

পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পে টাকা দেওয়া শুরু। কারা এই টাকা পাবে?

এই প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনকারীর ছবি, আধার কার্ড এর জেরক্স, ভোটার কার্ড জেরক্স, এবং Bank Account নম্বর এর জেরক্স এসব নথি জমা করতে হবে। শ্রম যোগী মানধন যোজনা অসচ্ছল শ্রমিকদের জন্য একটি আশীর্বাদস্বরূপ। এটির মাধ্যমে তারা বয়স্ক কালে অর্থনৈতিক নিরাপত্তা পেতে পারেন। আর আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে পারবেন।
Written by Ananya Chakraborty.

নতুন বছরে সেরা উপহার! কৃষকবন্ধুদের 6000 বদলে 9000 টাকা দেবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *