শিক্ষা

Madhyamik Exam Center – বদলে গেল মাধ্যমিক পরীক্ষার পরীক্ষা কেন্দ্র। তাহলে নতুন কোন স্কুলে পরীক্ষা হবে? জেনে নিন।

মাধ্যমিক পরীক্ষার সেন্টার বা Madhyamik Exam Center নিয়ে এক বড় খবর জানতে পাওয়া যাচ্ছে। আর এই পরীক্ষার আগেই বড় খবর দিল মধ্যশিক্ষা পর্ষদ। পড়ুয়াদের জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha). আর এই পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীরা বেশ চিন্তিত। এমনিতেই লোকসভা ভোটের কারনে পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। পরীক্ষা শুরু হবে 2রা ফেব্রুয়ারী। এবারের এই পরীক্ষা শুরু হওয়ার আগেই বড় আপডেট দিল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE).

Madhyamik Exam Center Change In 2024.

তাদের নির্দেশ মত 200 টি পরীক্ষা কেন্দ্র (Madhyamik Exam Center) বাতিল করা হল। এই বছর কম পরীক্ষার কেন্দ্রেই পরীক্ষা হতে চলেছে। পরিকাঠামো গত দিক গুলো ভালো মত খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education). আর এই নতুন আপডেট আসতেই চিন্তায় পরে গেছে পরীক্ষার্থীরা।

কেন এমন সিদ্ধান্ত নিল পর্ষদ

এই বছরের পরীক্ষায় যাতে পরিকাঠামো ঠিক থাকে তা নিয়ে Madhyamik Exam Center নিয়ে সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। পর্ষদ সুত্রে খবর এই বছর প্রায় 10 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলেছে। আগের বছরের তুলনায় এই বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। 3 লক্ষ পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে পর্ষদ। কিন্তু অপর দিকে ভেনুর সংখ্যা কমেছে। 200 টি ভেনু বাতিল করেছে পর্ষদ।

আগে Madhyamik Exam Center এর সংখ্যা ছিল 2867 টি এই বছর 200 টি কমিয়ে ভেনুর সংখ্যা কমে দাঁড়িয়েছে 2675 টি। এবছর 240 টি প্রধান ভেনু কমিয়ে 48 টি সাব ভেনু (Madhyamik Exam Center) আনা হয়েছে। অতএব চলতি বছরে পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে কিন্তু কেন্দ্রের সংখ্যা কমেছে। কিন্তু ভেনুর সংখ্যা কমানোতে পরীক্ষা কিভাবে নেওয়া হবে তা নিয়ে চিন্তা করছেন অনেকে।

কি কারনে এই সিদ্ধান্ত নিল পর্ষদ?

পরীক্ষা সংগঠকরা জানিয়েছেন বাতিল হওয়া Madhyamik Exam Center গুলোর মধ্যে পরিকাঠামো গত অসুবিধা ছিল। যেমন স্কুল এর বাউন্ডারি নেই, অনেক স্কুল এই সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) লাগানোর মত ব্যবস্থা নেই, স্কুলে প্রশ্নপত্র প্রবেশ করানোর মত সঠিক জায়গা নেই তাই এই সব স্কুল গুলোকে বাতিল করা হয়েছে। পরীক্ষা সঠিকভাবে পরিচালনা করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Mid Day Meal (মিড ডে মিল)

পর্ষদের তরফে জানানো হয়েছে, এই বছর কোনো স্কুলকেই একক কেন্দ্র হিসেবে রাখা হয়নি। কোনো না কোনো প্রধান কেন্দ্রের অধীনে রাখা হয়েছে স্কুল গুলিকে। যদিও প্রত্যন্ত অঞ্চলের ক্ষেত্রে কিছু ছাড় রয়েছে। অতএব বোঝাই যাচ্ছে নিরাপত্তা সুনিশ্চিতকরণে ও আঁটোসাঁটো নজরদারি বজায় রাখতে পরীক্ষা কেন্দ্র (Madhyamik Exam Center) সম্পর্কিত সিদ্ধান্ত গুলি নিয়েছে পর্ষদ।

উচ্চমাধ্যমিক পরীক্ষায় নতুন সিলেবাস। শিক্ষার্থীদের কতটা সুবিধা হবে?

মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024) পরিচালনায় যাতে কোনোরকম ফাঁক না থাকে সেই বিষয়ে প্রথম থেকেই সতর্ক হচ্ছেন পর্ষদ আধিকারিকরা। আর মাত্র কিছু দিন বাকি এই মাধ্যমিক পরীক্ষা শুরু হতে। সেই জন্য DailySearch এর সকল সদস্যদের পক্ষ থেকে এই বছরের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন রয়েছে।
Written by Ananya Chakraborty.

মাধ্যমিক পরীক্ষার টেস্ট পেপার বিতরনে জটিলতা!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *