শিক্ষা

Madhyamik Exam – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমা পরিবর্তন। কখন পরীক্ষা শুরু? কি কারনে সময় বদল।

মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024) শুরুর মুখেই পরীক্ষার ক্ষেত্রে বড় পরিবর্তন আনল পর্ষদ (WBBSE). সকাল 8 টায় পরীক্ষা কেন্দ্রে শিক্ষকরা প্রবেশ করবেন। শিক্ষাকর্মীরাও আসবেন সেই সময়। 8.30 এর মধ্যে পরীক্ষার্থীদের ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে। 9টা 55 মিনিটে খাতা দেওয়া হবে আর 10 টা থেকে পরীক্ষা শুরু হবে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা চলবে। এই নির্দেশে পরীক্ষার্থী ও শিক্ষক এবং শিক্ষা কর্মীরা বিপাকে পরবেন না তো? এই প্রশ্ন উঠছে।

Madhyamik Exam HS Exam Time Change.

আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam). আর তার ঠিক 14 দিন আগেই এমন একটি বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education) আচমকাই নোটিশ জারি করে বলা হল পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে। 1988 সাল থেকে মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Pariksha) সময় নির্ধারণ করা ছিল দুপুর 12 টা থেকে দুপুর 3 টা পর্যন্ত। কিন্তু সারে তিন দশক পর আচমকাই বদলে দেওয়া হল সময়।

মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হবে সকাল 9টা 45 মিনিট থেকে দুপুর 1 টা পর্যন্ত। তবে হুট করে এই সিদ্ধান্ত নেওয়া তে নানা মহলে প্রশ্ন উঠছে। বিশেষ করে, Madhyamik Exam এর সাথে যুক্ত শিক্ষক শিক্ষিকা, অশিক্ষা কর্মীদের গন্তব্যে পৌঁছাতে বিপাকে পড়তে হবে না? উঠছে এই নিয়ে প্রশ্ন। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক সম্মেলন করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (WBBSE President Ramanuj Ganguly).

পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, “সকাল 8টায় পরীক্ষা কেন্দ্রে শিক্ষকরা প্রবেশ করবেন। শিক্ষা কর্মীরাও আসবেন সেই সময়। সারে 8 টার মধ্যে পরীক্ষার্থীদের ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে। 9টা 55 মিনিটে খাতা দেওয়া হবে আর 10টা থেকে পরীক্ষা শুরু হবে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা চলবে। তিনি আর বলেন বলেন, বিভিন্ন শেয়ার হোল্ডার ও অ্যাড হক কমিটির সঙ্গে কথা বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Govt Holiday (পশ্চিমবঙ্গে ছুটি)

উপর থেকে নির্দেশ আসার পরই এই সময়ক্ষণ বদল করা হয়েছে। Madhyamik Exam সাথে যুক্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই এমন বদলের প্রয়োজন ছিল বলে জানান তিনি। প্রয়োজনের কথা বলতেই, পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের কথায়, “তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে গেলে পরীক্ষার্থীরা বাড়িতে গিয়ে পরের পরীক্ষা গুলির জন্য প্রস্তুতি নিতে পারবে।

যোগ্যশ্রী প্রকল্পে 10 হাজার টাকা পেতে কিভাবে আবেদন করবেন?

শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মী যাঁরা রয়েছেন, তাঁরাও খাতা এবং অন্যান্য নথিপত্র নিয়ে ফিরতে পারবেন। পরেরদিনের প্রস্তুতি যাতে সঠিকভাবে থাকে তারও ব্যবস্থা থাকবে (Madhyamik Exam). আর এই বছরের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য DailySearch এর সকল সদস্যদের তরফে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনার সঙ্গে আজকের এই প্রতিবেদন শেষ করলাম।
Written by Ananya Chakraborty.

মাধ্যমিক নিয়ে বড় আপডেট! এ বছর 200 টি পরীক্ষা কেন্দ্র বাতিল করলো পর্ষদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *