প্রকল্প

Mahila Samriddhi Yojana – মহিলাদের জন্য সর্বশ্রেষ্ঠ প্রকল্প শুরু। লক্ষ্মীর ভাণ্ডার পেলেও আবেদন করুন।

মহিলাদের জন্য Mahila Samriddhi Yojana বা নতুন সরকারি প্রকল্পের খোঁজ নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। মহিলারা কোনো দিক দিয়ে এখন পিছিয়ে নেই। তারাও ব্যবসা করছে চাকরি করছে। তাই যে সব মহিলারা নিজেদের পায়ে দাঁড়িয়ে কিছু করতে চান নিজে স্বাবলম্বী হতে চান তাদের জন্য রাজ্য থেকে কেন্দ্র সব সরকারের বিভিন্ন প্রকল্প (Government Scheme) আছে।

Mahila Samriddhi Yojana All Details.

আজ আমরা আপনাদের সাথে মহিলা সমৃদ্ধি যোজনা (Mahila Samriddhi Yojana) বিষয়ে কথা বলব যা মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তুলতে সাহায্য করবে। সেই প্রকল্পের নাম হল মহিলা সমৃদ্ধি যোজনা (Mahila Samriddhi Yojana). চলুন জেনে নিন কিভাবে আবেদন করবেন? কারা আবেদন করতে পারবে? কি কি নথি প্রয়োজন এসব।

Mahila Samriddhi Yojana কি কি সুযোগ সুবিধা পাবেন?

এই প্রকল্পের মাধ্যমে মহিলারা ব্যবসা শুরু করার জন্যে ও ব্যবসা বাড়ানোর জন্য 30 হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। এর মধ্যে 1প হাজার টাকা পর্যন্ত 50 শতাংশ ছাড় বা ভর্তুকি পাবেন অর্থাৎ এই টাকা শোধ দিতে হবে না। আর বাকি টাকা শোধ করতে হবে 3-4% সুদ সমেত। ত্রৈমাসিক হিসেবে কিস্তিতে টাকা শোধ করার সুযোগ পাবেন। লোন শোধের সময় 3 বছর।

Mahila Samriddhi Yojana কারা আবেদন করতে পারবেন?

  • এই প্রকল্পের (Government Scheme) আবেদন করার জন্যে কিছু যোগ্যতা থাকা প্রয়োজন।
  • আবেদনকারীর বয়স 18 থেকে 50 এর মধ্যে হতে হবে।
  • যিনি আবেদন করবেন তার পরিবারের আয় বার্ষিক ১.৫ লক্ষ টাকার মধ্যে হয়ে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে এছারা তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত হতে হবে।
Swasthya Sathi (স্বাস্থ্যসাথী কার্ড)

Mahila Samriddhi Yojana কি কি নথি প্রয়োজন?

  • আধার কার্ড (Aadhaar Card).
  • জাতিগত শংসাপত্র (Caste Certificate).
  • যিনি আবেদন করবেন তার বার্ষিক ইনকাম সার্টিফিকেট (Income Certificate).
  • 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার (Stamp Paper).
  • Bank Passbook.

কৃষকদের শস্য বীমা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। লক্ষ লক্ষ কৃষকবন্ধুর দারুণ সুবিধা হবে।

Mahila Samriddhi Yojana কোথায় আবেদন করবেন?

এই প্রকল্পে আগ্রহী মহিলাদের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে (BDO Office) গিয়ে SC, ST ও OBC বিভাগে গিয়ে আবেদন করতে হবে। এরপর এই আবেদনপত্র WBSCSTOBCFCT কলকাতা অফিসে পাঠানো হবে অনুমোদনের জন্য। সেখান থেকে অনুমোদন দিলেই এই প্রকল্পে (Govt Scheme) সুবিধা পাবেন রাজ্যের মহিলারা। আর আপনারা এই সম্পর্কে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন।
Written by Ananya Chakraborty.

প্রকাশ হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকা! কে কে টাকা পাবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *