অর্থনীতি

Income Tax – আয়করে ছাড় বাড়ানো নিয়ে মোদী সরকারের বড় পদক্ষেপ। উপকৃত হবে কোটি কোটি মানুষ।

বেতনভোগী শ্রেণী ও ক্ষুদ্র করদাতাদের জন্য সুখবর। আয়করে ছাড় (Income Tax) দিতে পারে সরকার এমন মনে করছেন অনেকে। তবে ছাড় দিলে কত শতাংশ দেবে ছাড় তা জেনে নিন প্রতিবেদনটিতে। চলতি বছরই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) আছে। আর এই নির্বাচন ঘিরে সরকার পক্ষ, বিরোধীপক্ষ সবাই মাঠে নেমে পড়েছে। তবে লোকসভা নির্বাচনের আগে 1লা ফেব্রুয়ারি আছে বাজেট (Union Budget 2024) পেশ। আর এই বাজেট পেশ এর দিকে তাকিয়ে আগে সবাই।

Income Tax Latest Update.

এবছর 2024 এর 1লা ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) বাজেট পেশ করবেন। প্রতি বছর যেমন ব্যক্তিগত আয়করের (Income Tax) উপরে ছাড় দেয় সরকার এবছর ও তেমন দিতে পারে। এর ফলে বেতন ভোগী শ্রেণী এবং ক্ষুদ্র করদাতারা স্বস্তি পাবে। এই ছাড়ে করের মুল ছাড়ের সীমা 2.5 লক্ষ টাকা থেকে 3.5 লক্ষ টাকা করা যেতে পারে। এর মধ্যে Income Tax সর্বশেষ পরিবর্তন হয়েছিল 2014 সালে।

10 বছর আগে এটি 2 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2.5 লক্ষ টাকা করা হয়েছিল। কিছু কিছু সংগঠন এর সীমা বাড়িয়ে 5 লক্ষ টাকা করার দাবি জানিয়েছে। বিগত 10 বছর যাবত 2.5 লক্ষ টাকার কোন পরিবর্তন করা হয়নি। 50 হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন (Income Tax Standard Deduction) তিন বছর আগে চালু করা হয়েছিল। এটি শুধুমাত্র বেতনভোগী শ্রেনীর জন্যেই প্রযোজ্য ছিল। মৌলিক ছাড়ের সীমা বাড়ান হলে মধ্যবিত্তের আরও অর্থ সাশ্রয় হবে।

Dearness Allowance (পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতা)

এতে ব্যবহার ও বাড়বে আর অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে। সরকার যদি ছাড়ের ক্ষেত্রে পরিবর্তন করে তাহলে 7 কোটি করদাতার একটি বড় অংশ উপকৃত হবেন। বর্তমানে আয়কর এর 80C ধারা এর অধিনে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার মত সংস্থা গুলো এই Income Tax ছাড়ের সীমা দ্বিগুণ করার দাবি করছে।

সোনা কেনার নিয়মে বড় পরিবর্তন। মোদী সরকারের নতুন নিয়ম। বিয়ের মরশুমে ভোগান্তি।

তার মতে ক্ষুদ্র সঞ্চয় স্কীম, বীমা পলিসি (Insurance Policy) ক্রেতা এবং মিউচুয়াল ফান্ড (Mutual Fund) বিনিয়োগকারীর 80C সীমা বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি উপকৃত হবে। গত বেশ কয়েক বছর ধরে বিশেষজ্ঞদের কাছ থেকে 80C এর সীমা বাড়ানোর দাবী উঠছে। Income Tax বা আয়কর নিয়ে কোন বড় ঘোষণা হতে চলেছে বলে মনে করছেন অনেকে।
Written by Ananya Chakraborty.

LIC আনল দুর্দান্ত প্ল্যান। মাত্র 5 বছরেই পাবেন ডবল টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *