Madhyamik Exam – মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পাওয়া আরও সহজ। সাধারণ পড়ুয়ারাও লেটার পাবে।
Madhyamik Exam বা মাধ্যমিক পরীক্ষা ২০২৪ এ সকল বিষয়ে ভালো নম্বর পাওয়ার কয়েকটি সহজ উপায় সম্পর্কে জেনে নিন। আর কয়েকদিন বাকি তারপরই পড়ুয়াদের জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষা শুরু হতে চলেছে। এবার লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) কারনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam) এগিয়ে আনা হয়েছে। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে তো টেনশণ চলছেই সব পরীক্ষার্থীর মনে।
Madhyamik Exam 2024 Latest Tips.
এখন পরীক্ষা শুরুর একেবারের আগের মুহূর্তের পর্যায় চলছে। ফলে সকল মাধ্যমিক পরীক্ষার্থীর প্রস্তুতিপর্ব মোটামুটি চূড়ান্ত বলেই আশা করা যায়। এখন শুধু পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা (Madhyamik Exam) দেওয়ার পালা। কিন্তু এই শেষ মুহুর্তে দাঁড়িয়ে আমরা পরীক্ষার্থীদের জন্য একটি টিপস নিয়ে এলাম যা পরীক্ষায় ভালো নম্বর আনতে সাহায্য করবে। এই টিপস না জানলে পরীক্ষায় ঠিক ভাবে সব প্রশ্নের উত্তর ঠিক করে লিখে আসলেও নম্বর কঙ্ক্ষিত হয় না।
তাই অবহেলা না করে প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা এই টিপসটি ভাল করে দেখে নিন।এবারের মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে 1টা পর্যন্ত পরীক্ষা চলবে। 9:30 এর মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। 10টা বাজার 15 মিনিট আগে অর্থাৎ 9:45 মিনিটে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হবে।
Madhyamik Exam টিপস
প্রথমেই পরীক্ষার্থীদের মনে রাখতে হবে উত্তর পত্র পাওয়ার সাথে সথেই জানা প্রশ্নের উত্তর গুলো লিখলে চলবে না আগে ঠিক মত নিজের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। এখানে একটুও যেন ভুল না হয়। তারপর সে গুলো লেখা হয়ে গেলে উত্তর পত্রে ভালো মত স্কেল দিয়ে মার্জিন টেনে নিতে হবে। অনেক পরীক্ষার্থী খাতার পাস মুড়ে উত্তর লেখা শুরু করে, এটাও করা যায় (Madhyamik Exam).
কিন্তু পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করার জন্য সমান মাপে সুন্দরভাবে প্রতিটি পৃষ্ঠায় পেনসিল দিয়ে মার্জিন কেটে নেওয়াটাই ভাল। এতে যেমন খাতাকে অনেক পরিচ্ছন্ন দেখায় তেমনই উত্তরের মার্কিং করতে সুবিধা হয়। এবার উত্তর লেখার পালা, এতে প্রশ্ন গুলো (Madhyamik Exam) কমন পরেছে মানেই যে হরহর করে লিখে যাব তা নয়। প্রতিটি প্রশ্নের উত্তর লেখা শুরু করার আগে ভালোমত দেখে নিতে হবে সেটি কত নম্বর এর প্রশ্ন যেমন ধরুন লেখা আছে (Madhyamik Exam Tips).
তাহলে সেই উত্তর লেখার আগে তা মারজিনের ওপরে লিখতে হবে। এমনকি পার্ট প্রশ্নের উত্তর করলেও তার নম্বর সঠিকভাবে বসাতে হবে। দুটো প্রশ্নের উত্তর এর মধ্যে যেন একটু ব্যবধান থাকে তাতে পরীক্ষকের নম্বর দিতে সুবিধা হবে। উত্তরপত্রকে কোনোভাবেই অপরিস্কার করা যাবে না। অতিরিক্ত পাতা বা লুজ শিট নিলে অবশ্যই তাদের মাথায় লুট শিট নম্বর এবং রোল ও রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে। লুজশিটে উত্তর লেখা শুরুর আগে এই কাজ গুলি করে ফেলাটা বেশি জরুরি (Madhyamik Exam).
মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা খারাপ হলেও দ্বিতীয়বার সুযোগ পাবেন। আর কোন চিন্তা নেই।
আর একটি গুরুত্বপূর্ণ কথা হল হাতের লেখা পরিষ্কার করতে হবে। অপরিষ্কার হাতের লেখাতে নম্বর কম আসে।
এই টিপসগুলো যে শুধু মাধ্যমিক পরীক্ষার্থীর জন্যে তা নয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে দরকারি। আর মাত্র কিছুদিনের অপেক্ষার পর ছাত্র জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হতে চলেছে। আর এই পরীক্ষা (Madhyamik Exam) শুরুর আগে সকলে নিজেদের পরীক্ষার প্রস্তুতি শেষ করে ফেলুন।
Written by Ananya Chakraborty.