অর্থনীতি

Income Tax – আয়করে অতিরিক্ত ছাড় দেওয়া হবে! কোটি কোটি মানুষের সুবিধা।

কর কম বেশি সবাইকেই দিতে হয়। এবার নতুন বছরে খুশির খবর পেতে চলেছে আয়করদাতারা (Income Tax Payers). তারা পেতে চলেছেন আয়করে ছাড়। নির্বাচনের আগে সাধারন মানুষদের খুশি করতে মরিয়া সরকার থেকে বিরোধী সব দল। আর এবার যেহেতু লোকসভা ভোটের আছে দ্বিতীয়বারের মোদী সরকারের (Modi Government) শেষ বাজেট অধিবেসন (Union Budget 2024) তাই এই অধিবেসনে বড় কিছু ঘোষনা করতে পারে মোদী সরকার বলে মনে করছেন অনেকে।

Income Tax Deduction Increase By Central Government.

এবচরের বাজেটে ইনকাম ট্যাক্সে (Income Tax) ছাড় দিতে পারে সরকার। শোনা যাচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন (Standard Deduction) এর সীমা বাড়াতে পারে সরকার। স্ট্যান্ডার্ড ডিডাকশন কি? আগে এটি সম্পর্কে জেনে নিন। স্ট্যান্ডার্ড ডিডাকশন হল সবচেয়ে বেশি ব্যবহৃত ট্যাক্স ডিডাকশন। এটি একটি ফ্ল্যাট ডিডাকশন যা বেতনভোগী শ্রেনী কোন খরচ বা সঞ্চয় না দেখিয়ে করযোগ্য আয় থেকে ছাড় পেতে পারে।

এর উদ্দেশ্য হল করদাতাদের মধ্যে সমতা অর্জন করা যারা বেতন এবং ব্যবসা থেকে আয়ের মাধ্যমে আয় পান। গত বছর, সরকার নতুন কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশনও যুক্ত করেছিল। বর্তমানে, পুরানো ট্যাক্স ব্যবস্থা এবং নতুন ট্যাক্স ব্যবস্থা উভয় ক্ষেত্রেই স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়। যারা বেতনভোগী তারা এটি নিয়ে বেশি সচেতন কারণ এটি সরাসরি অর্থ সঞ্চয় করে (Income Tax).

আপনার টাকা বাঁচানোর জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে না। বেতনভোগী কর্মীরা সময়ের সাথে সাথে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়বে বলে আশা করছেন। এই স্ট্যান্ডার্ড ডিডাকশন এর আগে সংষোধিত হয়েছিল 2019 সালে অর্থাৎ 5 বছর হয়ে গিয়েছে সংশোধীত হওয়ার। খবর পাওয়া গিয়েছে যে সরকার বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে 90 হাজার টাকা করতে পারে (Old Income Tax).

এই সালের বাজেট যেহেতু লোকসভা ভোটের আগে পড়েছে তাই এবছরের বাজেট অন্তর্বর্তি বাজেট হবে এবং এছাড়া তিনি আরও বলেন এই বাজেটে তেমন কোনো বড় ঘোষনা করা হবে না। বর্তমানে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা 50 হাজার টাকা। অনেক বিশেষজ্ঞরা মনে করছেন যে এই 50 হাজার টাকাটা বেড়ে 90 হাজার টাকা হতে পারে। যদি এই ঘটনা ঘটে তাহলে Income Tax করদাতাদের বড় সাশ্রয় হবে।

DA Hike (বকেয়া ডিএ)

এই স্ট্যান্ডার্ড ডিডাকশন ভারতে প্রথম চালু হয় 1974 সালে। এর ইতিহাস অনুসারে, বেতনভোগী শ্রেণী এবং পেনশনভোগীদের তাদের খরচ মেটানোর জন্য এই ছাড় দেওয়া হয়। 2004-2005 সালে কর আরো সহজ করার জন্যে এটি সরানো হয়েছিল। তারপরে এটি 2018 সালে কেন্দ্রীয় বাজেটে পুনরায় চালু করা হয়েছিল এবং বেতন বিভাগের কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য 40 হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল (Income Tax).

সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা। ফেব্রুয়ারির আগেই চূড়ান্ত সিদ্ধান্ত।

1লা ফেব্রুয়ারি 2019 এ উপস্থাপিত অন্তর্বর্তী বাজেটে, স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা 50 হাজার টাকা করা হয়েছিল। তবে তা পুরনো কর ব্যবস্থার (Old Tax Regime) মধ্যেই সীমাবদ্ধ ছিল। ২০২৩ সালের বাজেটে নতুন কর ব্যবস্থার সাথে মিলিত হয়েছিল। নতুন ট্যাক্স ব্যবস্থায় (New Tax Regime) 50 হাজর টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন অনুমোদিত ছিল। এখন এটি নতুন এবং পুরনো দুই কর ব্যবস্থায় (Income Tax) উপলব্ধ।
Written by Ananya Chakraborty.

চাকরি না করেও পেনশন দিচ্ছে সরকার! কী করতে হবে জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *