শিক্ষা

Madhyamik Exam Time – এবারের মাধ্যমিক পরীক্ষা ঠিক কখন শুরু হচ্ছে? শেষ মুহূর্তের আপডেট।

এবছরের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam Time) নিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) নোটিস জারি করেছিল। মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার টিক কিছুদিন আগেই মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশ দিয়েছে যে এবারের মাধ্যমিক পরীক্ষা আগের সময় শুরু হবে না তার থেকে 2 ঘন্টা আগে এগিয়ে আনা হয়েছে সময়। রুটিন এক আছে শুধু পরীক্ষার সময় (Madhyamik Exam Time) 2 ঘন্টা এগিয়ে আনা হয়েছে।

Madhyamik Exam Time In 2024.

এমন দৃষ্টান্ত দেখা যায় না। এবছরই প্রথম এমন হল। মধ্যশিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তে সমালোচনা শুরু হয়ে গিয়েছে সব জায়গায়। এই মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Pariksha) সময় এগিয়ে আনাতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এই মামলার রায় দিয়েছে আদালত। কটা থেকে শুরু হবে পরীক্ষা চলুন দেখে নিন (Madhyamik Exam Time). এই প্রতিবেদনটি মাধ্যমিক পরীক্ষার্থী এবং অভিভাবকরা ভালো মত পরে নিন।

প্রতি বছরের মত এবছরেও লক্ষ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। প্রতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় 12 টা থেকে কিন্তু এবছর পরীক্ষার ঠিক আগ মুহুর্তে পরীক্ষার সময় (Madhyamik Exam Time 2024) বদল করল মধ্যশিক্ষা পর্ষদ। এবারের পরীক্ষার সময় করা হয়েছে 9:45 মিনিটে। তবে এই দুই ঘণ্টা সময় এগিয়ে আনাতে রাজ্যের প্রান্তিক এলাকায় পড়ুয়াদের সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌছনো নিয়ে সংশয় দেখা দিয়েছে (Madhyamik Exam Time).

আর বিশেষ করে এখন শীতকাল আর শীতকালে বেশি কুয়াশার ফলে গাড়ি কম চলে। আর তাছাড়া কুয়াশার মধ্যে নদী পারাপার করাও বেশ মুশকিল হয়ে যায়। ফলে আট সকালে সুন্দরবনের মাধ্যমিক পরীক্ষার্থীর কি করে এক দ্বীপ থেকে অপর দ্বীপে অবস্থিত পরীক্ষা কেন্দ্রে পৌছোবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাছাড়া সকালে পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার্থীদের প্রস্তুতি ব্যাহত হবে বলেও কয়েকটি মহল থেকে অভিযোগ তোলা হয়েছে (Madhyamik Exam Time).

এই সমস্ত বিষয় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উত্থাপন করা হয়েছিল। বিচারপতি বসু সব কিছু দেখে শুনে বিচার বিবেচনা করে রায় দিয়েছেন । তিনি জানিয়েছেন, ‘পরীক্ষা শুরুর আর কয়েকদিন বাকি হতে এখন সময় নেই তাই অসুবিধা হলেও তিনি পর্ষদের ঘোষনা করা পরীক্ষা শুরুর সময়ের (Madhyamik Exam Time) উপরে কোন হস্তক্ষেপ করবে না।

কলকাতা হাইকোর্টের রায়ের পর সকাল 9:45 মিনিটে পরীক্ষা শুরু হওয়া নিয়ে আর কোনো বাঁধা থাকল না (Madhyamik Exam Time). তবে বিচারপতি এই নিয়ে অনেক নির্দেশিকা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য সরকারকে। সেই নির্দেশ গুলো সঠিকভাবে বাস্তবায়িত হল কিনা তা জানিয়ে 30 শে জানুয়ারিতে পর্ষদ ও সরকারকে রিপোর্ট জমা দিতে বলেছে আদালত। কি কি নির্দেশ দিয়েছে দেখে নিন।

Kolkata Highcourt Instruction To The Government

1) প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী যাতে সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌছোতে পারে তা রাজ্য সরকারকে (Government Of West Bengal) নিশ্চিত করতে হবে।
2) প্রতিটি থানা এলাকায় মাইকিং করে জানিয়ে দিতে হবে পরীক্ষার সময় এগিয়ে আনার কথা এবং তাদের পৌছোতে অসুবিধা হলে কার সাথে যোগযোগ করবে তার ব্যাপারে জানিয়ে দিতে হবে।
3) পরীক্ষার্থীরা কোন‌ও অসুবিধায় পড়লে প্রশাসনের কর্তব্য তাদের সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া, স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত।
4) পরীক্ষার্থীদের জন্যে একাধিক হেল্পলাইন নম্বর চালু করতে হবে (Madhyamik Exam Time).

School Holiday (স্কুলে ছুটি ঘোষণা)

5) পাশাপাশি স্থানীয়ভাবে কোথায় পড়ুয়া বা তার অভিভাবকরা দরকারে যোগাযোগ করবেন, সেটা স্থানীয়ভাবে বিজ্ঞাপন দিয়ে সকলকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
6) পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছনোর জন্যে সকাল থেকে আই রাস্তায় প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা রাখার দ্বায়িত্ব দেওয়া হয়েছে।
7) কোন পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাওয়ার সময় অথবা পরীক্ষার হলে আসুস্থ হয়ে গেলে কি কি ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়েও আদালতকে রিপোর্ট জমা দিতে হবে।

রাজ্য সরকারের নতুন প্রকল্প। প্রতিমাসে 1000 টাকা কিভাবে পাবেন?

কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবিরা আদালতে জানিয়েছেন। এই নির্দেশের বেশিরভাগ গুলো বলবত করা হয়ে গিয়েছে। আর বাকি নির্দেশ গুলো তারা সঠিক ভাবে পালন করবে। আর সকল পরীক্ষার্থীদের জন্য DailySearch এর সকল সদস্যদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আপনাদের পরীক্ষার ভালো হোক এবং আপনারা যাতে অনেক দূর পর্যন্ত এগতে পারেন।
Written by Ananya Chakraborty.

রাজ্যের স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য বিরাট সুখবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *