Civic Volunteer – সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বেতন বৃদ্ধি নিয়ে কি বললেন?
পশ্চিমবঙ্গে Civic Volunteer দের নিয়ে বড় ঘোষনা করল মুখ্যমন্ত্রী। আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর ছেলে মেয়ে এই পেশার সাথে নিযুক্ত আছে। কিছুদিন আগে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার এর তত্ত্বাবধানে 30 হাজার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে লাটবাগানে একটি সভা করে। সেই সভায় মুখ্যমন্ত্রী সম্বোধিত করেন। তিনি সেদিন সেখানে উপস্থিত ছিলেন না তাই তিনি ফোনের মাধ্যমে নিজের বক্তব্য পেশ করেন।
Big Announcement For WB Civic Volunteer.
সেই বক্তব্যতেই তিনি Civic Volunteer নিয়ে আশ্বাস দেন। সিভিকদের এটি প্রথম রাজ্য সম্মেলন ব্যারাকপুরে (Barrackpore) হয়। প্রায় 30 হাজার Civic Volunteer ঐদিন সভায় জমায়েত হয়। পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের নোডাল অফিসার শান্তুনু সিনহার মোবাইলের মাধ্যমে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee). তিনি ঐদিনের সভায় সিভিকদের নিয়ে অনেক কথা বলেন।
তিনি বলেন, ‘এখন রাজ্য সরকার 2 লক্ষ Civic Volunteer কাজ দিয়েছেন। এই সব সিভিকদের 60 বছরএর পর অবসর গ্রহণ করতে পারবেন। তাদের 5300 টাকা করে বোনাস দেওয়া হয়েছে। চাকরিরত অবস্থায় যদি কন সিভিক মারা যায় তাহলে তার পরিবারের একজনকে এই চাকরি দেওয়া হবে। আপনাদের এলধিক দাবী এর মধ্যেই পূরণ করে দেওয়া হয়েছে।
বাকি দাবিও পূরণ করে দেব। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে খুশি হন সিভিকরা। তারা তখন রীতিমত নিজেদের চাকরি, টাকা, বোনাস নিয়ে আলোচনা করতে থাকেন। Civic Volunteer এখন কলকাতা সহ রাজ্য পুলিশদের অধিনে কাজ করছে। তার নানা সুযোগ সুবিধা পাচ্ছেন যা আগে ছিল না। তাদের বাৎসরিক অ্যাড হক বোনাস 2000 থেকে বাড়িয়ে 5 হাজার 300 করা হয়েছে।
রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে এই নিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এর উপরে মন্ত্রিসভার বৈঠকে Civic Volunteer স্থায়ী হোমগার্ডের চাকরি (Home Guard Job) দেবার প্রস্তাব ও রাখা হয়েছে। তবে এই নিয়ে এখনো কিছু জানা যায়নি তবে মনে করা হচ্চে লোকসভা নির্বাচনের প্রাক্কালে এমন খুশির খবর আসতেই পারে। ঐদিন ব্যারাকপুর এর লাটবাগানের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টপাধ্যায়, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলক রাজোরিয়া সহ অনেকেই।
মন্ত্রী শোভনদেব চট্টপাধ্যায় বলেন,” পুলিশদের ইউনিয়ন করা যায় না কিন্তু অ্যাসোসিয়েশন করা যায়। ওয়েলফেয়ার কমিটি তৈরি করে সিভিক ভলান্টিয়াররা অনেক দাবি আদায় করেছেন। খুবই পরিশ্রম করেন এই সহযোগী পুলিশকর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁদের পাশে আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই ঘোষনা করেছিলেন যে রাজ্যের পুলিশ এবং কলকাতা পুলিশে কর্তব্যরত Civic Volunteer একই হারে পুজোর বোনাস পাবে। এই নিয়ে বিরোধীরা অপপ্রচার চালিয়েছেন বলে দাবী করেন মুখ্যমন্ত্রী।
Written by Ananya Chakraborty.
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে মহিলারা পাবে 12 হাজার টাকা! পুরুষরা পাবে 6 হাজার।