চাকরি

Minimum Salary – পশ্চিমবঙ্গের শিক্ষকদের ন্যূনতম বেতন 25000 করতে হবে। চালু হলে কমপক্ষে 3000 টাকা বেতন বাড়বে।

Minimum Salary বা নুন্যতম বেতন নিয়ে এক গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেল। রাজ্যে বঞ্চনা চলছেই। এবার বঞ্চনার দাবী নিয়ে এগিয়ে এলেন ICT শিক্ষক ও শিক্ষাকর্মীরা। ICT শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি (Salary Hike) সহ আরো একাধিক দাবিতে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে P&AR ডিপার্টমেন্টের মাননীয় ডেপুটি সেক্রেটারি এর কাছে ডেপুটিশন জমা দেওয়া হল। বেতন বৃদ্ধির বিষয় নিয়ে দাবী পেশ করা হয় (Minimum Salary).

Minimum Salary On West Bengal School Teachers.

সেখানে উপস্থিত ছিলেন সেই সমিতির রাজ্য সম্পাদক মাননীয় নীলকান্ত ঘোষ, সমিতির ICT আহ্বায়ক হিরন্য মিশ্র, শিক্ষক হেমন্ত সি, কমল পাত্র, সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক উত্তম কুমার প্রধান। সেদিন ডেপুটি সেক্রেটাড়ি এর কাছে ICT শিক্ষকদের মাসিক 25 হাজার টাকা বেতন প্রদান, Individual Engagement Letter, লিনাক্স থেকে Windows System চালু।

সরকারি কর্মী (Government Employees)

অষ্টম শ্রেণী পর্যন্ত কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক করা এসব সহ আরো কিছু সমস্যা তুলে ধরা হয়। মাননীয় ডেপুটি সেক্রেটাড়ি মহাশয় বেতন বাড়ানোর বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং সহমত ও পোষণ করেন। তিনি এই বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে জানাবেন বলেছেন। খুব তাড়াতাড়ি বেতন বৃদ্ধি নিয়েও সচেষ্ট হবেন বলেও জানিয়েছেন তিনি। তিনি শুধু বেতন বৃদ্ধি (Minimum Salary) নয় অন্যান্য বিষয় গুলো নিয়েও সহমত পোষণ করেন।

পেনশনের নিয়মে বড় পরিবর্তন বাজেট ঘোষণার পরে। লক্ষ লক্ষ মানুষ প্রভাবিত হবে।

অনেকদিন যাবত বঞ্চনার শিকার হচ্ছেন এই ICT কর্মীরা। সঠিক নেতৃত্ব ও সঠিক আন্দোলন হলে দাবী আদায় সম্ভব হয়। তাই আগামী দিনে যদি তাদের দাবী পূরণ না হয় তাহলে আগামী মার্চ মাসে নবান্নে (Nabanna) ডেপুটেশন ও বিক্ষোভ করা হবে বলে সমিতির পক্ষ থেকে জানান হয় (Minimum Salary). আর এই বেতন বৃদ্ধির খবর শুধুমাত্র কম্পিউটারের শিক্ষকদের জন্য প্রযোজ্য।
Written by Ananya Chakraborty.

অবশেষে সরকারী কর্মীদের 18 মাসের বকেয়া ডিএ দিতে রাজি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *