স্কলারশিপ

PM Scholarship – 3000 টাকা পাবেন প্রতিমাসে। আবেদন করুন প্রধানমন্ত্রী স্কলারশিপে।

দেশের দরিদ্র পড়ুয়াদের আর্থিক ভাবে সাহায্য করার জন্যে PM Scholarship বা প্রধানমন্ত্রী স্কলারশিপ নিয়ে আসা হয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফে। প্রধানমন্ত্রী নিজেই এই দরিদ্র মেধাবি পড়ুয়াদের পড়াশোনা যাতে টাকার অভাবে বন্ধ না হয়ে যায় তার জন্যে একাধিক স্কলারশিপ ও স্টুডেন্ট স্কীম ইতিমধ্যেই চালু করেছে কেন্দ্র সরকার।

PM Scholarship 2024.

আর এবার সেই সব স্কলারশিপ গুলোর সাথে আর একটি নতুন PM Scholarship যুক্ত হল। স্কুল থেকে কলেজ পর্যন্ত যে কোনো বিভাগে অধ্যায়ণরত পড়ুয়ারা এই স্কলারশিপের সুবিধা পাবে। এই স্কলারশিপে প্রতি মাসে 3000 টাকা করে পাওয়া যাবে। আপনিও কিভাবে পেতে পারেন এই টাকা তা জানার জন্য প্রতিবেদনটি পুরোটা পড়ুন। এই স্কীম সম্পর্কে সব বিস্তারিত আলোচনা করা হয়েছে।

What Is PM Scholarship

PM Scholarship এর মাধ্যমে দেশের দরিদ্র ও মেধাবি পড়ুয়াদের আর্থিক ভাবে সাহায্য দেওয়া হয়। দরিদ্র ও মেধাবি পড়ুয়াদের সাহায্য করার লক্ষ্যে এই স্কলারশিপ স্কুল এর মধ্যে অন্যতম। এই স্কলারশিপ প্রতিবছর দেয় কেন্দ্র সরকারের সেন্ট্রাল আর্মি ডিপার্টমেন্ট। এই প্রকল্পের উদ্দেশ্য হল যে সব প্রাক্তন সেনা কর্মী, প্রাক্তন কোষ্ট গার্ড, পুলিশ কর্মী এবং রেল কর্মীরা মূলত জঙ্গি হামলায় ও নকশাল হামলায় শহিদ হয়েছেন তাদের সন্তান ও বিধবা স্ত্রীদের মাসিক ভাতা দেওয়া।

সেই শহিদ ব্যক্তির নিজের ছেলে বা মেয়ে যদি বর্তমানে কোনো উচ্চ শিক্ষা কোর্স করে থাকেন তবে সে প্রধানমন্ত্রী বৃত্তি (PM Scholarship) পেয়ে যাবে। ভর্তির টাকা থেকে শুরু করে টিউশন খরচ, বই পত্রের খরচ, পড়াশোনার অন্যান্য যাবতীয় খরচ দেওয়া হবে। আর এই স্কলারশিপের (Scholarship) মাধ্যমে এখনো পর্যন্ত অনেক পড়ুয়ার সুবিধা হয়েছে।

How Much Money Will Get In PM Scholarship

PM Scholarship পুরুষ এবং মহিলাদের আলাদাভাবে নির্বাচন করা হয় স্কলারশিপে। পুরুষদের মধ্যে বাছা হয় প্রতি বছর 2750 জন করে এবং মহিলাদের মধ্যে বাছা হয় 2750 জনকে। মোট 5500 জন প্রাথীদের প্রতি বছর এই বৃত্তি দেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে। পুরুষ প্রার্থীদের দেওয়া হয় প্রতি মাসে 2500 টাকা করে এবং মহিলাদের দেওয়া হয় 3000 টাকা করে অর্থাৎ পুরুষরা প্রতি বছর পায় 30000 টাকা এবং মহিলারা পায় 36000 টাকা বৃত্তি।

Who Will Apply For PM Scholarship

আসাম রাইফেলস, আরপিএফ এবং আরপিএসএফ এর সেই সমস্ত পুলিশ কর্মীরা সন্ত্রাসবাদী বা নকশাল হামলায় বা তাদের চাকরির সময় মারা গেছেন অথবা প্রতিবন্ধী হয়েছেন, তাদের ছেলে মেয়ে অথবা বিধবাদের এই ভাতা দেওয়া হবে। আবেদনকারীকে অবশ্যই AICTE অথবা UGC দ্বারা স্বীকৃত যে কোনো কলেজ বা প্রতিষ্ঠানে কোর্স করে থাকতে হবে। এই বৃত্তিতে (New Scholarship 2024) আবেদন করার জন্যে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ লাগবে।

উচ্চ মাধ্যমিক পাশ থেকে এই বৃত্তি দেওয়া হয়। সে ক্ষেত্রে 10+2 প্যাটার্নে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর পেতে হবে। কেবল মাত্র যারা রেগুলার কোর্স করবে তারাই এর সুবিধা পাবে। উচ্চ শিক্ষার জন্য যারা ডিসটেন্স বা অনলাইন কোর্স করছে তারা পাবে না এই সুবিধা। এই স্কলারশিপে (Scholarship 2024) যারা আবেদন করবেন তারা আগে অন্য কোনো সরকারি স্কলারশিপে (Government Schoarship 2024) আবেদন করতে পারবে না।

How To Apply PM Scholarship

১) আবেদন করার জন্যে প্রথমে PM Scholarship এর ওয়েবসাইটে www.ksb.gov.in যেতে হবে ।
২) New Registration বটানে ক্লিক করে registration পূরণ করতে হবে।
৩) সেই ফর্মে নিজের নাম, ফোন নম্বর ও ইমেল আইডি এবং Password দিতে হবে। যাদের আগে থেকে Registration করা আছে তাদের আর করতে হবে না।
৪) নিজের ইউজার আইডি ও Password দিয়ে লগ ইন করতে হবে।

E Shram Card (ই শ্রম কার্ড)

৫) এরপরে Apply বটান ক্লিক করতে হবে আবেদন করার জন্যে।
৬) স্ক্রিনে আবেদনপত্র লোড হবে। ব্যক্তিগত, শিক্ষাগত, এবং বাসস্থান গত সব তথ্য গুলি সঠিকভাবে দেখে শুনে আবেদনপত্রে লিখতে হবে।
৭) Next এ ক্লিক করে পরের পেজে এসে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
৮) সব প্রক্রিয়া শেষ হবার পর Submit বাটান ক্লিক করলে আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।

চাকরি না করেও 5000 টাকা পাবেন প্রতিমাসে। মোদী সরকারের বড় ঘোষণা।

PM Scholarship Apply Documents

আবেদন করার জন্যে পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার, আইডেনটিটি প্রুফ, বয়সের প্রমান হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড অথবা জন্ম প্রমানপত্র, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট ও মার্কসীট, বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের বোনাফাইড সার্টিফিকেট, ব্যাংকের পাশ বই এর জেরক্স, আবেদনকারীর বাবা কোন কাজের সাথে যুক্ত ছিলেন তার প্রমানপত্র (PM Scholarship).
Written by Ananya Chakraborty.

শুরু হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। এবার কারা টাকা পেলেন? জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *