Business Idea – 10 গুন মুনাফা পাবেন। মার্কেটে প্রচুর ডিমান্ড। আজই বাড়িতে বসে শুরু করুন এই ব্যবসা।
এখনকার দিনে এমন কিছু জিনিস আমাদের ব্যবহারের কাজে লাগে যেই গুলির ডিমান্ড আকাশছোঁয়া আর এই ব্যবসা (Business Idea) গুলির মধ্যে যে কোন একটি ব্যবসা যদি আপনারা শুরু করে, একবার দার করিয়ে নিতে পারেন তাহলে আর আপনাদের কোন ধরণের আর্থিক সমস্যা থাকবে না। তাহলে এই ব্যবসা (Business) সম্পর্কে জেনে নেওয়া যাক। সোনা ও রুপোর দাম দিন দিন (Gold Price & Silver Price) বাড়ছে। তার ফলে সোনার গহনা কিনে পরা সবার পক্ষে সম্ভব না।
Artificial Jewellery High Demand Business Idea 2024.
সোনা ও রুপোর গহনার দাম বৃদ্ধির ফলে বর্তমানে আর্টিফিসিয়াল গহনার (Imitation Jewellery Business Idea) চাহিদা বেড়েছে অনেক। বর্তমানে মেয়েরা সব সময় সোনার গহনা (Gold Jewellery) পড়তে চায় না তাই এখন মেয়েরা এই সব আর্টিফিসিয়াল গহনাই বেশি কেনে। এই সব গহনার চাহিদাও বাজারে এখন অনেক বেশি। আর অনেকে এই গহনার ব্যবসাও করছে।
আপনিও যদি ব্যবসা (Business Idea) শুরু করতে চান তাহলে এই আর্টিফিসিয়াল গহনার ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসায় লাভ করতে পারবেন অনেকটা। কারন এখন এই সব গহনার ডিমান্ড বাজারে অনেক বেশি। আর আপনি কম পুঁজিতেই এই ব্যবসা শুরু করতে পারবেন। আজ আপনাদের সাথে এই গহনার ব্যবসা নিয়েই কথা বলব। কিভাবে এই ব্যবসা শুরু করবেন? কত লাভ হবে? এই সব নিয়ে।
How Much You Will Earn In This Business Idea?
শুধুমাত্র ভারতেই যে এই কৃত্তিম গহনার চাহিদা আছে তা নয়। বিশ্বের অনেক দেশেই এই গহনার চাহিদা বেড়েছে। একটি গবেষণা অনুযায়ী, আর্টিফিসিয়াল গহনা বা কৃত্রিম গহনার চাহিদা 85% বৃদ্ধি পেয়েছে। ভারতে কৃত্রিম গহনার ব্যবসা বিশ্বের সবচেয়ে বড় ব্যবসা (Business Idea). ভারতের অর্থনীতিতে (Indian Economy) 5.9% GDP অবদান রয়েছে এর। আপনি যদি নিত্য নতুন ডিজাইনের কৃত্রিম গহনা বিক্রি করেন তাহলে লাভ করতে পারবেন অনেকটা।
আর যদি হোলসেলার বা পাইকারের কাছ থেকে কিনে বিক্রি করেন তাহলেও 20 থেকে 50% পর্যন্ত লাভ রাখতে পারবেন। এর থেকেই অনুমান করতে পারবেন মাসে কত আয় হতে পারে আপনার। আর একবারে বেশি পরিমাণে গয়না কিনতে চাইলে আপনারা খুবই কম খরচে এই জিনিস কিনে বেশি দামে বিক্রি করে (Business Idea) ভালো টাকা মুনাফা অর্জন করতে পারবেন।
How You Will Start This Business Idea 2024?
প্রথমে এই ব্যবসা শুরু করতে গেলে 50 হাজার টাকা বিনিয়োগ করেও শুরু করতে পারবেন এই ব্যবসা। আপনি চাইলে কোনো হোলসেলার বা পাইকারের কাছ থেকে গহনা কিনেও ব্যবসা (Imitation Jewellery Making Business Idea) শুরু করতে পারেন। আবার চাইলে নিজে প্রশিক্ষণ নিয়ে বাড়িতে বসে নিজের হাতে গহনা বানিয়েও বিক্রি করতে পারবেন। আপনি দোকান লাগিয়ে এমনি বিক্রি করতে পারবেন আবার পাইকারি দামেও বিক্রি করতে পারবেন।
নববর্ষের আগে 10 গুন মুনাফা নিশ্চিত। কম খরচে বাড়িতে বসে ব্যবসার সুযোগ।
এছারা অনলাইন মার্কেটিং এখন খুব চলছে তাই এই অনলাইনেও বিক্রি করতে পারবেন আপনার কৃত্রিম গহনা। আপনার গহনা যদি আকর্ষণীয় ও নতুন ডিজাইনের হয় তাহলে অনলাইনে বিক্রি হবে ব্যাপক ভাবে। আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিয়েও বিক্রি করতে পারেন। বর্তমানে বহু মহিলারা এই কৃত্রিম গহনার ব্যবসা করে প্রচুর টাকা কামাই করছে। তাই আপনিও যদি চান ব্যবসা করতে তাহলে এই ব্যবসা (Business Idea) শুরু করতে পারবেন।
Written by Ananya Chakraborty.
বসন্তকালের সেরা ব্যবসার আইডিয়া। এই ব্যবসা করে সারা বছর প্রতিমাসে 50000 টাকা আয় করুন।