অর্থনীতি

RBI Penalty – জনপ্রিয় এই 5 ব্যাংককে জরিমানা দেওয়ার নির্দেশ দিলো RBI. আপনার এই ব্যাংকে একাউন্ট আছে?

আবার দেশের বেশ কিছু ব্যাংককে জরিমানার (RBI Penalty) মুখে পড়তে হল। ভারতের ব্যাংক গুলোর এখন খুব খারাপ পরিস্থিতি। কখন কোন ব্যাংককে জরিমানার মুখে পড়তে হচ্ছে বোঝা মুশকিল। সম্প্রতি Paytm Payments Bank এর লাইসেন্স বাতিল করেছে রিজার্ভ ব্যাংক আর তারপরই দেশের 5 টি ব্যাংককে মোটা অঙ্কের টাকা জরিমানা করল রিজার্ভ ব্যাংক (RBI). তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে ছড়িয়ে আছে এই ব্যাংক গুলো।

সংক্ষেপে

RBI Penalty On This 5 Banks.

এই সব জায়গার ব্যাংক গুলোকে জরিমানা ফলে গ্রাহকদের চোখে মুখে দুশ্চিন্তার ভাঁজ দেখা গিয়েছে। কয়েক বছর আগে IDBI Bank এবং YES Bank উঠে যেতে বসেছিল। কিন্তু সরকার তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সেই সময় উঠে যাওয়ার মুখ থেকে বাঁচিয়ে নেয়। এর ফলে লক্ষ লক্ষ মানুষের জমানো টাকা বেঁচে যায়। কিন্তু এভাবে আর কতদিন সরকার এই সব ব্যাংক গুলোকে ডুবে যাওয়ার মুখ থেকে তুলে আনবে? তাই ফেঁসে যাওয়া ব্যাংক গুলো এখন বন্ধ (RBI Penalty) হয়ে যাচ্ছে।

Why This 5 Banks Provide RBI Penalty?

নাবার্ড (NABARD) কে সঠিক সময়ে হিসেব না দেওয়া, রিজার্ভ ব্যাংকের নির্ধারিত করে দেওয়া ঋণ এর সীমার থেকে বেশি ঋণ দেওয়া, ইচ্ছাকৃতভাবে ঝুঁকিপূর্ণ ঋণ দেওয়া, সম্পূর্ণ অযোগ্য ব্যক্তিকে পরিচালন পর্ষদের ঠাই দেওয়া এই সবের মত বিভিন্ন অভিযোগের কারনে জরিমানা (RBI Penalty) করেছে রিজার্ভ ব্যাংক। এর আগেও এমন অনেক ব্যাংক আছে যাদের এই RBI Penalty দিতে হয়েছে।

Which Banks Are Provide RBI Penalty?

লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড
এই ব্যাংকটিকে সবথেকে বেশি জরিমানা করা হয়েছে। 58 লক্ষ টাকা জরিমানা করেছে এই ব্যাংক। এদের বিরুদ্ধে অভিযোগ, রিজার্ভ ব্যাংক এর দেওয়া বর্ধিত সময়ের মধ্যে ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরেট গঠন করে উঠতে পারেনি। পাশপাশি ঋণ দেওয়ার ক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা না মানার গুরুতর অভিযোগ উঠেছে।

সোলাপুর জনতা সরকারি ব্যাংক লিমিটেড
এই ব্যাংকটি মহারাষ্ট্রের ব্যাংক। এই ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ। এই ব্যাংক এক অযোগ্য ব্যক্তিকে বোর্ড অফ ডিরেক্টরেট এ নিযুক্ত করেছে। এছাড়া ব্যাংকটি ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত ঝুঁকি নিয়ে ঋণ (Loan) প্রদান করেছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক।

মথুরা ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড

এই ব্যাংকটি উত্তরপ্রদেশের। এই ব্যাংককে RBI 1 লক্ষ টাকা জরিমানা করেছে। এই ব্যাংক এর বিরুদ্ধে সম্পত্তি সংক্রান্ত রিজার্ভ ব্যাংক এর নির্দেশ না মানার অভিযোগ উঠেছে। আর এই ব্যাংকেও জরিমানা দিতে হবে। আর এই কারণের জন্য বাকি সকল ব্যাংক গুলিকেও পেনাল্টি বা জরিমানা (RBI Penalty) দেওয়ার নির্দেশ দেওয়া হল।

Business Idea (ব্যবসার আইডিয়া)

চিকমাগলু ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ সেন্ট্রাল ব্যাংক লিমিটেড

এই ব্যাংকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই ব্যাংক কর্নাটকে অবস্থিত। এই ব্যাংককে 50 হাজার টাকা জরিমানা করেছে RBI. দিনদিগুল আর্বান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড – এজ ব্যাংক তামিলনাড়ু তে অবস্থিত। এই ব্যাংক কে 50 হাজার টাকা জরিমানা করেছে (RBI Penalty). এই ব্যাংক ঋণ (Bank Loan) দেওয়ার নিয়ম লংঘন করেছে।

4 লাখ রিটার্ন পাবেন 500 টাকা বিনিয়োগ করে। মধ্যবিত্তের জন্য নতুন সঞ্চয় প্রকল্প।

উপরুক্ত ব্যাংক গুলো সব কয়টি সমবায় ব্যাংক। কিন্তু এরা প্রত্যেকেই যথেষ্ট প্রভাবশালী এবং ব্যবসার দিক থেকেও অনেক বড়। এছাড়াও এই সকল ব্যাংককে অনেক মানুষের একাউন্ট আছে। কিন্তু এই ব্যাংক গুলোকে জরিমানা (RBI Penalty) করলেও গ্রাহকদের এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, গ্রাহকরা আগের মতই তাঁদের অর্থ জমা রাখা এবং তোলার কাজ করতে পারবেন ব্যাংক গুলো থেকে।
Written by Ananya Chakraborty.

টাকার দরকার হলে কোথায় পাবেন? জেনে নিন কোন ব্যাংকে পার্সোনাল লোনের সুদের হার কতো। কোথায় বেশি লাভ?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *