প্রকল্প

PMAY Scheme – 1 লক্ষ 30 হাজার টাকা ব্যাংক একাউন্টে ঢুকছে। আপনি পেয়েছেন? না পেলে কি করবেন?

লোকসভা ভোটের বাকি আর কয়েক দিন। আর এই লোকসভা ভোটের আগেই সাধারন মানুষদের একাউন্টে PMAY Scheme এর মাধ্যমে ঢুকছে টাকা এমনটাই খবর পাওয়া গিয়েছে। তবে কাদের এই টাকা ঢুকছে? আর কেনইবা দেওয়া হচ্ছে টাকা? এই নিয়েই আজ আপনাদের বলব। লোকসভা ভোটের প্রচারের জন্য মার্চ মাসের শুরুর দিকে পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Pradhan Mantri Awas Yojana).

Get Instant 1 Lakh 30 Thousand Rupees On PMAY Scheme.

নদিয়া (Nadia) জেলার কৃষ্ণনগরে জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi). সেখানেই তিনি আবাস যোজনার প্রসঙ্গ তোলেন। সেখানে তিনি বলেন যারা PMAY Scheme তে আবেদন করেছেন কিন্তু এখনো টাকা পাননি তাদেরকে টাকা দেওয়া হচ্ছে। আর যারা এখনো প্রথম কিস্তির টাকা পাননি তারা ও খুব তাড়াতাড়ি কিস্তির টাকা পেয়ে যাবেন। এই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী।

প্রসঙ্গত, এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীন (PMAY Scheme Gramin) এলাকার মানুষদের বাড়ি তৈরির জন্যে 1 লক্ষ 30 হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে। এই টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে। প্রথম কিস্তিতে 50 হাজার, দ্বিতীয় কিস্তিতে 60 হাজার আর তৃতীয় বা শেষ কিস্তিতে 10 হাজার টাকা দেওয়া হয়। যার 60 শতাংশ দেয় কেন্দ্র সরকার আর বাকি 40 শতাংশ দেয় রাজ্য সরকার।

প্রধানমন্ত্রী এই টাকা দেওয়া প্রসঙ্গ নিয়ে জনসভায় বলেন কেন্দ্র সরকার টাকা দিয়েছে কিন্তু রাজ্য সেই টাকা দিতে দেরি করছে। 40 কোটি পরিবার আবাস যোজনার (PMAY Scheme) টাকা পাবে বলে আশ্বাস দিয়েছে মোদীজী। বেশ কিছুদিন আগে আবাস যোজনার বরাদ্দ নিয়ে দুর্নীতি সামনে আসার ফলে আইনি জটিলতার কারনে অবাসন প্রকল্পের টাকা দেওয়া কেন্দ্র বন্ধ করে দেয়।

তবে রাজ্য কেন্দ্র মতানৈক্য সংঘর্ষ ও দীর্ঘ টানাপোড়েনের পর আবার আবাস যোজনার (PMAY Scheme 2024) টাকা দেওয়া শুরু করেছে কেন্দ্র সরকার। আর এখনো পর্যন্ত অনেক মানুষই এই টাকা পেয়ে গেছেন। আর মনে করা হচ্ছে আগামী ভোটের আগেই সকলের এই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ঢুকে যাবে। এবারে দেখার অপেক্ষা যে যাদের এখনো ঢোকেনি তাদের কবে ঢুকতে চলেছে।

New Govt Scheme (নতুন সরকারি প্রকল্প)

Who Will Get PMAY Scheme Money And Apply Documents

যে সব পরিবারের বার্ষিক আয় 3 লক্ষ টাকার মধ্যে, যাদের পাকা বাড়ি নেই, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট আছে, আবেদনকারীর পরিবারের কেউই সরকারি চাকরি করেন না সেই সব ব্যক্তিরা এই যোজনায় আবেদন জানাতে পারবেন। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্যে আবেদনকারীর স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, রেশন কার্ড, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আবেদনকারীর জব কার্ড, ব্যাংক একাউন্টের বিস্তারিত তথ্য।

আপনার কাছে 5 ও 10 টাকার কয়েন আছে? পুরনো কয়েন আর চলবে না? RBI কি জানালো?

PMAY Scheme Online Status Check

আবাস যোজনার স্থিতি জানার জন্য প্রথমে pmayg.nic.in পোর্টালে গিয়ে awassoft এর অন্তর্গত report অপশনে যান। এরপর Beneficiary Details For Verification এ ক্লিক করুন। এবারে State, District, Block, Panchayat বা Municipality নির্বাচন করে সাবমিট প্রেস করলেই আপনার আবেদনের স্ট্যাটাস অর্থাৎ আপনার নামে ঘর বরাদ্দ হয়েছে কিনা বা ইতিমধ্যেই PMAY Scheme টাকা সরকার ছেড়েছে কিনা তাও জানতে পারবেন।
Written by Ananya Chakraborty.

আবেদন করলেই পাবেন 3 কিস্তিতে লাখ টাকার বেশি। এই প্রকল্পে গরীব, মধ্যবিত্তের স্বপ্ন পূরণ। এইভাবে আবেদন করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *