শিক্ষা

Primary School – পশ্চিমবঙ্গের সব প্রাথমিক স্কুলে মর্নিং ক্লাস হবে। কতক্ষণ চলবে? কি কি নিয়ম মানতে হবে?

পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুল গুলোর (Primary School) জন্যে বড় খবর। এবার থেকে মর্নিং ক্লাস শুরু হতে চলেছে প্রাইমারি স্কুলগুলোতে। দিন দিন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। বৈশাখ মাস পড়তে না পড়তেই গরম বাড়তে শুরু করে দিয়েছে। আবহাওয়া দতর জানিয়েছে কয়েকদিনে তাপমাত্রা বাড়বে অনেকটাই। তাই এই তাপমাত্রা বাড়ার কারনে প্রাথমিক স্কুল গুলোতে মর্নিং ক্লাস করাতে হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE).

Morning Class Start In WB Primary Schools From Monday.

তবে এই মর্নিং স্কুলে সময় সীমা নিয়ে রাজ্যের দুটি জেলা আলাদা আলাদা সময় সীমা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আগামী 1লা এপ্রিল থেকে 3 মাস প্রাইমারি স্কুল গুলোতে (Primary School) মর্নিং ক্লাস চলবে। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিন্তু বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আলাদা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি (Primary School Morning Class Notification) নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারন সম্পাদক কিংকর অধিকারি অভিযোগ করেছেন, “কতক্ষণ প্রাইমারি স্কুল গুলোতে (Primary School). ক্লাস চলবে সেই নিয়ে পৃথক সময় সীমা প্রকাশ করেছে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফ থেকে জানান হয়েছে মর্নিং স্কুল শুরু হবে সকাল 6টা 30 মিনিট থেকে আর ছুটি হবে 10 টা 30 মিনিট পর্যন্ত।

পশ্চিম মেদিনীপুর এর প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে জানান হয়েছে মর্নিং স্কুল (Primary School) শুরু হবে 6 টা 30 মিনিট থেকে আর ছুটি হবে 11 টা 30 মিনিটে। কিংকর অধিকারি আরো বলেন যে, ‘প্রাথমিক স্কুল গুলোতে 1লা এপ্রিল থেকে মর্নিং ক্লাস শুরু করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বাঁকুড়া জেলায় বলা হয়েছে সকাল 6 টা 30 মিনিট থেকে সকাল 10 টা 30 মিনিট পর্যন্ত স্কুল চলবে।

আর পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকে বলা হয়েছে সকাল 6 টা 30 মিনিট থেকে সকাল 12 টা 30 মিনিট পর্যন্ত স্কুল চলবে। এমন খামখেয়ালিপনার কারণ কি, সেটা আমরা বুঝতে পারছি না। কেন এই অসঙ্গতি? আমরা এই অসঙ্গতির প্রতিবাদ জানাচ্ছি এবং সংশোধনের দাবি জানাচ্ছি। আর এবারে দেখার অপেক্ষা যে এই দুই জেলার Primary School বা প্রাথমিক বিদ্যালয় গুলিতে এই নিয়ে ভবিষ্যতে কি সিদ্ধান্ত জানানো হয়।

New Govt Scheme (নতুন সরকারি প্রকল্প)

Bankura District Morning Class In Primary School Notification

সোমবার থেকে শুক্রবার সকাল 6 টা 30 মিনিট থেকে স্কুল শুরু হবে চলবে 10 টা 30 মিনিট পর্যন্ত। 9 টা 15 মিনিট থেকে 9 তা 40 মিনিট পর্যন্ত টিফিন এর সময় দেওয়া হবে। শনিবার সকাল 6 টা 30 মিনিট থেকে ক্লাস শুরু হবে চলবে 9টা 45 মিনিট পর্যন্ত। সেই দিন টিফিন হবে না। 1লা এপ্রিল থেকে 30 শে জুন পর্যন্ত এই বিজ্ঞপ্তি (Primary School) মেনেই ক্লাস করতে হবে।

আপনার কাছে 5 ও 10 টাকার কয়েন আছে? পুরনো কয়েন আর চলবে না? RBI কি জানালো?

WBBPE Notification For Morning School

সোমবার থেকে শুক্রবার সকাল 6 টা 30 মিনিট থেকে স্কুল শুরু হবে চলবে 11 টা 30 মিনিট পর্যন্ত। শনিবার সকাল 6 টা 30 মিনিট থেকে ক্লাস শুরু হবে চলবে 9 টা 30 মিনিট পর্যন্ত। 1লা এপ্রিল থেকে 29 শে জুন পর্যন্ত এই বিজ্ঞপ্তি মেনেই ক্লাস করতে হবে। আর এই মর্নিং ক্লাস (Primary School) সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.

উচ্চ কোম্পানীতে প্রাইভেট চাকরির সুযোগ। সরকারি চাকরির মতো সুবিধা। ইনফোসিসে কর্মী নিয়োগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *