Interest Rate – একধাক্কায় সুদ বাড়ল একাধিক সঞ্চয় স্কিমে। 8.20% সুদ শুনে খুশি সকলে। FD, MIS, RD, SSY সব কিছুতেই।
2024-25 সালের নতুন অর্থবর্ষ 1লা এপ্রিল অর্থাৎ আজ থেকে শুরু হল। আর এর শুরুতেই Interest Rate বা পোস্ট অফিসের একাধিক স্কিমে সুদের হার বৃদ্ধি হয়ে গেল আজ থেকে। নতুন অর্থবর্ষ শুরু হলে অনেক নতুন নতুন নিয়ম চালু হয়। এছাড়া পোস্ট অফিসের (India Post Office Scheme) যে সব স্কীম রয়েছে সেই সব স্কীমের সুদের হারও পরিবর্তন করা হয়।
Post Office Schemes Interest Rate Hike.
পোস্ট অফিসের বিভিন্ন রকম স্কীম আছে যেমন সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সিনিয়ার সিটিজেন স্কীম (SCSS Interest Rate) আরো অনেক ধরণের স্কীম আছে যেখানে মানুষ বিনিয়োগ করে। আমরা আজ আপনাদের কে বলব 2024-25 অর্থবর্ষের প্রথম 3 মাসে কত হারে সুদ মিলবে। গতকাল 2023-24 সালের অর্থবর্ষ শেষ হয়েছে আর আজ থেকে 2024-25 সালের নতুন অর্থবর্ষ শুরু হয়েছে।
প্রতি বছরের মত এই বছর অর্থবর্ষের 1লা দিন বিভিন্ন রকম ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের নতুন Interest Rate কার্যকর করা হয়। কেন্দ্রিয অর্থমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে যে নতুন অর্থবর্ষের প্রথম 3 মাসের জন্য এই হার কার্যকর হবে। 2024 সালের এপ্রিল থেকে 2024 সালের জুন মাস পর্যন্ত এই সুদের হার কার্যকর থাকবে। বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় স্কীমের সুদের হার সম্পর্কে জেনে নিন।
Post Office Scheme Interest Rate Hike
সেভিংস ডিপোজিটে 4 শতাংশ হারে সুদ (FD Interest Rate Hike) মিলবে। 1 বছরের টার্ম ডিপোজিটে সুদের হার থাকবে 6.9%। 2 বছরের টার্ম ডিপোজিট এর খেত্রে সুদের হার থাকবে 7%. 3 বছরের টার্ম ডিপোজিট এর খেত্রে সুদের হার 7.1%। 5 বছরের টার্ম ডিপোজিটে (Post Office Term Deposit) সুদের হার পাওয়া যাবে 7.5%. 5 বছরের রেকারিং ডিপোজিটে সুদের হার 6.7 %.
সিনিয়ার সিটিজেন সেভিংস স্কীমে 8.2% হারে সুদ পাবেন গ্রাহকরা। মান্থলি ইনকাম স্কীমে (MIS) বিনিয়োগ করলে 7.4% হারে সুদ (Interest Rate) পাবে গ্রাহকরা। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের (NSC) ক্ষেত্রে সুদের হার 7.7%. কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে এবারেও পাবলিক প্রভিডেন্ট ফান্ড এর সুদের হার বাড়বে না। আগে যেই সুদ পেতেন অর্থাৎ 7.1% হারে সুদ পাবেন গ্রাহকরা PPF স্কীমে।
কিষান বিকাশ পত্রে 7.5 শতাংশ হারে সুদ (Interest Rate) পাওয়া যাবে। কিষান বিকাশ পত্র ম্যাচিওর হবে 115 মাসে। সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমের সুদের হার অপরিবর্তিত আছে। আগে যে পরিমান সুদ পাওয়া যেত অর্থাৎ 8.2% হারে সুদ পাওয়া যাবে সুকন্যা সমৃদ্ধি যোজনায়। উপরের সুদের হার গুলো থেকেই এটাই বোঝা যাচ্ছে যে নতুন অর্থবর্ষ শুরুর 3 মাসে সুদের হার আর আগের অর্থবর্ষের শেষের 3 মাসের অর্থবর্ষের সুদের হার একি আছে কোনো পরিবর্তন করা হয়নি।
মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম কমলো। নতুন দাম শুনে খুশি গরীব মধ্যবিত্ত।
2023-24 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে যে হারে সুদ মিলেছে, সেটাই অপরিবর্তিত রাখা হয়েছে 2024-25 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ক্ষেত্রে। গত অর্থবর্ষে জানুয়ারি মাসে সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার (SSY Interest Rate) বাড়ান হয়েছিল। আর এই সুদের হার বৃদ্ধির ফলে সকলের খুবই সুবিধা হতে চলেছে। তাহলে আপনারা কোন স্কিমে বিনিয়োগ করবেন বলে ভাবছেন?
Written by Ananya Chakraborty.
ব্যাংক থেকে লোন নিলেই করুন এই 5 টি কাজ। নইলে লোন শোধ হলেও টাকা কাটতেই থাকবে।