অর্থনীতি

Cash Withdrawal – ব্যাংক একাউন্ট থেকে একদিনে কত টাকা তুলতে পারবেন? নতুন পুরনো সব গ্রাহকরা জানুন।

বর্তমানে প্রত্যেকটি মানুষেরই ব্যাংক একাউন্ট আছে। আর এর মাধ্যমে সকলেই টাকা লেনদেন বা Cash Withdrawal করে থাকেন। আর এই টাকা তোলা নিয়ে বড় খবর পাওয়া গেল এই মুহূর্তে। এখন সবাই বাড়িতে টাকা গচ্ছিত রাখার থেকে ব্যাংকে টাকা রাখা সবথেকে সুবিধা ও নিরপদ মনে করে। আর এখন ডিজিটাল মাধ্যম হওয়াতে আরো সুবিধা হয়ে গিয়েছে টাকা তোলা ও জমা দেওয়ার ক্ষেত্রে।

ATM Cash Withdrawal Limit Without Charges.

বর্তমানে ATM Card, Debit Card ও Credit Card আসার ফলে মানুষের কাছে খুব সহজ হয়ে গিয়েছে টাকা তোলা। তবে এই সব কার্ডের মাধ্যমে আর বারবার টাকা তোলা (Cash Withdrawal) এখন আর যাবে না। কারন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রত্যেকটি ব্যাংক এর টাকা তোলার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে। এই বেঁধে দেওয়া সিমা অতিক্রম করলেই দিতে হবে চার্জ (ATM Card Charges).

আপনি কি জানেন আপনার ব্যাংক এর টাকা তোলার সীমা কত বেঁধে দিয়েছে রিজার্ভ ব্যাংক? যদি না জেনে থাকেন তাহলে দেখে নিন। আমরা আজ আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে জানাব দেশের শীর্ষস্থানীয় ব্যাংক গুলি থেকে আপনি ATM কার্ডের মাধ্যমে প্রতিদিন কত টাকা পর্যন্ত বিনা চার্জে (Cash Withdrawal On ATM Without Charges) তুলতে পারবেন।

আমরা নিম্নে কয়েকটি ব্যাংক এর টাকা তোলার (Cash Withdrawal) সীমা সম্পর্কে আলোচনা করছি এই ব্যাংক গুলো বাদে আর অন্য কোনো ব্যাংকে যদি আপনার একাউন্ট থাকে তাহলে সেই ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে তা দেখে নিতে পারবেন। আর এই Cash Withdrawal Limit বা টাকা তোলার পরিমাণ সব ব্যাংকে বা সব সময় একই থাকে না। আর এই কারণের জন্য আপনারা টাকা তোলার আগে এই সম্পর্কে অবশ্যই জেনে নেবেন।

SBI ATM Cash Withdrawal Limit

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ATM থেকে 40 হাজার থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত তোলা যায়। এক মাসে 5 বার বিনামূল্যে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। এই সীমা পেরিয়ে গেলে আলাদা করে 20 টাকা চার্জ দিতে হবে গ্রাহকদের। Non-SBI ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে 20 টাকা এবং বিদেশি ATM লেনদেনের ক্ষেত্রে 100 টাকা, GST এবং কর দিতে হয়।

ICICI Bank ATM Cash Withdrawal Limit

এই ICICI Bank এর টাকা তোলার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ভর করে ডেবিট কার্ড (Debit Card) এর উপরে। টাকা তোলার ক্ষেত্রে 5 বার বিনামূল্যে টাকা তোলা যাবে। আর 5 বারের বেশি হলে 20 টাক অতিরিক্ত চার্জ দিতে হবে। আর্থিক লেনদেনে 8.50 শতাংশ ফি নেওয়া হয়। বিদেশি ATM লেনদেনে 150 টাকা চার্জ নেওয়া হয়।

Bandhan Bank Loan (বন্ধন ব্যাংক লোন)

Axis Bank ATM Cash Withdrawal Limit

এই ব্যাংকে ও ICICI Bank এর মত ডেবিট কার্ড এর উপরে টাকা তোলার সর্বোচ্চ সীমা নির্ভর করে। এই ব্যাংকেও 5 বার বিনামূল্যে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। আর সেই সীমা পার হলে 21 টাকা চার্জ দিতে হবে গ্রাহকদের। বিদেশি এটিএম লেনদেনে 125 টাকা অতিরিক্ত চার্জ দিতে হয় গ্রাহকদের।

একধাক্কায় সুদ বাড়ল একাধিক সঞ্চয় স্কিমে। 8.20% সুদ শুনে খুশি সকলে। FD, MIS, RD, SSY সব কিছুতেই।

PNB ATM Cash Withdrawal Limit

PNB ব্যাংকের ATM থেকে 50 হাজার টাকা পর্যন্ত তোলা যায়। বিনামূল্যে 5 বার টাকা তোলা যায় ATM থেকে। এই সীমা পার করলে থেকে 20 টাকা চার্জ দিতে হবে গ্রাহকদের। বিদেশি ATM লেনদেনে 150 টাকা চার্জ দিতে হয় গ্রাহকদের। আর এই ব্যতিত সকল ব্যাংকে Cash Withdrawal বা টাকা তোলার নিয়ম আলাদা। আপনারা নিজেদের ব্যাংক অনুসারে আপনারা এই হিসাব জেনে নিতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে।
Written by Ananya Chakraborty.

ভোটের মুখে নগদ 3000 টাকা পাবেন। এই বিশেষ কার্ড থাকলেই হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *