Lakshmir Bhandar – এবার লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদন করবেন? এই কাগজটি অবশ্যই লাগবে।
পশ্চিমবঙ্গের মহিলাদের জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar). সম্প্রতি এই বারের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার পরিমান বাড়ান হয়েছে। আর তাতে খুশি হয়েছেন বহু মহিলা। বাজেটে সাধারন শ্রেনীর মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে ভাতার পরিমান করা হয়েছে 1000 টাকা আর তপশিলি জাতি ও উপজাতিদের বাড়ান হয়েছে 1200 টাকা।
New Application Documents For Lakshmir Bhandar.
এপ্রিল মাস থেকেই প্রত্যেক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের (Lakshmir Bhandar) আওতায় থাকা মহিলাদের এই বর্ধিত টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। অনেকেই পেয়ে গেছেন আবার অনেকে পাবেন। কিন্তু এখনো রাজ্যের অনেক মহিলা রয়েছে যারা এখন পর্যন্ত এই প্রকল্পে আবেদন করেননি। তাদের নিজেদের আর্থিক চাহিদা মেটাতে বা এই টাকার মাধ্যমে ছোটখাটো কোনো ব্যবসা শুরু করে নিজেদের স্বাবলম্বী করে তোলার জন্য এই প্রকল্পে নাম নথিভুক্ত করা প্রয়োজন।
এই Lakshmir Bhandar প্রকল্পে আবার নতুন করে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ আপনাদের সাথে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করবেন কি করে? কি কি নথি লাগবে? এই সব সম্পর্কে খুটিনাটি তথ্য দেব। যাতে আপনাদের আবেদন করতে কোনো রকমের অসুবিধা না হয়। আর সঠিকভাবে জানা না থাকলে আপনাদের হাত থেকে এই সুবর্ণ সুযোগ ফের একবার হাতছাড়া হয়ে যেতে পারে।
Who Are Eligible For Apply Lakshmir Bhandar?
Lakshmir Bhandar প্রকল্পে আবেদন করার জন্যে আবেদনকারি মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই প্রকল্পে শুধু মাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। আবেদনকারীর পরিবারকে স্বাস্থ্যসাথী স্কীমে নাম নথিভুক্ত থাকা উচিৎ, না থাকলেও অসুবিধা নেই। আর যে সব মহিলা কোনো সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থায় স্থায়ী ভাবে কাজ করছেন তারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না।
Lakshmir Bhandar Apply Mandatory Documents
1) স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card).
2) আধার কার্ড (Aadhaar Card).
3) তপশিলি জাতি ও উপজাতির জাতিগত শংসাপত্র।
4) ব্যাংক একাউন্টের প্রথম পাতার জেরক্স। এই ব্যাংক একাউন্ট আবেদনকারীর নিজের হতে হবে। আর এই নিয়ম বাধ্যতামূলক।
5) রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
Lakshmir Bhandar Scheme Online Apply Process
1) লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট www.socialsecurity.wb.gov.in ভিজিট করুন।
2) ওয়েবসাইটে হোম পেজে যাওয়ার পর আপনাকে সেখানে রেজিস্টার করতে হবে।
3) রেজিস্টার করার পর মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে।
4) লগ ইন করার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র সামনে খুলে যাবে।
5) এবার সেই আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে।
6) প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর নথি গুলো আপলোড করে দিতে হবে।
7) সব কাজ সারার পর সাবমিটে ক্লিক করুন। এই ভাবে আবেদন করতে হবে।
ব্যাংক একাউন্ট থেকে একদিনে কত টাকা তুলতে পারবেন? নতুন পুরনো সব গ্রাহকরা জানুন।
Lakshmir Bhandar Online Status Check
এই কাজের জন্যও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট socialsecurity.wb.gov.in ভিজিট করুন। সেখনে মুল পৃষ্ঠা আপনার জন্য খুলে যাবে। সেখানে ‘Track To Application’ এ ক্লিক করুন। আপনার সামনে এবার একটু নতুন পেজ খুলে যাবে। আর সেই পেজে আপনারা সকল স্ট্যাটাস দেখে নিতে পারবেন। Lakshmir Bhandar এর নতুন আবেদন ভোটের পর দুয়ারে সরকার ক্যাম্পে আবার হতে পারে বলে মনে করছেন অনেকে।
Written by Ananya Chakraborty.
আধার কার্ড গ্রাহকদের সুখবর। টাকার দরকার হলেই টাকা দিচ্ছে ব্যাংক। 5 মিনিটে ব্যাংক একাউন্টে ঢুকবে।