Govt Employees – পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ছুটি বাতিল। ভোটের মুখে কড়া নির্দেশ জারি হল।
রাজ্য সরকারি কর্মীদের (Govt Employees) জন্যে খারাপ খবর! এমনিতেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে আন্দোলন চলিয়ে যাচ্ছে কর্মীরা। তবে সেই দাবি মানছে না পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal). মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (WB CM Mamata Banerjee) বলে দিয়েছেন কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব নয়।
New Notification Publish For West Bengal Govt Employees.
আর এতে ক্ষোভে ফুঁসছেন কর্মীরা। আর এই আবহেই আবার কর্মীদের (WB State Govt Employees) জন্যে কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য। সেই নির্দেশিকায় কি বলা হয়েছে জেনে নিন। সামনেই লোকসভা নির্বাচন। হাতে আর মাত্র দুই সপ্তাহ। এই ভোটের ডিউটিতে সরকারি কর্মীদের নিযুক্ত করা হয়। আর ভোটার ডিউটিতে যাওয়ার আগে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
বেশ কিছু জায়গায় প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গিয়েছে। তবে জানা গিয়েছে অনেক সরকারি কর্মী (Govt Employees) ভোটার ডিউটি না করতে চেয়ে আবেদন জমা দিয়েছেন। আর এই পরিস্থিতি সামাল দিতে এবার বীরভূম জেলা প্রশাসন (Birbhum District Administration) কড়া নির্দেশিকা জারি করেছে সরকারি কর্মীদের (Govt Employees) জন্যে।
নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনো সরকারি কর্মচারী শারীরিক অসুস্থতার। কারন দেখিয়ে ভোটের ডিউটি করতে না চান তাহলে সেই কর্মী সেই সময় নিজের অফিসের কাজেও যোগ দিতে পারবে না। কোনো কর্মী ভোটের ডিউটিতে না গেলে সেই সময় নিজের অফিসে যাওয়ারও অনুমতি পাবেন না। ভোটের ডিউটি চলাকালীন ওই সরকারি কর্মীকে (Govt Employees) তার অর্জিত ছুটি (Holiday) খরচা করতে হবে।
এই নির্দেশিকার ফলে বিপদে পরবেন সেই সব কর্মীরা যাদের কাছে আর পর্যাপ্ত ছুটি মজুত নেই। কারণ যদি পর্যাপ্ত ছুটি না থাকে তাহলে ওই সরকারি কর্মীর বেতন (Govt Employees Salary) কাটা যাবে। বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে জানান হয়েছে, ইতিমধ্যেই বহু সরকারি কর্মী ভোটের ডিউটি থেকে অব্যাহতি চেয়ে আবেদন জমা করেছেন।
সরকারি কর্মীদের জন্য সুখবর মাসের শুরুতেই। ডবল বেতন পাবেন। খুশিতে উচ্ছসিত সকলে।
এক্ষেত্রে মেডিক্যাল বোর্ড আনফিট বলে ঘোষনা করলে তবেই সেই কর্মীকে ছাড় দেওয়া হবে। তবে ওই আনফিট কর্মী ভোট গ্রহণের দিন পর্যন্ত নিজের কাজে যেতে পারবেন না। শুধু তাই নয়, ভোট মেটার পর ওই আনফিট ঘোষিত Govt Employees বা সরকারি কর্মীরা যতক্ষণ না ফিট সার্টিফিকেট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই কর্মী কাজে যোগ দিতে পারবেন না। যা সার্ভিস বুকে লিপিবদ্ধ থাকবে। প্রশাসনের এই ঘোষনার ফলে রীতিমত ক্ষোভে ফুঁসছেন কর্মীরা।
Written by Ananya Chakraborty.
আধার কার্ড গ্রাহকদের সুখবর। টাকার দরকার হলেই টাকা দিচ্ছে ব্যাংক। 5 মিনিটে ব্যাংক একাউন্টে ঢুকবে।