চাকরি

Employee Benefits – সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবিপূরণ ভোটের মুখে। DA আবহে এই সিদ্ধান্ত।

অবশেষে বিরাট জয়! ভোটের মুখেই সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ (Employee Benefits) করল পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal). ডিএ (Dearness Allowance) আবহে এমন বিজ্ঞপ্তি জারি হয়েছে। DA এর বিষয়কে কেন্দ্র করে বহুদিন থেকেই তোলপাড় রয়েছে রাজ্য। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার বৃদ্ধির (DA Hike News) দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারের কর্মীরা।

West Bengal Government Employee Benefits Announce.

তবে বেশ কিছু কারণে এখনো আদালতে ঝুলে রয়েছে মামলা। এই আবহকে কেন্দ্র করেই এবার সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি (Employee Benefits) মেনে নিল রাজ্য সরকার। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর (WB Finance Department) সূত্রে জানা গিয়েছে ২০১৪ সালের ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়েস এন্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট’ স্কিমের আওতায় রাজ্যে ভোটের দায়িত্বে থাকা সমস্ত কর্মচারীরা বিশেষ সুবিধা পাবেন চিকিৎসার জন্য।

২০১৪ সালে শুরু হওয়া ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ এন্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট’ স্কিমের আওতায় যে সমস্ত ব্যক্তিরা যুক্ত থাকবেন ভোটের কার্যকলাপে তারা এই সমস্ত সুবিধা (Employee Benefits) পাবেন। এই বিশেষ স্কিমের আওতায় না থাকা প্রত্যেক স্ট্রেট পুলিশ, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ হোম গার্ডরাও রয়েছেন। শুধু তাই নয় পাশাপাশি রয়েছেন ড্রাইভার, ফার্স্ট লেভেল চেকিং, ইভিএম কমিশনিং।

এছাড়াও ভোটের দিন এবং ভোট গণনার দিন কর্মরত বিইএল বা আইসিআইএল ইঞ্জিনিয়াররাও এই বিশেষ সুবিধার মধ্যে পড়বেন। ভোট কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রাখা হয়েছে। ইতিমধ্যেই প্রকাশ্যে আসার আনা হয়েছে বিভিন্ন নোটিশ। তা দেখে অত্যন্ত খুশি প্রত্যেকেই। এই বিষয় (Employee Benefits) নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক অধিকারী জানিয়েছেন যে কোনও অবস্থায় ভোট কর্মীরা অসুস্থ হতে পারেন।

Employee Benefits (সরকারি কর্মীদের সুবিধা)

এমনকি ঘটতে পারে যে কোন দুর্ঘটনাও। এর জন্য তাঁদের চিকিৎসার সম্পূর্ণ দায় নির্বাচন কমিশন (Election Commission Of India) তথা সরকারকেই নিতে হবে। এই বিশেষ দাবি দীর্ঘদিন ধরে ভোট কর্মীরা তুলে আসছেন (Employee Benefits). অবশেষে এই বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে ক্যাশলেস চিকিৎসা (Cashless Treatment) সুবিধার। এই প্রসঙ্গে তিনি আরো জানিয়েছেন, “সরকারের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি।”

সরকারি কর্মীদের জন্য সুখবর মাসের শুরুতেই। ডবল বেতন পাবেন। খুশিতে উচ্ছসিত সকলে।

আর পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের এই দাবি আজকের থেকে নয় অনেক দিন ধরেই এই দাবি তারা করে আসছিলেন। কিন্তু এবারে এই দাবি পূরণের ফলে সকলের অনেকটাই সুবিধা (Employee Benefits) হতে চলেছে। আর বছরের শুরু থেকেই রাজ্য সরকার তাদের কর্মীদের জন্য একের পর এক দারুণ ঘোষণা করেছে। আর এই সিদ্ধান্ত তার মধ্যে অন্যতম।
Written By Tithi Adak.

ভুলে যান Fixed Deposit. এবার থেকে সেভিংস একাউন্টেই পাবেন 8.05% সুদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *