Govt Employees – সরকারি কর্মীরা পাবে ডবল বেতন একসাথে। ভোটের আগে দারুণ সিদ্ধান্ত সরকারের।
সরকারি কর্মচারীদের (Govt Employees) সম্পর্কে আমরা সকলেই জানি। কারণ এনারাই হলেন আমাদের কাছে সরকারের প্রতিনিধি। আর সকল প্রকারের সরকারি কাজ বা পরিষেবা আমরা এনাদের মাধ্যমেই পেয়ে থাকি। আর এই জন্য সরকারের তরফেও Govt Employees বা সরকারি কর্মীদের জন্য নানা ধরণের সুবিধা ঘোষণা করা হয়েছে। আর এবারে কর্মীদের বেতন নিয়ে এক দারুণ খবর পাওয়া গেল ভোটের আগে।
Govt Employees Get 2 Months Salary By Government.
এবারে দুই মাসের বেতন একবারে ব্যাংক একাউন্টে ঢুকবে কর্মীদের (Govt Employees) আর এই কারণের জন্যই অনেকে খুবিস খুশি হয়েছেন। তবে কোন সরকারি কর্মীরা এই সুবিধা পাবেন? সরকারি শিক্ষকদের (Government Teachers) জন্য সুখবর। ভোটের আগেই সুখবর পেতে চলেছে শিক্ষকরা। দুই মাসের বেতন পাবেন শিক্ষকরা এমন শোনা যাচ্ছে। বেশ কিছু কলেজের শিক্ষকরা বিগত 2 মাস ধরে বেতন পাচ্ছেন না।
তবে প্রযুক্তগত ত্রুটির কারনে নাকি সরকারি কলেজের প্রফেসরদের (Govt Employees) বেতন পাঠান যায়নি বলে জানা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, মুম্বাইতে (Mumbai) বেশ কিছু কলেজের প্রফেসরদের বিগত দুই মাসের বেতন দেওয়া হয়নি। প্রযুক্তিগত ত্রুটির কারনে সেই সব কলেজের প্রফেসরদের বেতন দেওয়া যায়নি বলে জানাচ্ছে মহারাষ্ট্রের উচ্চ শিক্ষা দফতর।
তবে আগামী 15ই এপ্রিল সোমবার দুই মাসের বেতন এক সঙ্গে এই সব প্রফেসরদের (Govt Employees) পাঠান হবে। জানা গিয়েছে, যে সব প্রফেসররা বেতন পাননি তারা সরকার অনুমোদিত পদেই বহাল আছেন। তাদের বেতন (Salary) দেয় রাজ্য সরকার (State Government). বিগত দুই মাস ধরে প্রফেসরদের বেতন পাঠাতে পারেনি সরকার। এর ফলে প্রফেসররা কষ্টে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
তবে এই পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকার (Government Of Maharastra) জানিয়েছে এই সব কলেজের প্রফেসরদের (Govt Employees) 15ই এপ্রিলে বেতন পাঠান হবে তাদের। ইন্ডিয়ান এক্সপ্রেসকে বেতন না পাওয়া এক প্রফেসর এই বিষয়ে জানান, ‘প্রাথমিক ভাবে আমরা ভেবেছিলাম এমনিতেই একটু দেরি হচ্ছে। তবে টানা দুই মাস আমরা বেতন পায়নি। এই আবহে আমরা চিন্তিত হয়ে পড়েছি।
বিষয়টি আমাদের কাছে স্পষ্ট করা হয়নি সরকারের পক্ষ থেকে। এদিকে বেতন না পেলেও কলেজের পরীক্ষা নেওয়া, খাতা দেখা আর কলেজে ক্লাস করানোর পাশাপাশি সব কাজই করতে হচ্ছে শিক্ষকদের। শুধু তাই নয় নির্বাচনের কাজেও তাদের পাঠানো হবে। এই জন্যে তাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। আর সেই প্রশিক্ষণে যোগ দিয়েছে সরকারি কর্মীরা (Govt Employees).
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ছুটি বাতিল। ভোটের মুখে কড়া নির্দেশ জারি হল।
তবে 15 ই এপ্রিল যদি তাদের দুই মাসের বেতন দেওয়া হয় তাহলে খুশি হবেন এই সব কলেজের প্রফেসররা। আর এই ডবল বেতন শুধুমাত্র মহারাষ্ট্রের কিছু সংখ্যক শিক্ষকদের জন্য ঘোষণা করা হয়েছে। আর কিছুদিনের মধ্যেই সকলের ব্যাংক একাউন্টে সকল বকেয়া টাকা ঢুকে যাবে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.