Govt Scheme – রাজ্য সরকারের এই প্রকল্পে ভাতা বেড়ে দ্বিগুণ হল। সবাই এমনটাই চাইছিল এতদিন।
পশ্চিমবঙ্গে সরকারের চালু করা সব প্রকল্প (Govt Scheme) গুলোর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প জনপ্রিয় হয়েছে খুব। আর কয়েকদিন পর লোকসভা ভোট, আর এই লোকসভা ভোটের দিন ঘোষনার আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (WB CM Mamata Banerjee) দারুন ঘোষণা করেছেন। ভোটারদের কাছে আসার জন্য এই প্রকল্পের ভাতার পরিমান বাড়িয়েছে সরকার।
West Bengal Govt Scheme Allowance Hike.
এবার থেকে এই প্রকল্পের (Govt Scheme) আওতায় থাকা মানুষরা ঢুকবে কড়কড়ে টাকা। তবে কোন প্রকল্পের টাকা বাড়ান হল তা নিয়ে আপনাদের বলব। 2024 এর লোকসভা ভোটের আগেই মাস্টারস্ট্রোক দিল মুখ্যমন্ত্রী। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে প্রকল্পে (Govt Scheme) টাকা বাড়বে। আর সেই আশাতেই ছিলেন রাজ্যের মহিলারা।
তবে এই অপেক্ষার দিন শেষ অবশেষে এইবারের বাজেটে ঘোষনাও হয়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার পরিমান বৃদ্ধি (Govt Scheme Allowance Hike). এতদিন পর্যন্ত এই জনপ্রিয় প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পেত 1000 টাকা আর সাধারন শ্রেনীর মহিলারা পেত 500 টাকা। কিন্তু যেই সকল মহিলারা সাধারন শ্রেনীর তাদের 500 টাকা করে ভাতা দেওয়া নিয়ে একটু ক্ষোভ ছিল।
এছাড়াও দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে ততে এই 500 আর 1000 টাকা দিয়ে কিছু হয় না। তাই তাদের বক্তব্য তাদের ভাতা বাড়ান হোক। আর তাই সেই মত কাজও হয়ে গেল। এবার থেকে রাজ্যের সাধারন শ্রেনীর মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 500 থেকে বেড়ে 1000 করা হল অর্থাৎ দ্বিগুণ করে দেওয়া হল। আর তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের 1000 টাকা বাড়িয়ে 1200 টাকা করে দেওয়া হল।
আর এই টাকা এপ্রিল মাস থেকে ঢোকা শুরু হবে বলে জানা গিয়েছিল নবান্নের তরফ থেকে। তবে এপ্রিল মাস শুরু হতেই অনেকের একাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা ঢুকে গিয়েছে। এতে খুশি রাজ্যের মহিলারা। আর এই Govt Scheme বা সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছে। আর সাধারণ শ্রেণীর মহিলাদের ভাতা দ্বিগুণ করে দেওয়া হয়েছে।
মোটা টাকা পাবেন স্টেট ব্যাংক গ্রাহকরা। কোন গ্যারান্টির দরকার নেই!
আর এই লক্ষ্মীর ভাণ্ডার (Govt Scheme) প্রকল্পে ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের কোটি কোটি মহিলারা খুবই উপকৃত হতে চলেছেন। আর তাদের এমনটাই দাবি ছিল বহুদিন ধরে। এবারে লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.
লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন? না পেলে কি করবেন, জেনে নিন।