PM Awas Yojana – বাড়ি বানাতে সবাইকে টাকা দিচ্ছে সরকার। আবেদন করলেই ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে।
ভারতবর্ষে প্রচুর মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে। আর এই সকল মানুষদের পাকা বাড়ি দেওয়ার জন্য PM Awas Yojana প্রকল্পের মাধ্যমে সকলকে ১ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খাবার অনেক কষ্টে জোগার করে। কিন্তু তাদের নিজেস্ব ঘর বলে কিছু নেই। সেই সব মানুষদের সাহায্য করার জন্য এসেছে মোদী সরকার (Pradhan Mantri Awas Yojana).
PM Awas Yojana Online Apply Process.
এই সব দরিদ্রসীমার নিচে থাকা মানুষ গুলোর অন্ন এর জোগান করে দিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু এখন পর্যন্ত অনেক মানুষের বাসস্থানের চাহিদা পূরণ করা যায়নি। তাই এই সব মানুষদের বাসস্থানের চাহিদা পূরণ করার জন্য প্রধানমন্ত্রী নিয়ে এসেছে নতুন প্রকল্প PM Awas Yojana. এই প্রকল্পের মেয়াদ 2024 এর ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।
যদি নিজেদের জন্যে স্থায়ী বাসস্থান তৈরি করতে চান তাহলে এই সময়ের মধ্যেই আবেদন করে ফেলুন PM Awas Yojana. আজ এই প্রতিবেদনে আপনাদের সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আলোচনা করবো। আর এখনো এই প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষেরা উপকৃত হয়েছেন এবং আপনি এর সুবিধা পেতে চাইলে শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পড়ে ফেলুন।
PM Awas Yojana Benefits
সারা দেশ ব্যাপী যে সব নাগরিকদের নিজস্ব স্থায়ী বাসস্থান বা পাকা বাড়ি নেই তাদের কে পাকা বাড়ি দেওয়ার জন্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে। এই যোজনার আওতায় পাকাবাড়ি নির্মাণের জন্য 1 লক্ষ 30 হাজার টাকা অনুদান দেওয়া হয়। তবে এই অনুদান আবার গ্রাম ও শহর ভেদে আলাদা আলাদা হয়। কিন্তু এই সম্পর্কে আপনারা আবেদন করার সময় জানতে পারবেন।
Who Will Apply On PM Awas Yojana
কেন্দ্র সরকারের এই PM Awas Yojana তারাই আবেদন করতে পারবেন যাদের নিজেস্ব স্থায়ী ও পাকা বাড়ি নেই। এছাড়া যে সব পরিবারে 16 থেকে 59 বয়সী কোনো পুরুষ সদস্য কিম্বা প্রাপ্ত বয়স্ক সদস্য নেই তারাও এই যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন। আর যে সব পরিবারে কোনো প্রতিবন্ধী সদস্য আছে তারাও আবেদন জানাতে পারবেন।
এই গুলো ছাড়াও কেন্দ্র সরকারের নির্দেশিকায় আরো বলা হয়েছে, যে সব পরিবারে 25 বছর বয়সী বা তার বেশি বয়সী কোনো শিক্ষিত সদস্য নেই সেই পরিবার গুলো এই PM Awas Yojana আওতায় নাম নথিভুক্ত করতে পারবেন। আর অনলাইন এবং অফলাইন এই দুই পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারা এই আবেদন করতে পারবেন।
Who Will Not Apply On PM Awas Yojana Scheme
যে সব পরিবারের সদস্যদের বাইক কিম্বা অন্য গাড়ি রয়েছে অথবা 50 হাজার টাকা আমানত রয়েছে তারা কোনো ভাবেই এই যোজনায় নাম নথিভুক্ত করতে পারবে না। এছাড়া যে সব নাগরিকদের কিষান ক্রেডিট কার্ড (Kisan Credit Card) আছে তারাও আবেদন করতে পারবে না। এবারে এই আবেদন সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দেওয়া হল দেখুন।
PM Awas Yojana Online Apply Process
এই আবাস যোজনায় আবেদন প্রক্রিয়া ও অনুদান প্রক্রিয়াকে আরো সহজ করে তোলার জন্য এই যোজনাকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। আবাস যোজনা গ্রামীণ ও আবাস যোজনা শহর। গ্রাম ও শহর উভয় ক্ষেত্রে বসবাসকারি নাগরিকরা প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আবেদন জানানোর ক্ষেত্রে কেন্দ্র সরকারের (Central Government) তরফ থেকে দুটি ওয়েবসাইট চালু করা হয়েছে।
রাজ্য সরকারের এই প্রকল্পে ভাতা বেড়ে দ্বিগুণ হল। সবাই এমনটাই চাইছিল এতদিন।
একটি গ্রামের ক্ষেত্রে একটি শহরের ক্ষেত্রে। এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে তারা আবেদন জানাতে পারবেন। আপনি যদি গ্রামে বাস করেন তাহলে PM Awas Yojana Gramin এর ওয়েবসাইটে আবেদন করুন আর যদি শহরে বাস করেন তাহলে আবাস যোজনা (Awas Yojana) শহর এর ওয়েবসাইটে আবেদন করুন। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.
ভুলে যান Fixed Deposit. এবার থেকে সেভিংস একাউন্টেই পাবেন 8.05% সুদ।