Employee Benefits – সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি একধাক্কায়! কবে থেকে এই টাকা একাউন্টে ঢুকবে?
সরকারি কর্মীদের জন্যে দারুন খবর (Employee Benefits). DA (Dearness Allowance) বৃদ্ধির সাথে সাথে বাড়বে HRA (House Rent Allowance). সম্প্রতি মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে কেন্দ্র সরকারের কর্মীদের এখন তাদের ভাতার পরিমাণ 50 শতাংশ। আগে কর্মীরা পেত 36 শতাংশ হারে মার্চের প্রথম সপ্তাহে 4 শতাংশ DA ও DR (Dearness Relief) বৃদ্ধি করা হয়েছে।
Central Government Employee Benefits On DA Hike.
এই বর্ধিত মহার্ঘ ভাতা সারা দেশে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের (Pensioneers) জন্য কার্যকর করা হয়ে গিয়েছে। নিয়ম অনুযায়ী, মহার্ঘ ভাতার পরিমান 50 শতাংশ হলেই হাউজ রেন্ট অ্যালাউন্সেও বা HRA পরিবর্তন হয়। তাই মহার্ঘ ভাতা বৃদ্ধির পরে কেন্দ্র সরকারি কর্মীরা HRA বা হাউজ রেন্ট অ্যালাউন্স বৃদ্ধির অপেক্ষায় থাকে। DoPT এর পক্ষ থেকে আগে থেকেই ভাতা বৃদ্ধির তালিকা প্রকাশ (Employee Benefits) করা হয়েছে।
যেখানে মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে জানা গিয়েছে। তবে HRA বৃদ্ধির বিষয়ে এখনো কিছু নির্দেশ আসেনি সরকারের তরফ থেকে। কেন্দ্র সরকারি কর্মীদের বর্তমানে মহার্ঘ ভাতা 50 শতাংশ। এবারে HRA কতখানি বৃদ্ধি করা হবে এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা তৈরি হয়েছে কর্মীদের মনে। দেশের বিভিন্ন শহরের ভিত্তিতে HRA গণনা করা হয়। সপ্তম বেতন কমিশনের (7Th Pay Commission Employee Benefits) সুপারিশে গত 1লা জুলাই 2017 থেকে।
HRA ক্যাটাগরিতে X , Y, Z শহরের মানুষদের খেত্রে HRA বা হাউজ রেন্ট অ্যালাউন্স 24, 16, 8 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। আগে মহার্ঘ ভাতা 25 শতাংশে পৌছলে X, Y, Z ক্যাটাগরি শহরে মুল বেতনের (Employee Benefits) হিসাব ক্রমশ 27, 18 ও 9 শতাংশ পর্যন্ত বদলাতে থাকে। চলুন দেখে নিন যদি কোনো কর্মীর বেসিক বেতন 35000 টাকা হয় তাহলে X, Y, Z ক্যাটাগরিতে HRA এর পরিমাণ (Employee Benefits) কি হতে পারে?
How Much HRA Hike Expectation For Employee Benefits
1) X ক্যাটাগরির শহরে যাদের বেসিক বেতন 35000 টাকা তারা 27% অর্থাৎ 9450 টাকা পেতেন HRA.
2) Y ক্যাটাগরির শহরে যাদের বেসিক বেতন 35000 টাকা তারা 18% অর্থাৎ 6300 টাকা পেতেন HRA.
3) Z ক্যাটাগরির শহরে যাদের বেতন 35000 টাকা তারা 9% অর্থাৎ 3150 টাকা করে পেতেন HRA.
4) কিন্তু সপ্তম বেতন কমিশনের (Employee Benefits) আওতায় মহার্ঘ ভাতা 50% হলে HRA X, Y, Z ক্যাটাগরির ক্ষেত্রে HRA 30, 20, 10 শতাংশ পর্যন্ত করা উচিৎ।
আবাস যোজনায় নতুন বাড়ি বানাতে টাকা দেওয়া শুরু করলো সরকার। লিস্টে আপনার নাম আছে?
5) নতুন নিয়ম অনুযায়ী সপ্তম বেতন কমিশনের সুপারিশে কি কি হতে পারে যাদের বেসিক বেতন 35000 টাকা। একনজরে তা দেখে নিন।
6) X ক্যাটাগরির শহরে যাদের বেসিক বেতন 35000 টাকা তারা 30% অর্থাৎ 10500 টাকা পেতে পারেন HRA।
7) Y ক্যাটাগরির শহরে যাদের বেসিক বেতন 35000 টাকা তারা 20% অর্থাৎ 7000 টাকা পেতে পারেন HRA।
8) Z ক্যাটাগরির শহরে যাদের বেতন 35000 টাকা তারা 10% অর্থাৎ 3500 টাকা করে পেতে পারেন HRA। এর ফলে X ক্যাটাগরির শহরে যাঁদের বেসিক স্যালারি 35000 টাকা তারা বছরে বাড়তি 3500 টাকা বেশি পাবেন (Employee Benefits). এই সুবিধা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য।
Written by Ananya Chakraborty.
জনপ্রিয় 10 টি ব্যাংককে কড়া শাস্তি দিলো রিজার্ভ ব্যাংক। গ্রাহকদের টাকা নিয়ে সমস্যা।