Leave Rules – পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ছুটি নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ, কতটা সুবিধা হল?
সরকারি কর্মীদের (Government Employees) জন্যে বড় খবর। তাদের ছুটির নিয়মে (Leave Rules) পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal). এবার থেকে এই নতুন বিজ্ঞপ্তি মেনেই ছুটি নিতে হবে সরকারি কর্মীদের। ছুটির কোন নিয়মে বদল ঘটাল রাজ্য সরকার চলুন জেনে নিন। রাজ্য সরকারি কর্মীদের (West Bengal State Government Employees) জন্যে রাজ্য অর্থ দফতর (WB Finance Department) লিভ রুলস নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল।
West Bengal Government Employees Leave Rules.
এবার থেকে রাজ্যের সব সরকারি কর্মীদের এই নিয়ম (Leave Rules) মেনে চলতে হবে। কিছু দিন আগেই রাজ্য সরকার 4% মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়েছে কর্মীদের এখন তারা 14% হারে মহার্ঘ ভাতা পাবেন। মে মাস থেকেই এই বর্ধিত মহার্ঘ ভাতা পাবে কর্মীরা। পাশাপাশি 42 হাজার টাকার নিচে বেতন ভুক্ত কর্মকর্তাদের অ্যাড হক বোনাস (Ad Hoc Bonus) 700 টাকা বাড়িয়ে 6000 টাকা করা হল।
আর এবার সরকরি কর্মীদের ছুটি (Leave Rules) নিয়ে নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার। এতো দিন রাজ্য সরকারি কর্মীরা অফলাইনে ছুটির আবেদন জানাতে পারতেন। কিন্তু নতুন নিয়মে বলা হয়েছে, একজন সরকারি কর্মী তার কর্ম জীবনে মোট 300 দিনের ছুটির (Leave Rules) বেতন পেয়ে থাকেন। ছুটির (Holiday) এই নিয়মেই বদল আনা হয়েছে।
সরকারের তরফ থেকে জানানো হয়েছে সরকারি কর্মীদের এবার থেকে অনলাইনে ছুটির আবেদন করতে হবে। চলতি বছর এপ্রিল মাস থেকেই এই নিয়ম কার্যকর করেছে রাজ্য সরকার। অফলাইনে ছুটির আবেদনের ফলে রাজ্য অর্থ দফতরের টাকা খরচ হচ্ছে বেশি কারন অফলাইনে ছুটির (Leave Rules) আবেদন করতে গিয়ে হিসেব মেলানোর সময় ভ্রান্তির মধ্যে পরে বেশি বেতন ভোগ করতেন সরকারি কর্মীরা বলে রাজ্য সরকার সূত্রে খবর।
অনলাইনে ছুটির আবেদন করলে এক্ষেত্রে অনেকটা স্বচ্ছতা আসবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সরকারি কর্মীদের অনলাইনে আবেদন জানানোর জন্য একটি পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। এই পোর্টালের মাধ্যমে কিভাবে ছুটির (Leave Rules) জন্য আবেদন করবেন, অ্যাপ্রুভাল প্রসেস, সিস্টেমেটিক পদ্ধতিতে সবটা নির্দেশিকায় বলা আছে।
বন্ধ হওয়া LIC Lapsed Policy পলিসি চালু করার সুবর্ণ সুযোগ। কিভাবে চালু করবেন?
এই পদ্ধতিতে কাজ করলে রাজ্য সরকারের কোষাগারের অর্থ অনেকটাই বাঁচবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। আর এই Leave Rules বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য অনেকদিন আগেই ঘোষণা কড়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। আর এবারে বর্তমানে এই খবরটি ফের একবারের জন্য শিরোনামে উঠে এসেছে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.
5 লাখ টাকা দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সঠিক আবেদন করলেই একাউন্টে টাকা ঢুকবে?