অর্থনীতি

Savings Account থাকলেই পাবেন Fixed Deposit এর সমান সুবিধা! মধ্যবিত্তের জন্য দারুণ খবর

ব্যাংকের তরফ থেকে দুর্দান্ত স্কিম। এবার Savings Account থাকলেও পাবেন ফিক্সড ডিপোজিটের মতো সুদ (Fixed Deposit Interest Rate). আমরা সকলেই নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য বিভিন্ন ভাবে বিনিয়োগ করে থাকি। এই গুলির মধ্যে সবচেয়ে সুরক্ষিত এবং ঝুঁকিবিহীন সঞ্চয় পদ্ধতি হলো ব্যাংকের সেভিংস একাউন্ট। এর মাধ্যমে আপনি যে কোনো সময় টাকা জমা এবং উত্তোলন করতে পারবেন।

Savings Account Auto Sweep Facilities To Get FD Interest.

এছাড়া আপনার জমানো টাকার ওপর সুদের হার এখানে ওঠানামা করতে থাকে। যখন তখন এই Savings Account থেকে টাকা তুলে ফেলা যায়। সাথে থাকে আর বিশেষ বিশেষ সুবিধা। এই সুযোগ সুবিধার মধ্যে অন্যতম একটি হলো অটো সুইপ সার্ভিস। এই অটো সুইপ সার্ভিসের (Auto Sweep Facilities) সুবিধা হলো এই যে এখানে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) সমান হারে সুদে টাকা পাওয়া যায়।

এর দ্বারা গ্রাহক আরো উচ্চতর রিটার্ন পাওয়ার আশায় বেশি বেশি করে সঞ্চয় করতে অগ্রসর হয়। এটি যেমনি ব্যাংকের পক্ষে সুবিধাজনক, ঠিক তেমনি গ্রাহকদের পক্ষেও। একটি Savings Account এর ওপর ২.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয় যেখানে এফডিতে সুদের হার (FD Interest Rate) দেওয়া হয় ৬.৫ শতাংশ। সুতরাং বলাই বাহুল্য এবং আমরা সকলেই প্রায় কম বেশি জানি Savings Account তুলনায় Fixed Deposit এর বেনিফিটস অনেক বেশি।

দীর্ঘমেয়াদী ইনভেস্ট করে উচ্চ হারে রিটার্ন পেতে চান তাদের জন্য ফিক্সড ডিপোজিট আদর্শ। ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখার পর যেমনি এর মেয়াদপূর্তির আগে তা তোলা যায় না। এখানে আপনি মেয়াদপূর্তির আগে তা তুলতে পারবেন যেমনটা Savings Account হয়ে থাকে। তবে এই সুবিধা পেতে গেলে আপনাদের এই ফিচারসটিকে এনাবেল করতে হবে।

এখানে Savings Account টাকা জমা করতে করতে একটি সীমা অতিক্রম করার পরে তার বাকিটা ফিক্সড ডিপোজিটে চলে যায়। অটো সুইপ সার্ভিস করার বিভিন্ন পদ্ধতিতে একাউন্টে একটি লিমিট ফিক্সড করতে হবে। এরপরেই ওই টাকা ফিক্সডে পরিনত হয়। আজকের এই অটো সুইপ সার্ভিসের সুবিধাটি আপনাদের সামনে একটি উদাহরণের মাধ্যমে তুলে ধরা যাক।

Post Office Scheme (পোস্ট অফিসের স্কিম)

ধরা যাক কোনো ব্যাক্তির একটি ব্যাংকে Savings Account টাকা জমা রয়েছে ৮০০০০ টাকা। যেখানে ৩০০০০ টাকা লিমিট হিসাবে ধার্য করা হয়েছে। এই ৮০০০০ টাকা অটো সুইপ সার্ভিসের অন্তর্গত, যেখানে ৩০০০০ টাকা বাদ দিয়ে বাকি ৫০০০০ টাকা সরাসরি ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) রূপান্তরিত হবে। এর ফলে ৮০০০০ টাকার মধ্যে ৩০০০০ টাকা সেভিংস একাউন্ট অনুসারে সুদ দেবে।

বন্ধ হওয়া LIC Lapsed Policy পলিসি চালু করার সুবর্ণ সুযোগ। কিভাবে চালু করবেন?

বাকি ৫০০০০ টাকা ফিক্সড ডিপোজিটের হারে সুদ প্রদান করবে। সুতরাং আপনি একটি একাউন্টে বিনিয়োগ করে দুটি একাউন্টের সুদের সুবিধা পাচ্ছেন। এখানে সেভিংস একাউন্টে জমা করা ব্যাক্তিরা একই সাথে সেভিংস এবং ফিক্সড ডিপোজিটের সুদ এক সাথে পাচ্ছেন। এই সম্পর্কে আপনারা আরও বিস্তারিত তথ্য সম্পর্কে আপনারা নিজেদের ব্যাংকে গিয়ে যোগাযোগ করে নিতে পারবেন।
Written by Sathi Roy.

স্টেট ব্যাংকে SBI WeCare ফান্ডে মাত্র কয়েক বছরে টাকা ডবল। আজই বিনিয়োগ করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *