Lakshmir Bhandar – লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন না? সমস্যা কি? বিস্তারিত তথ্য জেনে নিন!
রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য Lakshmir Bhandar বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal). ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের সকল স্তরের মানুষদের জন্য এখনো পর্যন্ত 100 টির কাছাকাছি প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (WB CM Mamata Banerjee). এই সব প্রকল্প গুলোর মধ্যে কৃষক (Farmers), পড়ুয়া, বেকার যুবক যুবতি, মহিলা, বৃদ্ধ সবার জন্যই বিভিন্ন প্রকল্প আছে।
Lakshmir Bhandar Money Payment Update.
লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী (Kanyashree Prakalpa), রূপশ্রী (Rupashree Prakalpa), সবুজ সাথী (Sabooj Sathi), যুবশ্রী (Yuvashree Scheme), কৃষক বন্ধু (Krishak Bandhu) ইত্যাদি। এই প্রকল্প গুলোর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme) খুব জনপ্রিয় হয়েছে। এই প্রকল্প (Govt Scheme For Womens) মহিলাদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রতিমাসে নির্দিষ্ট টাকা দেওয়া হয়।
আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের (Lakshmir Bhandar) মাধ্যমে মহিলাদের 500 ও 1000 টাকা করে দেওয়া হত। সাধারন শ্রেনীর মহিলাদের 500 ও তপশিলি জাতি ও উপ জাতির মহিলাদের 1000 করে টাকা দেওয়া হত। কিন্তু চলতি বছর রাজ্য বাজেট থেকে এই ভাতার পরিমাণ বাড়ানো (Allowance Hike) হয়েছে। সাধারন শ্রেনীর মহিলাদের দেওয়া হচ্ছে 1000 টাকা আর তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের 1200 টাকা করে দেওয়া হচ্ছে।
গত এপ্রিল মাস থেকে এই বর্ধিত ভাতা চালু হয়েছে। এপ্রিল মাস থেকেই এই প্রকল্পের আওতায় থাকা সব মহিলাদের একাউন্টে বর্ধিত ভাতা ঢুকে গিয়েছিল। কিন্তু এই চলতি মাসে অনেক মহিলাদের একাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা (Lakshmir Bhandar Money) ঢোকেনি। এমনকি তাদের কাগজ পত্র ঠিক থাকলেও অনেকের এই মাসে টাকা ঢোকেনি। যার জন্য মন খারাপ মহিলাদের।
জানা গিয়েছে, রাজ্যের 2 কোটি মহিলা Lakshmir Bhandar আওতায় আছেন। যারা প্রতিমাসে লক্ষ্মীর ভাণ্ডারের নির্ধারিত টাকা একাউন্টে পাচ্ছেন। তবে তথ্য সংক্রান্ত কিছু সমস্যা থাকার কারনে এই মে মাসের টাকা আটকে গিয়েছে বহু মহিলার। আর তাই রাজ্য সরকারের তরফ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যাতে রাজ্যের মহিলারা যাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি তারা ফোন করে তাদের সমস্যার কথা জানাতে পারে।
এই নম্বরে ফোন করলে তারা তাদের যাবতীয় তথ্য জানতে পারবেন। কোনো সমস্যা থাকলে তা জানিয়ে দেওয়া হবে। রাজ্যের মহিলাদের জন্য জারি করা হেল্পলাইন নম্বর হল 9137091370. আর এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। কিন্তু এখনো পর্যন্ত সকলেই টাকা পেয়েছে।
স্টেট ব্যাংকে FD করা থাকলে নিশ্চিন্ত! গ্রাহকদের চিন্তার অবসান
তাই যারা এখনো পর্যন্ত Lakshmir Bhandar এর টাকা পাননি তাদের চিন্তা করার কোন কারণ নেই। সকল নথিপত্র এবং ব্যাংক একাউন্টের তথ্য ঠিক থাকলে আজ না হোক কাল আপনাদের একাউন্টে টাকা ঢুকে যাবে। Lakshmir Bhandar প্রকল্পের টাকা নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.
রেশন কার্ড গ্রাহকদের সুবিধার্থে রেশন দোকানে চালু হচ্ছে নতুন সুবিধা।