গুরুত্বপূর্ণ খবর

বিনামূল্যে ডবল রেশন দেওয়া হবে। Free Ration দেওয়া নিয়ে দারুণ সুখবর

সাড়া দেশে চলছে লোকসভা ভোট আর এই ভোটের আবহে রেশন (Free Ration) নিয়ে বড় ঘোষনা। প্রত্যেকে পাবেন ডবল রেশন। রেশন সামগ্রী (Ration Items) নিয়ে বড় আপডেট এই মাত্র উঠে এলো। দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের জন্য রেশন কার্ডের (Ration Card) গুরুত্ব অপরিসীম। আর এবারে এই নিয়ে দারুণ সুখবর। আপনিও পেতে পারেন ডবল রেশন। রেশন নিয়ে এই বড় তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে এই পুরো প্রতিবেদনটি পড়ুন।

10 KG Free Ration Provide by India Alliance.

সংবাদমাধ্যম সুত্রে জানা যাচ্ছে, এবার আর 5 কেজি নয় মাথা পিছু 10 কেজি করে Free Ration দেওয়া হবে দেশের সাধারন মানুষদের। প্রতিমাসে দেশের সব নাগরিক বিনামূল্যে অতিরিক্ত রেশনের সুবিধা পাবেন। কারা পাবেন আর কবে থেকেই বা দেওয়া হবে এই রেশন সামগ্রী চলুন দেখে নিন। 2020 সালে করোনা আসার পর থেকেই বিনামূল্যে রেশন সামগ্রী (Free Ration Items) পাচ্ছেন সাধারন মানুষ।

অতিরিক্ত ১০ কিলো রেশন কারা পাবে?

এই Free Ration দেশের 80 কোটি মানুষ পাচ্ছে। এই 80 কোটি মানুষের অন্নসংস্থানের জোগান করে চলছে এই বিনামূল্যে রেশন ব্যবস্থা। আর আগামী ৫ বছর পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন সময় ধাপে ধাপে এই পরিষেবার সময় সীমা বেড়েছে। তবে সময় সীমা বাড়ার সাথে সাথে রেশন সামগ্রীর পরিমান ও কমেছে। বর্তমানে মাথা পিছু 5 কেজি করে রেশন সামগ্রী দেওয়া হয় সাধারন মানুষদের।

কারা ফ্রি রেশনের প্রতিশ্রুতি দিলো?

তবে বর্তমানে এক পরিবারে লোকের মাথা পিছু 5 কেজি করে Free Ration কি হয়? এই প্রশ্ন তুলেছে ভারতীয় জাতীয় কংগ্রেস (Indian National Congress) দল। এই প্রশ্ন তুলে লোকসভা নির্বাচনের আবহেই দেশের দেশের মানুষকে 10 কেজি করে রেশন সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস তথা ইন্ডিয়া জোট। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খর্গে জানিয়েছেন ইন্ডিয়া জোট সরকার গঠন করলেই এই সুবিধা কার্যকর করা হবে দেশের সাধারন নাগরিকদের জন্য।

lpg gas booking discount upto 100 rupees

কবে থেকে ফ্রি রেশন বাড়ানো হবে?

বর্তমানে দেশে প্রত্যেক নাগরিকদের মাথা পিছু 3 কেজি করে চাল ও 2 কেজি করে আটা বা গম মিলিয়ে মোট 5 কেজি করে রেশন সামগ্রী (Free Ration Items) দেওয়া হয়। এই 5 কেজি করে রেশন সামগ্রীতে এমন কি হয়? দেশের গরিব মানুষরা যাতে দুবেলা পেট ভরে খেতে পারে তার জন্যে ইন্ডিয়া জোট সরকার ক্ষমতায় এলে প্রতিমাসে প্রতি পরিবারে প্রতিটি লোকের মাথা পিছু 10 কেজি করে রেশন সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।

প্রতিমাসে ৩০০০ টাকা পাবেন। PMSYM Yojana প্রকল্পে কিভাবে আবেদন করবেন?

কিন্তু এই Free Ration বা বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা সম্পূর্ণরূপে একটি ভোটের প্রচার চলাকালীন প্রতিশ্রুতি মাত্র। আগামীদিনে লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হলে জানতে পাওয়া যাবে যে এই ইন্ডিয়া জোট সরকার ক্ষমতায় আসতে চলেছে কিনা এবং ক্ষমতায় আসলে কবে থেকে এই প্রতিশ্রুতি কার্যকর করা হবে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *