Anganwadi Supervisor – ICDS অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ নিয়ে বড় পদক্ষেপ সরকারের। কবে থেকে আবেদন?
ভোট মিটলেই ফের চাকরির খবর পাওয়া যেতে পারে পশ্চিমবঙ্গে। এবারে ICDS Anganwadi Supervisor বা অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। সাড়া দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গেও সম্প্রতি পঞ্চম দফার নির্বাচন হয়ে গিয়েছে। এখন দুই দফার নির্বাচন বাকি রয়েছে। আর তাই দেশে চালু রয়েছে নির্বাচনী আচরণবিধি। এই ভোটের ফল বেড় হবে 4ঠা জুন (Integreted Child Development Service).
ICDS Anganwadi Supervisor Recruitment 2024.
ভোটের ফল প্রকাশের 6 দিন পর অর্থাৎ 10ই জুন নির্বাচনী আচরণবিধি তুলে নেওয়া হবে। নির্বাচনী আচরণবিধি থাকার ফলে কোনো রাজ্য বা দেশের সরকার কোনো সরকারি কাজ করতে পারছে না। এর ফলে অনেক নিয়োগ (ICDS WB Anganwadi Supervisor) প্রক্রিয়া আটকে রয়েছে। তবে 10ই জুন আচরণবিধি তুলে নেওয়ার পর ই অঙ্গনওয়ারি কেন্দ্র গুলো নিয়ে বড় সিদ্ধান্ত নেবে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal).
অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ হবে
পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। সেই সব কেন্দ্রে সুপারভাইজার পদে নিয়োগ করা শুরু করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC). বিপুল পরিমান অঙ্গনওয়ারি সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। রাজ্যের বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ (Anganwadi Supervisor Recruitment) করা হবে। তাই প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারবেন প্রর্থিরা।
অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে কত সংখ্যক শূন্যপদ?
বর্তমানে যেহেতু সাড়া দেশে নির্বাচনী আচরণবিধি চালু রয়েছে তাই এই নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করতে পারছে না রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। নির্বাচনী আচরণবিধি তুলে নিলেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে জানা গিয়েছে। তবে সূত্র মারফত জানা গিয়েছে, 13 হাজার 225 জনকে অঙ্গনওয়ারি সুপারভাইজার পদে নিয়োগ (Anganwadi Supervisor) করার কথা ভাবছে রাজ্য সরকার। কিন্তু সঠিক সংখ্যা বিজ্ঞপ্তি প্রকাশ কলে জানতে পাওয়া যাবে।
Anganwadi Supervisor Recruitment Criteria
অঙ্গনওয়ারি সুপারভাইজার পদে আবেদন করার জন্যে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 42 বছরের মধ্যে। এই পদের জন্য ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আর প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে রাজ্য তথা দেশের স্বীকৃত কোনো বোর্ড থেকে। পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
When Anganwadi Supervisor Recruitment Notification Publish
লোকসভা নির্বাচন শেষ হলেই বিজ্ঞপ্তি জারি করবে পাবলিক সার্ভিস কমিশন (Public Service Commission). আর এই জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে রাজ্যের সকল চাকরি প্রার্থীদের। আগামী ১০ই জুনের পর থেকে কোন খবর হতে পারে বলে মনে করছেন অনেকে। সেই বিজ্ঞপ্তিতে সব উল্লেখ করা থাকবে কিভাবে আবেদন করবেন? কবে থেকে করবেন? যোগ্যতা, বয়স সীমা সব।
পশ্চিমবঙ্গে আর কি কি পদে নিয়োগ হতে পারে?
শুধু Anganwadi Supervisor পদে নিয়োগ নয় অনেক চাকরির পরীক্ষাও ঝুলে রয়েছে নির্বাচনের জন্য। ভোট শেষ হলেই ক্লার্ক শিপ, পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশে কনস্টেবল, মহিলা কনস্টেবল, কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর, মিসলেনিয়াস এই সব পরীক্ষা গুলো নেওয়া হবে। ভোট শেষ হওয়ার পর আচরণবিধি তুলে নিলে এই পরীক্ষা গুলো নেওয়া হবে।
Written by Ananya Chakraborty.