Upper Primary Recruitment – SSC মামলার মধ্যেই প্রাইমারী নিয়োগ নিয়ে কি জানালো কলকাতা হাইকোর্ট?
এমনিতে SSC 2016 সালের চাকরি বাতিল নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, আর এর মধ্যেই Upper Primary Recruitment বা পশ্চিমবঙ্গে উচ্চপ্রাথমিক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ খবর। আবারও আর এক শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির খবর সামনে এসেছে। 2016 সালের SSC প্যানেল বাতিলের মাঝেই আপার প্রাইমারি (Upper Primary) নিয়েও বড় অভিযোগ এসেছে। এই আপার প্রাইমারির শিক্ষক নিয়োগেও দুর্নীতি হয়েছিল (Calcutta High Court).
West Bengal Upper Primary Recruitment.
এই Upper Primary Recruitment মামলারই শুনানি ছিল গত বুধবার। প্রচুর চাকরিপ্রার্থীর অপেক্ষার অবসান ছিল সেই দিন কিন্তু আদালত কিছু নির্দেশ দেয়নি সেই দিন উল্টে আরো অপেক্ষার মেয়াদ বাড়ল চাকরিপ্রার্থীদের। এই মামলার পরের শুনানির তারিখ আদালত দিয়েছে 28শে জুন। বুধবার কলকাতা হাইকোর্ট এই মামলার বিষয়ে কি বলেছেন সে বিষয়ে জেনে নিন।
পশ্চিমবঙ্গে উচ্চ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি!!
কলকাতা হাইকোর্ট সুত্রে জানা গিয়েছে যে Upper Primary Recruitment মামলায় স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) নিজেদের বক্তব্য রেখেছে। পরের শুনানির দিন বিরোধীদের বক্তব্যও শোনা হবে তারপরই কলকাতা হাইকোর্ট কোন নির্দেশ দিতে পারে বলে মনে করছে অনেকে। আপার প্রাইমারির বুধবারের শুনানির জন্যে অপেক্ষা করছিলেন হাজার হাজার চাকরিপ্রার্থী। কিন্তু আপাতত কিছু হচ্ছে না।
উচ্চপ্রাথমিক নিয়োগ মামলা
Upper Primary Recruitment মামলা দীর্ঘ 10 বছর থমকে আছে নিয়োগ। চাকরিপ্রার্থীদের অভিযোগ সরকারের সদিচ্ছার অভাবেই ঝুলে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। প্রথম কাউন্সেলিংয়ের পর চাকরি প্রার্থীদের দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করে যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করার দাবি চাকরিপ্রার্থীদের। আপার প্রাইমারিতে (Upper Primary) প্রায় 9 হাজার প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এই মামলার ভবিষ্যৎ কি?
দ্বিতীয় দফার প্রায় 2 হাজার প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া এখন বাকি। জানা গিয়েছে প্রায় প্রথম দফায় মোট 8900 জনের প্রথম কাউন্সেলিং হয়েছে। দ্বিতীয় কাউন্সেলিং বাকি আছে। 2015 সালে 16ই আগস্ট মাসে Upper Primary Recruitment লিখিত পরীক্ষা দিয়েছিল প্রার্থীরা। আর তারপরে একবার মেধাতালিকা প্রকাশ (Upper Primary Merit List) করা হয়েছে। কিন্তু মামলার ফলে সেই তালিকা বাতিল হয়ে যায়।
গত 8 বছরে চাকরিপ্রার্থীরা দুইবার ইন্টারভিউ (Upper Primary Recruitment) দিয়েছে। কিন্তু আইনি জটিলতায় একজনেরও চাকরি হয়নি। উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থী সুশান্ত ঘোষ মঙ্গলবার বলেন, এই নিয়োগের ঘোষিত শূণ্যপদ রয়েছে 14339 টি। একজনও যোগ্য প্রার্থী চাকরি পাননি। 2019 সালে 4ঠা অক্টোবর মেধা তালিকা প্রকাশ পেলেও দুর্নীতির অভিযোগে 2020 সালে 11ই ডিসেম্বর তা বাতিল হয়ে যায়।
নতুন করে 2021 সালের 31শে জুলাইয়ের মধ্যে Upper Primary Recruitment সম্পন্ন করার জন্য SSC কে নির্দেশ দিয়েছিল আদালত। তবে SSC তা কার্যকর করতে পারেনি। শুধুমাত্র ইন্টারভিউ হয়েছে। আর এবারে আবার কিছুদিনের অপেক্ষা করতে হবে চাকরিপ্রার্থীদের। এবারে দেখার অপেক্ষা যে আগামীদিনে এই মামলার কি ভবিষ্যৎ হতে চলেছে।
Written by Ananya Chakraborty.